নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

অসীম দিগন্ত

অসীম দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

এ আন্দোলনের কি লাভ হবে----- এ প্রশ্নের উত্তর

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পরে, বল্গে কিছু মানব দরদী দেশ প্রেমীর আর্ত চিৎকার দেখতে পাচ্ছি।

১। এ আন্দোলনে কি কোনো লাভ হবে?

২। মানুষের কি কি খতি হচ্ছে

৩। মেয়েরা কে কি পরে যাচ্ছে....

৪। কে গাজা খাচ্ছে আর কে সিগারেট খাচ্ছে ইত্যাদি



তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই যদি দেশকে ভালোবাসত , সবার যদি দেশের জন্য ত্যাগ করার মিরোদ থাকত তা হলে তো আর কথাই থাকত না। আল্লাহ যখন বুদ্ধি প্রতিবন্ধি হিসেবে বানাইছে, আন্দোলনে কি হবে না হবে এই জটিল হিসেবে আপনার যাওয়ার দরকার নেই। আপনি লইঠ্যা ফিস খাইতে থাকেন।



আমার মুল্যায়ন হচ্ছে এ আন্দোলন Already Successful.



আমি সব সময় একটা কথা বলি, এ বাঙ্গলী বড ত্যাড়া জিনিস, কখন যে কি করে বসবে কেউ বলতে পারেনা। এদেশ স্বাধীন করছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ , যাদের অস্ত্র যুদ্ধ এ গুলো নিয়ে কোনো ধারনাই ছিলো না।

ও আচ্ছা, ঐ সময় ও কিছু বুদ্ধিজীবী ছিলো যারা হিসেব করে দেখেছিলো ঐ যুদ্ধে আমরা কোনোদিনই জিততে পারবো না।



যারা জানেন না তাদের কে বলছি, ঐ যুদ্ধে আমরা জিতেছি। পৃথিবীর ৫ম বৃহত্তম সেনাবাহিনী হেরেছে মাএ ৯ মাসে।



শাহবাগ আন্দোলন এ জন্যই সফল যে আমরা প্রামান করতে পারেছি। সব নষ্ট দের দখলে এখন ও চলে যাইনি। আমাদের দুই কুটনি ডাইনীর নষ্ট রাজনীতিতে আমাদের যুব ও ছাত্র সমাজের একটা বড় অংশ নষ্ট হয়ে গেলেও এখনও একটা অংশ নির্সথ ভাবে দেশের কথা ভাবে। দেশের জন্য তারা আজও লড়তে পারে।



ও বাংলা মা, তোমার আজও ভয় নাই। তাকিয়ে দেখও শাহবাগ এ কতত দামাল ছেলে মেয়ে তোমার জন্য আজ সগ্রাম রত। ওরা তোমার কোনো ক্ষতি হতে দিবে না।



ঐ দালাল রাজনীতী বিদরা আতাত করতে পারে, রাজাকারদের ক্ষমা করেও দিতে পারে। কিন্তু বাংলার মানুষ ওদের ক্ষমা করবে না। বাংলা মায়ের অন লাইন সৈনিক রা ওদের শান্তিতে থাকতে দিবে না।



রাজাকার আর রাজাকারদের দোশরদের এদেশে স্হান নাই। আমরা ওদের বিরুদ্ধে সব স্হানেই সব সময়ই প্রতিরোধ গড়ে তুলব। এ প্রতিরোধ চলবেই।



পৃথিবীর যে প্রন্তেই থাকি না কেনো, শাহবাগের সাথে একাত্তা। শাহবাগের সকল বিপ্লবীকে লাল সালাম।



সকল মুক্তমনা, যুক্তিবাদী, দেশপ্রেমী এবং রাজাকার বিরোদী অন লাইন একটিভিস্ট কে ও লাল সালাম।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নারিকেল-জিন্জিরা বলেছেন: 'ক'-তে কাদের
তুই রাজাকার তুই রাজাকার
'খ'-তে খালেক
তুই রাজাকার তুই রাজাকার
'গ'-তে গোলাম আজম
তুই রাজাকার তুই রাজাকার

-- শাহবাগ থেকে বলছি

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত। ভেতর থেকে বের হয়ে আসে কথা বলতে না পারলে যেমন একটা আত্মার মৃত্যু হয়, তেমনি অবিচার দেখে ঘরে বসে থাকলে দেশপ্রেমের মৃত্যু হয়। লিখার জন্য অনেক ধন্যবাদ। হাত খুলে লিখে যান। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

জাওয়াদ তাহমিদ বলেছেন:
ভয় হচ্ছে শেষ পর্যন্ত সাধারন মানুষের শুরু করা আন্দোলনটা যেন রাজনৈতিক চাদরে ঢাকা পড়ে ভেস্তে না যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.