নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবস উপলক্ষে আমার অভিব্যক্তি

১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪

আজ বিশ্ব বাবা দিবস। বাবার জন্য নির্দিষ্ট দিবস কেন এটা আদৌ আমার মাথায় কোনরুপ কাজ করে না। এটা পশ্চিমা সংস্কৃতির একটা সংস্কার বা প্রথাই বলা যায়, যার বিষয়ে আমার ধারনা খুবই ক্ষীণ। পশ্চিমা দেশ গুলোতে ছেলেমেয়ে বড় মানে মেচুরড্ হয়ে গেলে তারা বাবা মা এর কাছ থেকে একটু দুরে সরে যায়। যার প্রভাব আমাদের দেশে অনেক টা প্রভাব বিস্তার করছে। সে বিষয়ে এত বিস্তারিত কিছু লিখবোনা আজ। বাবা দিবস তো কেবল এক দিনের জন্য তাহলে বাকি দিন গুলো কি!! বাবা বা মায়ের জন্য ভালবাসা কি ঐশুধু একদিনের জন্য ?
সন্তানেরা বাবার আদর্শে প্রতিষ্ঠিত হয়। বাবাই হচ্ছে মূল পথ প্রদর্শক। সন্তানকে শিক্ষিত করে তোলে, মানুষের সাথে চলতে শেখায়, ন্যায় ও অন্যায় বোঝার জ্ঞান দেয়। সারাদিন পর যখন কাজ শেষে বাসায় ফিরে তখন সন্তানের হাসি মাখা মুখ খানি দেখলেই বাবার সব ক্লান্তি দুর হয়ে যায়।
প্রতিদিন হোক বাবা'র জন্য , মায়ের জন্যও। ভালোবাসি বাবা অনেক ভালোবাসি, মনের ভেতর শাসনের একটা ভয় লুকানো তবুও ভালোবাসি। কোন নির্দিষ্ট দিনের প্রয়োজন বোধ করি না।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৫

সুব্রত দত্ত বলেছেন: শুধু বাবা দিবস নয়, এমন অনেক দিবসই আছে যার তাৎর্পয আমরা (প্রাচ্য ও ভারতীয় উপামহাদেশীয়রা) বুঝি না। কেবল পশ্চিমাদের দেখে অন্ধ অনুকরণ করি। কিন্তু এর মানে আবার তা নয় যে, দিবসগুলো তাৎর্পযহীন। আসলে আমাদের জানার অভাব এবং জানার সোর্সের অভাব এ বিভ্রান্তির কারণ। আপনার লেখাটা ভালো লাগল। একটু ডিটেলস লেখেন। জরুরি টপিক এটা।

১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ ভাই, এ বিষয়ে লেখার ইচ্ছে আছে আমার, পরবর্তী তে ভালোভাবে সোর্স সংগ্রহ করে ডিটেইলস্ লেখব

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রতিদিন হোক বাবা'র জন্য , মায়ের জন্যও - ভাল লাগলো।
মায়ের ভালবাসার মত বাবার ভালবাসাটা সবসময় চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তবে হৃদয় দিয়ে অনুভবৃ করা যায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভাল লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হলাম,
মায়ের ভালবাসার মত বাবার ভালবাসাটা সবসময় চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তবে হৃদয় দিয়ে অনুভবৃ করা যায়। কথা খানি বলেছেন একদম অমিয়!!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.