নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

লোকনাথ ধর

আমার আমি!

লোকনাথ ধর › বিস্তারিত পোস্টঃ

গানের অনুভূতি - ০১

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

১/

Frames - Don't Stay Here

একটা ভ্রমণে আছি - আমার আশেপাশে জমে থাকা বাতাসগুলোকে পেরিয়ে বের হয়ে গেছি শহরে। হাঁটছি, হাঁটছি - একটা ব্লক পেরিয়ে গেলাম; হাঁটছি, হাঁটছি - পেরিয়ে গেলাম স্কুল, কলেজ; আমি ছুটছি অজানার পথে। আমার তীব্র গতি আমি সামলাতে পারছি না - চোখ বুজলেই দিন আর চোখ খুললেই রাত, একটু একা বসে নিজের সাথে নিজে দুটো কথা কইলে সময় চিৎকার করতে থাকে। একটা ভ্রমণে বের হয়ে গেছি - আরও কিছুদিন, আরও অনেকদিন পর ফিরবো বাড়ি। প্রিয়, দূর থেকে একবার দেখতে পেলে দরজাটা তুমি খোলা রেখো...




২/

Low - Lullaby

নিচে ব্যস্ত একটা শহর এখনো ছুটে চলেছে তার গন্তব্যে। আর আমি অবশ - অন্ধকারকে কাঁধে নিয়ে বসে আছি বারান্দায়। জমে যাচ্ছি নিজের জায়গায় - ভাঙতে ইচ্ছে করছে আবার করছে না পায়ের জমাট বাঁধা বেড়ি। I feel the emptiness growing inside - আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি কোথাও..




৩/

Over The Ocean - I Will Be Silent

অনাগতা, সমুদ্রের কিনারে বসে আছি। জল ধরছে না আমার পায়ে - আমি তাকিয়ে আছি রাতের দিকে। রাত তাকিয়ে দেখছে তারা - তারা বসে আছে ছায়াপথে। ছায়াপথে কি হাঁটছো তুমি? এগিয়ে এসো, এগিয়ে এসো, সমুদ্রের কিনারে বসে আছি।




৪/

Ours Samplus - Over

খারাপ, ক্লান্তিকর একটা দিনের শেষে বা খারাপ একটা রাত্রি কাটিয়ে ভোর শুরু হবার আগে আগে এটা এমন দুর্দান্ত হয়ে যায় - আমি অবসন্ন দেহে চুপচাপ উপভোগ করি। এটা কান থেকে ধীরে ধীরে ছড়ায় পুরো মস্তিস্কে, আরামদায়ক, ছড়িয়ে যায় পুরো দেহে। এত আরামদায়ক লাগে, টুপ করে ঘুম এসে পড়ে আর ঠিক ঘুমানোর আগে মনে হয় - এভাবে মরে গেলে হয়তো খুব খারাপ লাগতো না। হাহাহা।

এটা rainymood এর সাথে কিন্তু দুর্দান্ত যায়!







(আমি গান নিয়ে বেশিরভাগ সময়েই পড়ে থাকি - রাতে। তখন কাজের সাথে সাথে গান নানা অনুভূতির জন্ম দেয় - এই মিউজিকগুলো আমায় নানা রকমের গল্প বলে। টেবিল ল্যাম্পের আলোয় বসে বসে আমি সিলিঙয়ের দিকে তাকিয়ে থাকি ক্লান্ত দেহে, এদের সাথে। এরা আমায় বাঁচিয়ে রাখে।

এগুলো রাতে গল্পটা বলে চিৎকার করে। রাতে শেয়ার করা উচিত ছিল। তবে রাতে মনে করে ট্রাই করে দেখতে পারেন।

প্রতিটা লিংকের শেষে কথাগুলো আসলে আমার অনুভূতি তখনকার। শোনার সময় মিলিয়ে নিতে পারেন, তেমন মনে হয় কি না আপনার।

দুটো লিংকই ইউটিউবের। ভালো লাগলে এমন কিছু আরও শেয়ার করবো।)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

সনেট কবি বলেছেন: ভাল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

লোকনাথ ধর বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

নজসু বলেছেন: হৃদয়ে মিশে যায় এমন একটি পোষ্ট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

লোকনাথ ধর বলেছেন: ধন্যবাদ!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: গান তো আত্মার খোরাক!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

লোকনাথ ধর বলেছেন: হ্যাঁ। গান ছাড়া আমার চলেই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.