![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
তোমার জন্য আমার ভালোবাসা এক মহাবিশ্ব বিশাল,
সময় আর বাস্তবতা যেখানে নতজানু কাল।
যেন সূর্য আর গ্রহেরা ঘোরে অবিরাম,
তোমার চারপাশে আমি চিরকাল।
প্রেম আমার মহাকাশের গভীর নীল,
যেখানে তারা ঝরে, স্বপ্ন আঁকে জ্বলজ্বলে।
অসীমের মাঝে খুঁজে নিই তোমার দৃষ্টি,
যেন কৃষ্ণগহ্বরের টানে লুকানো এক সৃষ্টি।
সাগরের ঢেউয়ের মতো ছুটে চলি তোমার পানে,
অগণিত ঢেউয়ের মাঝে শুধু তোমাকেই খুজি মনে মনে।
স্রোতের ডাক যেমন ফেরায় না সমুদ্রের জল,
তেমনি তোমার প্রেম ছাড়া আমি শূন্য, বিকল।
কালের পর কাল পার হোক শত শত জন্ম,
আমার প্রেম টিকে থাকবে ধ্রুবতারার মতো।
বাস্তবতা বদলাক, গলে যাক সময়ের বরফ,
আমার হৃদয় শুধু তোমার, চিরকাল অনন্তকাল।
২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫৯
দানবিক রাক্ষস বলেছেন: ধন্যবাদ আপু কষ্ট করে পড়ার জন্য।
ভালো থাকবেন।
২| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৮
শায়মা বলেছেন: দানবভাইয়া তোমার দানবিক ভালোবাসার কাব্য কিন্তু অনেককককককককককককক সুন্দর হয়েছে!!!!!!!