![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
আমি তোমাকে দেখি তন্দ্রাছন্ন রাতে,
নক্ষত্রেরা ফিসফিসিয়ে বন্দনা করে তোমার নামে,
শূন্যতার মাঝেও বাজে এক স্পন্দন,
যেন দূর আকাশে গোপনে এক সুপার নোভার জাগড়ন।
তোমাকে মিস করি আমার নির্জনতার সম্মোহনে,
স্মৃতির ঢেউয়ে ভেসে আসে হারানো মুহূর্ত,
নিঃশব্দ ঘর, তবু শুনি তোমার প্রতিধ্বনি,
তোমার কণ্ঠ যেন আমার হৃদয়ের অন্তধনী।
আমার প্রতিটি নিউরনে তোমার স্পর্শ বয়ে চলে,
তোমার ছোঁয়ার অনুভূতি বেঁচে থাকে আমার রন্ধ্রে রন্ধ্রে,
বিদ্যুতায়িত করে আমাকে অবশ অনুভূতিতে,
তবু হৃদয়ের গভীরে তুমিই আছো আমার প্রাণপ্রবাহে।
তুমি নেই, তবু আছো বাতাসের নরম ঠাণ্ডায়,
নিভে যাওয়া প্রদীপের মৃদু উষ্ণতায়,
বৃষ্টির ফোঁটায়, কুয়াশার আঁচলে,
আমার প্রতিটি দুঃখের নীরব আর্তনাদে।
তুমি এক সুর, যা সময়ের সীমানা পেরিয়ে যায়,
মহাকালের অতল অন্ধকারে নিভু নিভু আলোর মতো জ্বলে,
তুমি হারিয়ে গেছো, তবু থেকে গেছো,
আমার অস্তিত্বের গভীরতম গহ্বরে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।