নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেভসটিম ইনস্টিটিউট বাংলা ব্লগ

ডেভসটিম

ডেভসটিম › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে অনপেইজ এসইও বিষয়ক মুক্ত আলোচনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

গুগল কোন ওয়েবসাইটকে নির্দিষ্ট কিওয়ার্ডে প্রথমদিকে নিয়ে আসে অনেকগুলো বিষয় বিবেচনা করে। ওয়েবসাইট র‍্যাংকিংয়ের ক্ষেত্রে গুগলের এই বিবেচ্য বিষয়ের (সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ফ্যাক্টর) সংখ্যা প্রায় দু’শর মত। তবে মূল ফ্যাক্টরগুলোর মধ্যে রয়েছে ওয়েবসাইটটির অন-পেইজ অপটিমাইজেশন এবং অফপেইজ অপটিমাইজেশন (লিংক বিল্ডিং)।



তবে এ দুটি বিষয়ের মধ্যে অনপেজ এসইওর গুরুত্ব অনেক বেশি। SEODesignSolutions নামের একটি প্রতিষ্ঠানের সমীক্ষায় দেখা গেছে, র‍্যাংকিংয়ের ক্ষেত্রে অনপেজ এসইওর ভূমিকা ৬০ এবং ৪০ শতাংশ ভূমিকা অফপেজ এসইও-র। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের দিকে লক্ষ্য রাখলেও দেখা যাবে প্রচুর অন-পেইজ এসইও বিষয়ক কাজ রয়েছে। এ থেকেই অনপেজ এসইও-র গুরুত্ব বুঝা যায়।



অনপেইজ এসইও নিয়ে যাদের কোন প্রশ্ন আছে, কিংবা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাঁদের জন্য আগামী ৩ ফেব্রুয়ারী, ২০১৪ তারিখে ডেভসটিম ইনস্টিটিউটের পক্ষ থেকে এক ঘন্টাব্যাপী ইন্টার‍্যাক্টিভ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এখানে দেখানো হবে অনপেইজ এসইও করার ক্ষেত্রে কোন বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে একটি ওয়েবসাইটকে পারফেক্ট অন-পেইজ এসইও করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে।



ওয়েবিনারে আলোচনা করবেন আল-আমিন কবির (ম্যানেজিং ডিরেক্টর, ডেভসটিম লিমিটেড), তাহের চৌধুরী সুমন (সিইও, ডেভসটিম লিমিটেড)।



ওয়েবিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে মার্কেটপ্লেসে এসইও-র চাহিদা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন সাইদুর মামুন খান (কান্ট্রি ম্যানেজার, ইল্যান্স বাংলাদেশ)।



যারা এসইও ফিল্ডে একেবারেই নতুন কিংবা এসইও নিয়ে ইতিমধ্যে কাজ করছেন অথবা কাজ করতে ইচ্ছুক তারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে কম্পিউটারে বসেই ওয়েবিনারটিতে অংশ নেয়া যাবে। তবে ওয়েবিনারে অংশ নিতে অবশ্যই নিবন্ধণ করতে হবে।



নিবন্ধণ করতে: http://devsteaminstitute.com/webinar/



নিবন্ধণের শেষ সময়: আজ বিকেল ৪টা পর্যন্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.