| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোনো নামী ব্লগার না। সামূর সাথে পরিচয়ের প্রথম ৩/৪ বছর আমার আইডি ছিলোনা। আগে সামূতে অনেক সুন্দর সুন্দর লেখা পাইতাম। ছবি ব্লগ, ভ্রমন কাহীনী, মজার মজার রেসিপি, ১৮ প্লাস জোকস কত কি।
এখন সারাক্ষনই কেচাল মুলক পোস্ট। হাগু, ছাগু, ভাদা, পাদা, দালাল, রাজাকার, সুশিল, হনু। ভাই আরও প্রচুর , নামও জানিনা অতগুলোর।
আজ আমি প্রবাসী, হয়ত কখনোই আর দেশে যাবনা। কিন্তু সময় পাইলেই একটু ব্লগে ডুকি, দেশের কি হইল।
আমি আমার জীবন থেকে কিছু কথা বলব, একান্তই আমার ব্যক্তিগত মতামত।
আমার মা একজন খুবই ধার্মিক মানুষ, ওনার একটা দু:খ, উনি আমাকে ইসলামী মানুসিকতার বানাতে পারানাই।আমি ধর্ম মানি কি মানি না এটা একান্তই আমার ব্যক্তিগত। কিন্তু সব কিছুর আগে কিন্তু আমি একজন মানুষ। একজন মানুষ হিসেবে অন্যএকজন মানুষের অনুভুতিকে শ্রদ্ধাকরা সম্মান করা। আমার অবশ্য অবশ্যই কর্তব্য। আমরা ছোট বেলা থেকে একটা জিনিষ শিখছি শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করা। আমরা হিন্দু বা মুসলমান যাকেই দেখতাম আদাব বা সালাম দিতাম। যতটা না ধর্মিয় কারনে তার চেয়ে অনেক বেশী মুল্যবোধ থেকে।
আমি মনে করি, আমরা আজ এ জায়গাটাতে এসে হেরে গেছি, আমাদের মুল্যবোধ ধংস হয়ে গেছে। আমরা শ্রদ্ধেয়দের শ্রদ্ধা করতে বুলে গেছি, বিরোধী মতামতকে সম্মান করতে ভুলে গেছি। আপনি যদি আর একজনকে সম্মান করতে না পারেন বিশ্বাস করেন আর না ই করেন আপনি সম্মান পেতে পারেন না।
আমারা এলাকার ছেলেরা মিলে এক সাথে খেলতাম, আড্ডা মারতাম। তাই বলে আমার সব বন্ধুই যে আমার মতাদর্শের ছিলো তা কিন্তু না। সরাসরি বলি, আমার পরিবার আগা গোডা বিএনপি পন্থি, কিন্তু আমার সাথে ছায়ার মত যে ২টা বন্ধু সবসময় থাকত ওরা আওয়ামিলীগ পন্থী। আমরার বন্ধুদের সবাই সম বয়সী ছিলাম, একজন আমাদের চেয়ে ২ বছরের বড ছিলো। ও পরাশুনা করেছে মাদ্রাসায়। ও করত শিবির। যে যার আদ্রশ নিয়েই থাকতো। আমাদের বন্ধুদের মধ্যে ঝগডা হইত, হাতাহাতিও হইত। তাও আমরা একসাথেই থাকতাম। ও হ্যা, আমাদের শিবির বন্ধুটা যাহেতু একটু সিনিয়ার ছিলো, আমাদের বন্ধুদের গেনজামে ঐ হইতো বিচারক। আর ওর বিচারের রায় ছিলো সবসম্য়ই এই রকম, হইছে কারোই দোষ হয়ই নাই, দোষ আমারই হইছে এখন তোরা সবাই মিল্মা আমারেই মার, তবু ঝামেলে এই জায়গায়ই শে্ষ, আর কেউ কোনো কথা বলবি না। আরা শেষ কথা তোমরা ২ গ্রুপ ঝামেলা করিয়া আমাদের ক্ষুধার্ত করছ তাই এখন সিংগারা বা পুরি খাওয়াও। আমাদের জুনিয়াররা ও আমাদের সাথে খেলতো। আমাদের সবার মধ্যে একটা সুসম্পর্ক ছিলো।
আছর আর মাগরিবে, অনেকেই নামাজ পরতে যাইতো। আমরা জারা যাইতাম না। ওদের জণ্য অপেক্ষা করতাম। আমরা জারা নামাযে জাইতাম না, ওরা আমাদের নামাযে জাওয়ার জন্য বলতো কিন্তু কখনও জোড করতনা।
আমি এখনও মনে প্রানে বিশ্বাস করি, এটাই বাংলাদেশ। প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত থাকবাই। আমি যেমন চাই আমার মতামতকে সবাই শ্রদ্ধা করুক, সবাই তেমনটাই চায়।
আপনি এককাজ করুন আজ থেকে শ্রদ্ধা করতে শুরু করুন, প্রত্যেকের মতামতকে সম্মান করতে শুরু করুন। সকল দল মতের লোকের সাথে একসাথে মিশতে শুরু করুন। তাদেরকেও এই মতাদরসে অনুপ্রানিত করুন। আমরা ঘ্রনা চাইনা। আমরা ভালবাস আর সমতার ভিত্তিতে সুন্দর দেশ গডতে চাই। শুরুটা হোক আজই এখান থেকে।
ধর্মের ব্যাপারে ছোট্ট একটা কথা বলব, প্লিজ ধর্ম নিয়ে কোনো বিতর্কে জরিয়েননা প্লীজ। ধর্ম যারযার, কিন্তু ধর্ম দিয়ে কাউকে আঘাত করবেনা প্লীজ। আর আপনি আমি ধর্মীও ব্যক্তি না, ধর্ম সম্পর্কে আমরা যতটুকু জানি তা হ্য়ত মন্তব্য করার জন্য যথেস্ট নয়। আমাদের কোনো ভুল মন্ড়ব্য কাউকে আঘাত করতে পারে। সেটে আবশ্যই ঠিক হবেনা।
আর ধর্মীয় বিতর্কে ধমীয় ব্যক্তিরা করুক আমাদের জরানের দরকার কি?
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩
অসীম দিগন্ত বলেছেন: খুবই খারাপ লাগেরে ভাই। বেশি না এখন ব্লগের প্রথম ২ পেইজে যে লেখাগুলো আছে। একটু দেখেন, গালি মিথ্যা ছারা কিছু আছে।
আর কিছু নিক দেখি সারাদিন রাত ২৪ ঘন্টাই পোষ্ট দিতে থাকে গালাগলি করতেই থাকে। এদের কি কোনো কাজ নাই? বুঝি না কিছু....
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮
সারোয়ার হাবিব বলেছেন: সেই দিন কি আর আছে রে ভাই?