নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

লোকনাথ ধর

আমার আমি!

লোকনাথ ধর › বিস্তারিত পোস্টঃ

দ্য সাউন্ড অফ লাভ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮



একটু আগেই ঘুম ভেঙে গেছে।

বিছানায় অলস ভঙ্গিতে পড়ে আছি। মনে হচ্ছে, ভেতর ভেতর এখনো অনেক ক্লান্তি। কিন্তু না, ক্লান্তি নেই তেমন একটা। অনেক দিন পরে, প্রথমবারের মত, তৃপ্তি নিয়ে ঘুমিয়েছিলাম। পাশেই শুয়ে আছে মীরা। আমি তার দিকে তাকানোর চেষ্টা করলাম, চোখ বন্ধ করে প্রশান্তির ঘুম ঘুমুচ্ছে সে।

হ্যাঁ, মীরাকে আমি ভালোবাসি।

রাত থেকে সারা ঘর জুড়ে বেজে চলেছে ফ্রেডেরিখ এর বিখ্যাত পিস নকটারনাস, মীরা এটা পছন্দ করে না একদমই। তার আসলে এসব কিছুই ভালো লাগে না। আমার ভালো লাগে। এটা শুনলে আমার ভেসে বেড়ানোর অনুভূতি হয় সারা ঘরে, মাঝে মাঝে মনে হয় - আমার হাত ধরে ধরে সে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অজানা কোন গন্তব্যে। আমার হাঁটতে খারাপ লাগছে না - বরং দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়, আমি খেয়াল করি একটা বিজন রাস্তায় হুট করে আমায় কেউ যেন ফেলে রেখে গেছে। মাথার উপর সূর্য জ্বলছে কিন্তু তাতে নেই একটুও তাপ। আমি পা বাড়াই, সুরের সাথে সাথে গাছপালা গজিয়ে উঠতে থাকে - একদিন মীরাকে বলেছিলাম এ কথা, সে পাগল বলে উঠে চলে গেলো। মাথায় ছিট নিয়ে আমি তার পেছন পেছন ঘুরে বেড়াই - সে মাঝে মাঝে আমায় মায়া করে দুটো কথা কয়, আমার তাতেই হয়ে যায়।

হ্যাঁ, মীরা আমাকে ভালোবাসে না।

মীরার প্রতি আমার এক তরফা ভালোবাসা। এতে আমার কষ্ট হয় নি কখনো, আমি জানতাম - একদিন মীরা আমার পাশে থাকবে। আমার সাথে তার দিন ও রাত্রি পার করবে। আমি জানতাম - সেসময় আমি এই বিখ্যাত পিসটা যখন একসাথে শুনবো, সে একটুও অভিযোগ করবে না। সে আমার সঙ্গ উপভোগ করবে আর শুনে যাবে, ভালোবাসা নিয়ে তার কপালে আমি হাত রাখবো। মৃদু চুমু দেবো। সে চোখ বন্ধ করে আমার ভালোবাসা গ্রহণ করবে।

গতরাত থেকে সে শুনে গেছে একটানা - একবারও অভিযোগ করে নি।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ, মীরাকে আমি ভালোবাসি।
হ্যাঁ, মীরা আমাকে ভালোবাসে না।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালোবাসার জন্য চাই "ম্যাজিক"
কোর্স এ ভর্তি হয়ে যান , কিভাবে মেয়েদের মন জয় করতে হয় ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

লোকনাথ ধর বলেছেন: তাহলে তো এমন করে আর বলতে পারবো না।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:

সে (মীরা) জীবিত আছে তো?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

লোকনাথ ধর বলেছেন: না। এটাই তো গল্প।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো। মনে হয়, সে এখন আপনাকে ভালোবাসতে শুরু করেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

লোকনাথ ধর বলেছেন: মৃত্যুর পর ভালো লাগলে হয়তো ভালবাসবে। যেহেতু এটা গল্প আর সবটাই পাঠকের উপর, পাঠক সাজিয়ে নেবেন।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

লোকনাথ ধর বলেছেন: এই মন্তব্যটি পাঠকের সুবিধার জন্য। আমি হয়তো ভালো লেখক নই, ভাষায় গড়মিল হতেও পারে - আমার আশেপাশের অনেকেই এটা বুঝে উঠতে পারেন নি।

গল্পটি অনুগল্প। এতে খেয়াল রাখতে হবে এর প্রথমের বর্ণনার প্রতি। অনেকদিন পর তৃপ্তির সাথে ঘুমানোর কারণটা বুঝতে চাইলে দেখতে হবে নিচের কথাগুলো। মীরা আমাকে কখনোই ভালোবাসে নি। তাহলে আমার কাছে আসার প্রশ্নই আসে নি। যেহেতু সে ভাবে আমার মাথায় ছিট আছে - কোনভাবে আমায় বিয়ে করার প্রশ্ন আসে না। কারণ স্বাভাবিক ভাবে কোন মেয়ে সাধারণত বিয়ে করার প্রশ্নই তুলবে না।

এরপরের অংশটুকু ঠিক এমন ভাবটি প্রকাশ করেছে।

যেহেতু কোনভাবেই সে আমার কাছে থাকবে না, সেহেতু আমার পাশে থাকার একটাই অর্থ - সে আর জীবিত নেই। কারণ, অপছন্দের জিনিষের উপর তার আর কোন অভিযোগ ছিল না।

বাকিটা অনুমান করা আপনাদের উপর।

একজন গল্পকারের এভাবে খুলে বলা আসলে মানায় না বলে আমার মত কিন্তু অনেকেই বুঝতে পারে নি বলে আমার মন খারাপ হচ্ছিলো। লেখার ভাষা কাঁচা হলে বা কোন কিছু বাদ পড়ে গেলে আন্তরিকভাবে দুঃখিত।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮

মানুষ বলেছেন: সাউন্ড অফ লাভ শুনে ভাবলাম উত্তপ্ত গল্প মনে হয়। কিন্তু কিসের কি :((

গল্প ভাল হইছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

লোকনাথ ধর বলেছেন: হাহাহা। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত।

কিন্ত ভালোবাসার সুর যদি মৃত্যু হয়, আলাদা একটা আবেদন কিন্তু থেকেই যায়।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

মানুষ বলেছেন: হুম তা বটে। তবে কিনা ভালবাসা পূর্ণতা পায় মিলনে। প্লাটনিক প্রেম না ভেবে টুইস্টেড মাইন্ডের পাঠক যদি গল্পের নায়ক কে নেক্রোফিলিয়া রোগাক্রান্ত ধরে বসে তবে প্রেমের গল্প হরর গল্পও হয়ে যেতে পারে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪

লোকনাথ ধর বলেছেন: হাহাহা, তা বটে। কিন্তু এত টুইস্টেড নাও হতে পারে পাঠক।

হয়তো খেয়াল করবে তারা, নেক্রোফিলিয়া রোগাক্রান্ত হলে আরও কিছু উপহার দিতাম বর্ণনায়।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪১

মাহমুদুর রহমান বলেছেন: আমার মতে,একতরফা ভালোবাসাটাই সবচেয়ে মজবুত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

লোকনাথ ধর বলেছেন: হ্যা, সবচেয়ে খাটি।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

চাঙ্কু বলেছেন: মীরা এখন কুনাই? একতরফা পছন্দকে ভালুবাসা বলে না, হেইডা ক্রাশ X(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৫

লোকনাথ ধর বলেছেন: মীরা এখন অন্য জগতে অবস্থান করছে।

হতে পারে, আপনার জায়গায় আপনি ঠিক। আমি এমন একজনকে চিনি পাত্তা না পেয়েও গত পাঁচ বছর ধরে একজনের পেছনেই আছেন। আমি যতদূর জানি, ক্রাশ অতখানি টেকে না।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ছোটবেলায় পড়েছিলাম, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তার মানে কী?
আপনি যদি নিজের গণ্ডিতে অভ্যস্ত হয়ে যান, আপনাকে প্রচুর সুবিধা দিলেও আপনি গণ্ডি থেকে বের হতে পারবেন না। আপনি কি মনে করেন, মাইক্রোসফটের বিল গেটস বেহেশতে যেতে চান ? না, বেহেশত তিনি এই পৃথিবীতে কামিয়াব করেছেন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

লোকনাথ ধর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝে উঠতে পারলাম না বলে দুঃখিত। কোন প্রসঙ্গে এটা বলা হলো?

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

লোকনাথ ধর বলেছেন: ধন্যবাদ রাখাল সাহেব!

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: শেষটা আগে অনুমান করা যাচ্ছিল। তবে ভালো হয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

লোকনাথ ধর বলেছেন: হ্যাঁ। অনুমেয় ছিল।

ধন্যবাদ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

নীল আকাশ বলেছেন: মানুষ বলেছেন: হুম তা বটে। তবে কিনা ভালবাসা পূর্ণতা পায় মিলনে। প্লাটনিক প্রেম না ভেবে টুইস্টেড মাইন্ডের পাঠক যদি গল্পের নায়ক কে নেক্রোফিলিয়া রোগাক্রান্ত ধরে বসে তবে প্রেমের গল্প হরর গল্পও হয়ে যেতে পারে ।
এরকম একটা মন্তব্যের পর আমি নতুন করে আর কি বলব? আমার কথা উনি আগেই বলে দিয়েছেন। মীরার মৃত্যু টা ভাল ভাবে বাখ্যা করে হয়নি। পাঠকরা সহজেই বিভ্রান্ত হতে পারে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

লোকনাথ ধর বলেছেন: গল্পের দিকে মনোযোগ না রাখলে বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক।

তবু, আমি লেখনীর অপরিপক্কতা মেনে নিলাম।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই এবং চাদগাজী ভাইয়ের মন্তব্য একটু গভীর ধরনের। ডিপ মিনিং টাউপের। নতুন হলে বুঝতে একটু অসুবিধা হবে তবে সামু থাকলে ধীর ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।

লেখনীর অপরিপক্কতা বলে কিছু নেই। আপনার লেখা কি চিন্তা করে লিখেছেন সেটা আপনিই বলতে পারবেন। তবে পাঠকরা যখন পড়ে তখন তারা লেখকদের কাছে সবকিছু স্বচ্ছ ভাবে লেখার দাবী করে যাতে তারা পড়ে অনন্ত: ভাব টা বুঝতে পারে। আমি সেটাই বলতে চেয়েছি। আপনার গল্প লেখার হাতে জন্য আমার শুভ কামনা রইল। আর আমার ব্লগে থেকে ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

লোকনাথ ধর বলেছেন: শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.