নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

* বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত |কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।

দেবদাস বাবু

দেবদাস বাবু › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০


শুরু চীন দেশে উহান প্রদেশে,
ছড়িয়ে এখন সকল দেশে ।

আমেরিকা, ইংল্যান্ড উন্নত সব দেশে,
মরণব্যাধি করোনা ছড়িয়ে শীর্ষে ।

মহামারির কঠিন সময় পৃথিবী স্তব্ধ,
এ-যেন এক তৃতীয় বিশ্বযুদ্ধ ।

ভাইরাস করোনায় চোখ থাকিতে অন্ধ,
বিশ্ব লক-ডাউনে প্রায় দম বন্ধ।

শিশু, বৃদ্ধ, নবীন, আপন স্বজন,
দুরে দুরে সবে বন্দী জীবন।

দরিদ্র, দীন মজুর বৃহৎ ক্ষুধার জ্বালা,
নিম্ন, বিত্ত অসহায়ের পেটে তালা।

অফিস আদালত, কল-কারখানা বন্ধ সবার,
বিশ্বজুড়ে হাত গুটিয়ে লক্ষ লক্ষ বেকার।

পৃথিবীজুড়ে আলোচিত একটিই মিডিয়ার খবর,
দিবানিশি লড়ছে মিডিয়াকর্মী সবর ।

ভাইরাস নিয়ে বিশ্ব যখন শঙ্কিত,
করোনার ভয়ে সবাই তখন চিন্তিত ।

গুজব যখন আতঙ্ক ছড়াই যত্রতত্র,
আতঙ্ক নয় সচেতনই হোক মূলমন্ত্র ।

ডাক্তার নার্স্ ঝাপিয়ে পড়েছে করোনা যুদ্ধে,
তোমরা মোদের জাতীয় বীর মানবতার উর্দ্ধে ।

জয় হোক মানবতার বিশ্বব্যাপী মুক্তি পাক,
করোনা ভাইরাস নিপাত যাক।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: করোনা যাবে, যাওয়ার আগে ৫ লাখ মানুষের প্রান নিয়ে যাবে।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: জয় হোক মানবতার । জয় হোক মানুষের।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: জয়হোক মানুষের।

ভাল লিখেছ্নে।
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.