নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাহীন মেধাবী

আমি উর্বর জমি , কিন্তু আমাকে চাষ করার মতো এক্সপার্ট চাষা নাই । দুঃখ খালি দুঃখ !!

মেধাহীন মেধাবী › বিস্তারিত পোস্টঃ

বাবা মার সাথে সন্তানের খারাপ ব্যাবহার ও একটি প্রশ্ন :-

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

আমার এক বন্ধু একদিন আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার কি মনে হয়, এখনকার ছেলেরা কেনো মায়ের কথা শুনেনা????
একটু অবাক হলাম, আমি বল্লাম একেক জনের প্রেক্ষাপট একেকরকম।


ও বললো, "আমার মতে আগে লেখা পড়াটা এতো বেশি ছিলোনা, মা ছিলো ছেলের প্রধান শিক্ষক। মা তার ছেলেকে কনভেন্স করার যথেস্ট সুযোগ পেত।
,
পরে আমিয়ো ভেবে দেখলাম আরো কিছু নেয়ামক ছিলো যা বর্তমানে নেই বল্লেই চলে।

তারা প্রাথমিক ভাবে ধর্মীয় শিক্ষা গ্রহন করতে হতো যা তাদের নৈতিক ব্যাকগ্রাউন্ড টা শক্তিশালী করত।

কিন্তু বর্তমানে এগুলো সব প্রায় বিলুপ্ত, কথা শেখার আগেই তাকে দেয়া হয় স্কুলে, যেখানে নৈতিক জ্ঞান নৈতিকতার সাথে দেয়া হয় কিনা সন্দেহ।


নেপোলিয়ন-এর বিখ্যাত বানী, শিক্ষিত মা = শিক্ষিত জাতি না হয়ে বানিয়েছে কর্মজীবী নারী,
তার উক্তিটা এরোকোম হয়া উচিত ছিলো, শিক্ষিত বুয়া = শিক্ষিত সন্তান।।


আমরা উষ্ণ মন্ডলের বাসিন্দা, যেখানে আমাদের মানসিকতার তুলনায় দেহের বৃদ্ধি বেশি হয়, যা আমাদের অল্পবিদ্যা ভয়ংকরী করে তুলেছে,
দুইক্লাস পাস দিয়ে মাকে বলি আমার চেয়ে বেশি বুঝো!!!!!


আমরা জাতি হিসেবে অনুকরণ প্রিয়। যদুর বাবা যদুকে দিনে হাত খরচ দেয়৫০ টাকা, আমাকে কেনো দিবানা!!!!
শাসন অতি প্রয়োজন, তবে অতিমাত্রার সাইডইফেক্ট ভয়ানক।


আমার সবচেয়ে খারাপ লাগে, আমাদের পরিবেশটা ভালোভাবে বাচার প্রতিকুল। সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রতিকুল পরিবেশ কে তৈরি করলো???


তবে অনেকেই বলবেন, নিজে ভালোতো জগত ভালো, অবশ্যই একমত,
তবে আমার মনে হয় সবাই মহাপুরুষ না!।।

এতো কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭

অাইকা বলেছেন: ধর্মীয় ও নৈতিক শিক্ষার অনুপস্থিতিই এর প্রধান কারণ।

২| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০২

মেধাহীন মেধাবী বলেছেন: এটাতো আগে ছিলো কিন্তু বিলুপ্ত হলো কিভাবে!!!!! #আইকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.