![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
আমার আমি, আর
সামাজিক আমি,
এই দুইয়ে মধ্যে বিস্তর ফারাক
সম্পূর্ণ নিঃস্বতার অধীন আমি এক আমি!
আমি কখনও আমার হতে পারিনি!
আমি এমন একজন আমি;
যার অস্তিত্ব সামাজিক সজ্ঞায়!
আমার উপেক্ষায় সমাজ অথবা
সমাজের উপেক্ষায় আমি
সমান সবে ফলাফলে!
স্বতন্ত্র আমি আমার চিন্তে
তাই চিন্তায় আমি আমার চিন্তে:
আমার চিন্তুাগুলো সমাজের চোখের
নিচে এঁকে দেওয়া অশালীন এক বলিরেখা!
আমি মানে;
পেয় স্বাধীনতাগুলো আমার অধীন!
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে। আরো কবিতা লিখুন।
একেবারে শেষের আগের স্তবকের লাইন দুটোর জন্য কবিতায় প্লাস +।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।