নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

টোরেন্ট মুভি ডাউলোডের অসাধারন ১২টি সাইট :-B:-B:-B

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩



১।Kickass-- টোরেন্টে মুভি ডাউনলোডের আলিকায় প্রথমেই আমি রাখব এই ওয়েবসাইটটিকে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত ওয়েব সাইটটি ইতোমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছি। এটি বিশ্বের ৩০টি ভাষায় উপলব্ধ আছে। মেইন সাইটটি যদিও এখন বন্ধ আছে।

দেখু্ন- https://kat.cr/

১।CrazyhD-- এই সাইটটিকেও আমি প্রথমে রাখব। কারণ এটির মধ্যে মুভি ছাড়াও আরো অনেক কিছু ডাউনলোড করা য়ায়। যেমন- গেম, সফটওয়্যার ইত্যাদি।

দেখুন- www.crazyhd.com


২।Pirate Bay--এটি বিশ্ব ব্যাপি জনপ্রিয় আরেকটি টোরেন্ট সাইট। এখানে যে কেউ সহজেই ছবি আপলোড বা ডাইনলোড করা যায়। ২০০৩ সালে এটি সুইডেনে প্রতিষ্ঠিত হয়।

দেখুন- http://piratebay.to/


৩।Torrentz-- এটি একটি মুভি সার্চ ইঞ্জিন। যে মুভি আপনি এখানে খুঁজবেন তা অন্যান্য টোটেন্ট সাইট থেকে আপনাকে খুঁজে দেবে।

দেখুন- torrentz.in/


৪। YIFY-TORRENTS-- কিছুদিন আগে পর্যন্তও অনেকে এই সাইট সম্পর্কে জানত না। কিন্তু বর্তমানে এটি ভালো মানের মুভি ডাউনলোডের একটি বিশ্বস্থ ওয়েব সাইট।

দেখুন- https://yts.to/browse-movies


৫।1337X--


দেখুন- 1337x.net/


৬।RARBG.COM-- এটিও ভালো মানের সাইট। মুভি ডাউন লোডের বিভিন্ন অপশন পাবেন এতে। ২০০৮ সালে বুলগেরিয়ায় তৈরি হয় সাইটটি।

দেখুন- RARBG.COM


৭।Extra Torrent-- এ বছর জনপ্রিয় টোরেন্ট সাইটগুলোর প্রথমেই আছে এটি।

দেখুন- extratorrent.cc/


৮। TorrentReactor:-- এই সাইটের হোম পেইজে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফাইল ডাউনলোডের আপশন পাবেন। যোমন-- ছবি, গেইম, সফটোয়্যার, গান ইত্যাদি।

দেখুন- torrentreactor.com/


৯। torlock.com-- এই সাইটটির সুবিধা হল ব্যবহারকারী দের ফিডব্যাক এবং রেটিং এর ভিত্তিতে আপনি ছবি ডাউনরোড করতে পারবেন।

দেখুন- http://www.torlock.com/


১০। Lime Torrents--
ওয়েব সাইটটি অনেক পুরোনো ও ভালো মানের একটি সাইট, কিন্তু জনপ্রিয়তা ততটা নেই।।

দেখুন- www.limetorrents.in/


১১। Popcorncab.xyz--

দেখুন- http://popcorncab.xyz/

===========
দীপংকর চক্রবর্ত্তী
===========

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কামের পোস্ট।

ধন্যবাদ ভ্রাতা।

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: কাজে লাগলেই পোষ্টটি সার্থক।।

২| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

রাখালছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল পোস্ট..
শেয়ার করার জন্য ধন্যবাদ।

৫| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

:D :D

প্রিয়তে নিলাম...কাজের পোস্ট ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

আল ইমরান বলেছেন: kickass আমি মাঝে মাঝে ব্যবহার করি। বাকি গুলোর জন্য প্রিয়তে নিলাম পোষ্ট।

৭| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

আহসানের ব্লগ বলেছেন: কিক এস থাকলে আর কী লাগে !

৮| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২২

অনিক্স বলেছেন: ধন্যবাদ। কিন্তু পাইরেট-বে না বন্ধ হয়ে গেছে?

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হ্যাঁ, ২০১৪ সালের ডিসেম্বরে কপিরাইট সংক্রান্ত কিচু জটিলতার জন্য স্টকহোম পুলিস তাদের অফিসে রেড দিয়ে সব কম্পিউটার যন্ত্রপাতি যব্দ করে নেয়। যার ফলে এটি অফলাইনে চলে গিয়েছিল।

কিন্তু বর্তমানে এটি আবার অনলাইনে চলে এসেছে।।

৯| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: কিক এ্যাস আর পাইরেটস বে দিয়েই আমার দিব্যি কাজ চলে যাচ্ছে। এতগুলার দরকার নাই।

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হি হি হি ;)

১০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

পার্থ বসাক বলেছেন: শুধু মাত্র হলিউডের ইংরেজি মুভির জন্যে http://torrentbutler.eu বেষ্ট

১১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

মোঃমোজাম হক বলেছেন: সিনেমাবাজদের জন্য প্রয়োজনীয়। আপনাকে অনেক ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: kickass ইদানিং ফালতু হয়ে গেছে। অনেক মুভিই পাওয়া যায় না এখন। ExtraTorrent দিয়ে কাজ চালানো লাগে।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়াইটিএস মিস করি।ভাল মানের মুভি পাওয়া নিয়ে কষ্টে পরসি খুব ||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.