নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

মহাজাগতিক ভালোবাসা।

২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:০২

প্রথম বিস্ফোরণ, এক মহাবিস্ময়,
তেমনি জন্ম নিল আমাদের পরিচয়।
মহাকর্ষ যেমন টানে গ্রহ-নক্ষত্র,
তুমিও আমায় টানো অন্তহীন শক্ত।

তোমার ছোঁয়া নক্ষত্রের আলো,
সুপারনোভার দীপ্তি যেন চলো।
ব্ল্যাক হোলের টানে হারাই আমি,
তোমার প্রেমে ডুবে থাকি অনন্ত ক্ষণভাগী।

আমার ডিএনএর প্রতিটি সুতোয়,
তোমার নাম লেখা সময়ের হাতছোঁয়ায়।
পরমাণুর মাঝে ছড়িয়ে আছো তুমি,
বিধাতার হাতে আঁকা এক অমর রহস্যময়ী মায়াবী দেবী তুমি।

Eros এর তীর বিদ্ধ করেছিল প্রাণ,
অন্তহীন শূন্যেও গাই আমি তোমার গান।
Orpheus যেমন নেমেছিল আঁধারে,
তোমার জন্য আমিও যাব যে যমতীরে।

তোমার প্রেম , চাঁদের টানে সাগরের ঢেউ,
ধূমকেতুর মত ছুটে চলা এক নেশাময় ঢেউ।
আমরা দুই তারার আলোর রেখা,
অন্তহীন মহাবিশ্বে জ্বলবো একসাথে একলা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১:৫৮

এইচ এন নার্গিস বলেছেন: হ্যাঁ সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.