![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
মিরপুর-১০ থেকে সাভার, নবীনগর যাব,
বাসে ঊঠে পরলাম,
আর ভাবছি , তোমার কথা কেয়া,
কিছুটা অনমনে হয়ে আমি যেন হ্যালোজিনেশে চল গেলাম,
অনেক অনেক দিন পরে ,
তুমি নিউইয়র্কের এক শপিংমলের ভিতরে তোমার ফ্যামিলির সাথে (হাসবেন্ড আর একটা ৮/১০ বছরের বাচ্চা )
আমিও গেছি সেখানে আমার ফ্যামিলি নিয়ে, এটা কাকতালীয় ,
তারপর হাঠাৎ মুখোমুখি , তোমার আমার মাঝে ৫০গজের মত দুরত্ব ,
তুমি আমাকে দেখে দাড়িয়ে গেলে,
আর আমিও ,
আমি কিছু না ভেবে, আমার দু হাত বাড়িয়ে দিলাম তোমার দিকে আর তুমি দৌড় দিয়ে আমার বুকে এসে জড়ায় ধরলে,
আমি অনেক জোর করে জড়ায় ধরে রাখলাম কিছুক্ষন তারপর তোমার কপালে একটা চুমু দিলাম।
আমাদের ফ্যামিলি তো অবাক!
তুমি একটা হাসি দিয়ে চলে গেলা তোমার ফ্যামিলির কাছে , আর আমিও দাড়িয়ে রইলাম কিছুক্ষন সেখানে।
তারপর শুধু নিস্তব্ধতার কোলাহল আর আমার বুক ভরা প্রশান্তি।
আমিও একটি মুচকি হাসি দিয়ে বুঝে নিলাম,
এই প্রশান্তির সুখ তুমিও আমার মতন অনেক দিন ধরে খুজছিলে।
তোমার আমার এই গল্প শেষ হব না কখনো , সেটা কি তুমি জানো কেয়া?
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা লিখেছেন।