নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাহীন মেধাবী

আমি উর্বর জমি , কিন্তু আমাকে চাষ করার মতো এক্সপার্ট চাষা নাই । দুঃখ খালি দুঃখ !!

মেধাহীন মেধাবী › বিস্তারিত পোস্টঃ

মানুষের ভালোবাসা এবং এর উপর একটা স্টাডি

১৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৬

©@ নির্বাসিত শব্দযোদ্ধা;;

প্রত্যেক ফ্যামিলিতেই যখন কেউ একজন
প্যারালাইজড বা বিছানায় পড়ে যাওয়া টাইপের সিরিয়াস
অসুস্থ হয়ে যায় অধিকাংশ ওই ফ্যামিলির একজন বা এক
পরিবার ছাড়া সবাই তাকে এড়িয়ে যায়....
.
মিলিয়ে দেখবেন যেই ফ্যামিলি তাদের টানে
তাদের টাকা থাকুক বা না থাকুক তারা টেনেই চলে।এটা
৬ বছর বা মাঝে মাঝে ৮-১০ বছর ধরেই টানতে
হয়...
.
রোগী বিছানায় মূত্র বা এমনকি মল করলেও
হয়তো পুরুষরাই পরিষ্কার করে নীরবে।মহিলারা
অনেক সময় করে পরিষ্কার একটু গাই গুঁতো
করে।কিন্তু স্বামীকে দেখে অনেকে তাও
করে না...
.
অথচ ওই রোগীর অন্যান্য আত্মীয়স্বজন রা
যেমন ছেলে বা মেয়েরা আসে না কাছে।
আসলে এক গাদা মিষ্টি, টাকা বা ফলমূল নিয়ে এসে এক
গাদা মিষ্টি ব্যবহার ও করে। রোগীও ইমপ্রেসড
হয়...
.
যারা তাকে টেনে বেড়াচ্ছে তাদের ব্যবহার খারাপ
লাগাই স্বাভাবিক।বারবার বিছানায় যখন কেউ প্রসাব করে
মুখ ফুটে বাজে কথা বের হওয়া অস্বাভাবিক না।আবার
একটা ঔষুধ বা ভালো খাবার খেতে না চাইলেও
দুটো কথা শোনানোও অস্বাভাবিক না।কিন্তু এই
কথাগুলো ওই বুড়ো, অসুস্থ লোকটার কানে
বিষফোঁড়া এর মতো লাগে।হয়তো যতদিন
বেচে থাকেন যারা তাকে প্রতিদিন,প্রতিনিয়ত
টেনে চলেছে তাকে অভিশাপ দিয়ে বাঁচেন...
.
এরা খারাপ কিনা আমার জানা নেই।কিন্তু টাকা পয়সা মায়া না
করে বা একজন রোগীর মেথরগিরি করতে
হবে এসব না ভেবে যারা এই ধরণের কাজে
নিযুক্ত হন আমার জন্য এই লোকগুলো অনেক
প্রেরণা...
.
যারা হয়তো এক বেলার জন্য এই টাইপের শারিরীক
পক্ষাঘাত গ্রস্ত নানী বা দাদীকে দেখে এসে
জড়িয়ে ধরে " আই লাভ ইউ " টাইপের কথা বলে
আসেন বা মিষ্টি করে মুখে হাসি ফুটিয়ে আসেন
তাদের কাছে হয়তো ওই দুই মিনিটের হাসি অনেক
দামী।কিন্তু এই হাসির কথা সে মরে গেলে
আপনার স্বপ্নেও ভাসবে না....
.
আর যে এতোদিন ধরে টানলো তার দুর্বিষহ কষ্ট
প্রতিদিন প্রতিরাতে ওই কাছের মানুষের জন্য প্রায়ই
গাঢ় আকাশ ভেঙে মনে পড়বে।এটাই জীবন....
.
মনুষ্যত্ব পৃথিবী থেকে হারিয়ে গেছে কিন্তু যা
আছে সেটা অমূল্য।অমূল্য জিনিসের ভাগীদার
হতে চান কিনা এটা আপনিই ভেবে নিবেন।
রেসপন্সিবিলিটি সবাই নিতে পারে না।যারা নিতে পারে
তাকে মূল্যায়ন করতে বলবো না একটু শুধু চোখ
বন্ধ করে চিন্তা করবেন। দেখবেন সে আপনার
আইকন হয়ে যাবে।কোনো একদিক দিয়ে
হয়তো...

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

ফয়সল নোই বলেছেন: মনুষ্যত্ব পৃথিবী থেকে হারিয়ে গেছে কিন্তু যা
আছে সেটা অমূল্য

২| ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
+।

৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২

মেধাহীন মেধাবী বলেছেন: মনুষত্ব পৃথিবী থেকে হারায় না মেবি!!! মানুষ স্বার্থপর হওয়ার জন্য। এটাকে লুকিয়ে রাখে,, পরে আর এটাকে খুজে পায় না।।।

#ফয়সাল ভাই

৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪

মেধাহীন মেধাবী বলেছেন: ধন্যবাদ!!! আমি একজনের থট শেয়ার করলাম।। উনি অনেক সুন্দর লিখছেন।।।

#সুমন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.