নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

লোকনাথ ধর

আমার আমি!

লোকনাথ ধর › বিস্তারিত পোস্টঃ

আমার কান্না লাগে..

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

আজকের চাঁদটা এত রূপসী কেন?

রাস্তায় আসতে আসতে তারে বললাম, "আচ্ছা, এই যে এত সুন্দর করে ওপরে বসে আছো, তোমারে না পারলাম ধরতে, না পারলাম ছুঁইতে - এখন যদি এই অপূর্ণতা নিয়ে মরে যাই, তোমার খারাপ লাগবে না?"

সে কথা কয় না।

আমি বললাম, "আচ্ছা, সে না হয় বাদ দাও, এই রূপ দেখায়া যে কতজনরে পাগল করলা তোমার এত দীর্ঘ জীবনে সেই হদিস কি জানো? হিসেব বল তো?"

সে কথা কয় না। উল্টা যেন আলো বাড়াইয়া দিয়া বলে, "তুমিও পাগল হয়ে আজ রাতে আমার সাথে থাকো?"

আমি তো এত সহজে ভুলবার পাত্র না। বললাম, "তুমি আমারে ভোলাইতে চাও? এমন করে? নেমে আসার সাহস করে দেখো তো একবার?"

তখন মনে হইছিল যেন সে হাসে।

আমার ভালোই লাগে। কত মানুষ তারে ভালবাসে, সে সবার আবার কারও না। অন্যের ঘরের বধূ হয়ে যাইবে একদিন - এই দুশ্চিন্তা, ভাবনা ভেবে কষ্ট পাওয়ার কোন সম্ভাবনাই নাই। বরং তার রূপ দেখে দেখে আমার নির্ঘুম রাত কাটে, আমার ভালোই লাগে।

পকেটে ফুল কিনার টাকা নাই, সকালের গোলাপও এখন মলিন, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা - এর মাঝে খালি রাস্তাটায় আমি আর সে - আমার যে কেমন কেমন লাগে!!

আমার মনে হয়, পাগল পাগলই লাগে।

আমার মনে হতে থাকে - আমি তারে বড়ই ভালোবাসি।

আমার সত্যি নিজেরে পাগল পাগলই লাগে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: চাঁদের সুন্দর দিয়ে কি করবো?
বাসায় নাই গ্যাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.