নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের সুস্থতা

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

যতটা জানি ভাষা সৈনিক ডা. আহমদ রফিক এবং ব্যারিস্টার রফিকুল হক দুজনই নাস্তিক। আবার তাসলিমা নাসরিন, নিলয়, রাজীব তারাও নাস্তিক। পার্থক্য কোথায়? প্রথম দুজন সুস্থ মানসিকতার জ্ঞানী লোক। তারা ধর্ম বিশ্বাস নিয়ে উসকানি দেন না, সামাজিক মানবিক দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য বিভিন্ন সেবামূলক ও সচেতনতামূ্লক কাজ করে যাচ্ছেন।
আর দ্বিতীয় শ্রেণীর যারা,সমাজ উন্নয়নে বা মানবসেবায় তাদের কোন অবদান নেই। তারা এক ধরনের মানসিক রোগী। তাদের কাজ শুধুই উসকানি দেয়া, কটাক্ষ করা, বিদ্রুপ করা এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা। ফলে তারা নিজেরাও শান্তি পায় না, সাধারণ মানুষকেও শান্তিতে থাকতে দেয় না।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫

জর্জ মিয়া বলেছেন: যতটা জানি ভাষা রহিম ও আব্দুল দুই জনেই আস্তিক। আবার ফয়জুল করিম, সিরাজি এরাও আস্তিক বা ধার্মিক। পার্থক্য কোথায়? প্রথম দুজনের অসুস্থতা সীমিত । তারা ধর্ম বিশ্বাস নিয়ে উসকানি দেন না, কিন্তু পরের দুই জনকে মান্য করেন এবং তাদের কথায় সমর্থন দেন।
আর দ্বিতীয় শ্রেণীর যারা,সমাজ উন্নয়নে বা মানবসেবায় তাদের কোন অবদান নেই। তারা এক ধরনের মানসিক রোগী। তাদের কাজ শুধুই উসকানি দেয়া, নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম কে কটাক্ষ করা, মাইক লাগিয়ে বিদ্রুপ করা এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা। যাকে আমরা আবার ওয়াজ বলে জানি।। ফলে তারা নিজেরাও শান্তি পায় না, সাধারণ মানুষকেও শান্তিতে থাকতে দেয় না।
তাই আমাদের উচিৎ এসব মোল্লাদের সমালোচনা করা বয়কট করা।

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ধমনী বলেছেন: সুন্দর কপি পেস্ট। ধন্যবাদ

২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

লেখোয়াড়. বলেছেন:
কিছু মনে করবেন না..........
মানলাম, নাস্তিকদের কাজ শুধুই উসকানি দেয়া, কটাক্ষ করা, বিদ্রুপ করা এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা।
কিন্তু আস্তিকরা কি মোটেও অমন করে না, কখনো কি চোখে পড়েনি তেমন?

আর গালাগালি, হত্যা দুটোই খারাপ। কিন্তু হত্যাটা বেশি খারাপ, তাই না?

ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ধমনী বলেছেন: হ্যা। যারা দ্বিতীয় শ্রেণির।
হত্যা অবশ্যই খারাপ। তবে আরো খারাপ-বিচার না হওয়া।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আল্লাহ আমাদের দেখছেন বলেছেন: নাস্তিকদের গায়ে আগুন ধরিয়ে দেয়া পোস্ট

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ধমনী বলেছেন: কারো গায়ে আগুন ধরানোতে চাইনা আমি

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

আরণ্যক রাখাল বলেছেন: নাস্তিক আর আস্তিক! ফাকিং সাবজেক্ট

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

ধমনী বলেছেন: আসলেই বিষয়টা খুবই বোরিং...

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

রুদ্র জাহেদ বলেছেন: একটা পর্যায়ে সবাই নিজ নিজ স্হান থেকে...নিজের বিশ্বাস থেকে একরকম ফ্যান্টাসির মধ্যেই থাকে।যার পরিণতি যত্তসব মর্মান্তিক ঘটনা!!!

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

ধমনী বলেছেন: বিশ্বাস যখন কাজ সৃষ্টি না করে অকাজের জন্ম দেয়, সেটাই সমস্যা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: বিশ্বাস থাকুক না মনের মধ্যে। তোমার বিশ্বাস তোমার জন্যে, আমার বিশ্বাস আমার জন্যে। সহমত।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

গেম চেঞ্জার বলেছেন: একপেশে লজিক।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

ধমনী বলেছেন: আপনার মতামতের প্রতি শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.