নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেভসটিম ইনস্টিটিউট বাংলা ব্লগ

ডেভসটিম

ডেভসটিম › বিস্তারিত পোস্টঃ

উন্মুক্ত সেমিনার :: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০০

যারা এসইও শিখতে আগ্রহী অথবা যাদের এসইও বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ধারণা নেই তাদের জন্যে এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্যারিয়ার বিষয়ক দুই ঘন্টাব্যাপী সেমিনারের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট।



যারা এখনো প্রশিক্ষণের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আশা করছি উন্মুক্ত সেমিনারটির মাধ্যমে তাদেরকে পরিপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে পারবো।





সেমিনারে আলোচ্য বিষয়গুলো:



• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কেন?

• সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে হলে কি কি শেখা জরুরী?

• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজের ক্ষেত্রগুলো কি কি?

• এসইও ইন্ডাস্ট্রিজের বর্তমান অবস্থা।

• এসইও শিখে কি শুধুমাত্র মার্কেটপ্লেসেই কাজ করবো!

• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কি ক্যারিয়ার গড়া সম্ভব?

• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কেমন আয় হতে পারে?

• এসইও কি শেষ হয়ে যাবে?



সেমিনারে বক্তা হিসেবে থাকবেন:



• মাসুদুর রশীদ, ডিরেক্টর, ডেভসটিম ইনস্টিটিউট।

• তাহের চৌধুরি সুমন, উদ্যোক্তা ও ইন্টারনেট মার্কেটার।

প্রধান নির্বাহি, ডেভসটিম লিমিটেড।



নিবন্ধন: http://devsteaminstitute.com/free-seminars/



সেমিনার স্থল: ডেভসটিম ইনস্টিটিউট

সেমিনারে তারিখ: ১৪ মার্চ, ২০১৪

সময়ঃ বিকাল ৫.৩০ টা থেকে ৭.৩০ পর্যন্ত



যোগাযোগ: ০১৯১৯ ২৬৭ ৯১১



আর সংখ্যক আসন ফাকা আছে, তাই শীঘ্রই আপনার আসনটি নিবন্ধন করে রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.