![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
কেয়া, তুমি মন খারাপ কোরো না,
তুমি চাইলে এমন মেঘলা বিকেলে দমকা হাওয়া আরও হবে হাজার বার
আর আমি তোমার হাতে হাত রেখে , রিক্সায় করে ঘুরে বেরাব।
তুমি চাইলে, রিম-ঝিম বৃস্টিও হবে,
আমরা দুজনে ভিজব একসাথে,
ভালোবাসার রং মেখে,
তুমি চাইলে, একপশলা বৃস্টির পর রংধনু উঠবে আকাশে ,
আর সেই রংধনুতে লেখা থাকবে, *ভালোবাসি তোমাকে প্রতিটি ইউনিভার্সে।*
তুমি চাইলে, গোধুলির রক্তলাল সূর্য হয়ে যাবে নীল,
এই আকাশ , ছায়াপথ সব নীলে নীলান্তর,
তখন আমি তোমার দু হাত ধরে , আনমনে হেটে যাব তেপান্তরে আর গল্প শুনাব তোমায় যুগযুগান্তরের।
তুমি চাইলে, রাতের মিটিমিটি তারাগুলো নেমে আসবে নীলসাগরে,
নীল সাগর পাড়ে, আমার বুকে তোমার মাথা রেখে, তোমার নরম তুলতুলে হাত দুটি ধরে কাটিয়ে দিব কয়েশ রাত।
২| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৭
নকল কাক বলেছেন: চমৎকার প্রেমের কবিতা, প্লাস