নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

লোকনাথ ধর

আমার আমি!

লোকনাথ ধর › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন.... (১)

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮

— তুই যদি কিছু বলতি আমার খুব ভালো লাগতো।

— কি বলতাম?

— এই যে, কিছুমিছু...

— এই সাবজেক্ট সম্পর্কে আমি কিছু জানি না।

— ধ্যেত!

— সবসময় ভ্যাজর ভ্যাজর করিস ক্যান?

— আমি একটা উত্তর চাই বলে।

— উত্তর?

— হু। উত্তরটার কোনো ভুল হওয়া চলবে না। উত্তর একটাই। আর সে উত্তরটা “হ্যা” ই বলতে হবে।

— যদি ‘না’ বলি?

— ‘না’ বললে উত্তর ভুল। তোকে আবার দেবো প্রশ্ন।

— উত্তর দিলাম, না।

— পরীক্ষা তাহলে আবার দিতে হবে।

— আমি পরীক্ষা দিচ্ছি?

— হ্যাঁ। আসলে আমরা দুজনেই পরীক্ষা দিচ্ছি।

— তুই কিসের পরীক্ষা দিচ্ছিস?

— জানি না। হয়তো তুই না চাইলেও কতদিন পর্যন্ত তোর আবছায়া নিয়ে থাকতে পারি, এর উপরে পরীক্ষা।

— ও। পাগলামি করিস না আর। নিজের পথে যা।

— আসলে এখানেই আপেক্ষিক হিসেবে কাজ করছে পুরো ব্যাপারটা। আমার কাছে আমি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু বাকিদের কাছে...

— হইছে। প্রশ্ন জমা দে আবার।

— ভালোবাসবি?

— না।

— আবার পরীক্ষা দিতে হবে।

— দেবো। আমার ক্লান্তি নেই।

— ক্যানো তুই বারবার ‘না’ বলিস?

— কারণ তুই একটা গাধা।

— গাধা!!

— হ্যাঁ। তবে তুই আমার গাধা, শুধুমাত্র আমার গাধা। আমার গাধার পরীক্ষায় আমার যা ইচ্ছে উত্তর দিই না ক্যানো, যা ইচ্ছে করি না ক্যানো, আমার গাধা কখনোই আমাকে ছেড়ে যাচ্ছে না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: আপনি লিখেন না কেন নিয়মিত।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

লোকনাথ ধর বলেছেন: আমার আলসেমি লাগে। :(
অনেকদিন পর আজ একটা গল্প নিয়ে এলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.