| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বড ভাই ফেসবুকে নিচের স্তাটাস টা দিয়েছে। আমি কঠিন ভাবে তার সাথে একমত। আপনাদের সাথে শেয়ার করলাম.....
আজকের দিনের ঘটনাবলী, পর্যবেক্ষণ করে মনে হলো- বাংলাদেশে নতুন ধারার, এক প্রজন্মের অভিষেক ঘটছে। যারা-
> মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী। - তবে তারা আওয়ামী লীগ না।
> বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী।
- তবে তারা বিএনপি না।
> ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।
- তবে তারা জামায়াত না।
> শাহবাগের গণজাগরণের সমর্থক।
- তবে, সেখানে নাস্তিকদের উল্লম্ফন, দেখতে চায় না।
> হেফাজতে ইসলামের স্পিরিটের সাথে একাত্ম।
- তবে, সব দাবীর পক্ষে না।
প্রধান ২ ধারার বিপরীতে, প্রজন্মের এই অংশটি জেগে উঠছে।
অসংগঠিত এই তারুণ্যই নির্ধারণ করবে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। দেখা যাক কে তাদের, সংগঠিত করতে পারে। যে পারবে তার বাক্সেই ভোট পড়ব
[কপি-পেষ্ট ফ্রম ফেসবুক পেজ....]
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৩
সাইফুল আলম সারোয়ার বলেছেন: কিন্তু নির্বাচন আসলে তো আবার দুই ভাগ হয়ে যায় !
হয় বিএনপি নাহয় আওয়ামী লীগ।
জাতি এই পঙ্ক থেকে তো বের হতে পারছে না।
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: > শাহবাগের গণজাগরণের সমর্থক।
- তবে, সেখানে নাস্তিকদের উল্লম্ফন, দেখতে চায় না।
এইটা একটা সাইড কাটা পর্যবেক্ষণ। নাস্তিকরা গণজাগরণ সাপোর্ট করতে পারবে না-? তারা কি নাগরিক না?
> হেফাজতে ইসলামের স্পিরিটের সাথে একাত্ম।
- তবে, সব দাবীর পক্ষে না।
হেফাজতের স্পিরিটা কি!!! ১৩ টা দাবীতে কয়টা ঠিক দাবী!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
রাফা বলেছেন: হুম....... সঠিক পর্যবেক্ষন।