নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

* বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত |কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।

দেবদাস বাবু

দেবদাস বাবু › বিস্তারিত পোস্টঃ

সেকাল একাল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

পুরোনো সাদাকালো আর সরলতার সেকাল,
ডিজিটাল রঙিন ছোঁয়া আর আধুনিকতার একাল।

বড়োদের, গুনিদের করতো সবায় মান,
গুনিজন, শিক্ষাগুরুর নেই এখন সম্মান।

শিক্ষা ছিল, মান ছিল, ছিল শিক্ষার প্রভাব,
শিক্ষা আছে, কমছে মান নৈতিকতার অভাব।

মাঠে ময়দানে খেলতো সবে প্রফুল্ল মনে,
হিংসা মনে খেলে এখন রাস্তার কোণে।

লুঙ্গি, পাঞ্জাবী, ফতোয়া, ছিলো বাঙালির সাজ,
কাঁটা ছেড়া পোশাকে এখন করে রংবাজ।

বন্ধু ছিলো প্রাণের মানুষ হৃদয় পিঞ্জরে,
হাজারো বন্ধু এখন ফেসবুক আর টুইটারে।

কবিতা, গল্প, উপন্যাস পড়তো রাত দিনে,
ব্যস্ত এখন ফেসবুক আর মেসেঞ্জারের স্কীনে।

যাত্রাপালা, মঞ্চনাটক, হতো জারি সারি,
ডিজিটাল কনসার্ট্ এখন চলে বাড়ি বাড়ি।

মানুষে ছিলোনা ভেদাভেদ, ছিলোনা হিংসা নীতি,
মানুষে মানুষে বিভক্ত এখন বিভক্ত সম্প্রীতি।

সাহায্য করতো আগুন ধরা, সড়ক দুর্ঘ্টনায়,
দুর্ঘ্টনায় দাড়িয়ে এখন ব্যস্ত ছবি তোলায়।

বাংলা ভাষায় শ্রুতি মধুর, চিঠি লিখতো সকলে,
মেইল এখন দেশ বিদেশ তথ্য প্রযুক্তির দখলে।

নজরুল, রবীন্দ্রনাথ, পল্লকবি জসীম উদ্দীন,
এইযুগে বিখ্যাত জন জন্মানো তাই কঠিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
আমার মনে হয় একালের চেয়ে সেকাল তুলনা মূলক ভাবে ভালো ছিল। এখন জীবন যাপন অনেক সহজ হলেও সেকালের মত শান্তি নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

দেবদাস বাবু বলেছেন: ঠিক বলেছেন সোহাগ তানভীর সাকিব ভাই,
আগে কি সুন্দর দিন কাটাইতাম।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

দেবদাস বাবু বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.