নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

রামপাল বিদ্যুতকেন্দ্রের প্রকল্প স্থাপন করা আর কিডনি বিক্রি করে গাড়ি বাড়ি করা একই কথা!!

৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

১৬ কোটি বা তদুর্ধো বাংলাদেশী মানুষের হৃৎপিন্ড, ফুসফুসের মত এই সুন্দরবন। এই সুন্দরবন যদি না থাকে তবে এই দেশের অস্তিত্ব সংকটে পরে যাবে। মানুষের বেচে থাকাটা অনেক কঠিন হয়ে পরবে।
আমি যদি ১০০ টা মানুষ কে জিজ্ঞেস করি,
সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র চান কিনা, ১০০ টা না-সূচক জবাব আসবে।
তাহলে শত ভাগ জনমত কে উপেক্ষা করে সিন্ধান্ত বাস্তবায়নে চুক্তি হয়ে যায় কিভাবে?

দেশের মানুষ কে গ্রেড ভিম বানিয়ে সেই ভিমের উপর ভারতের জন্য ফ্লাট বাসা বানানোর স্পর্ধা কিভাবে পায় সরকার?
প্রশ্নটা নিজেদের বিবেকের কাছে !!
প্রতিবাদ কখন করবেন? যখন বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে?
প্রতিবাদ কখন করবেন? ৪০ বছর পর যখন সুন্দরবন ধ্বংস হবে?
পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে ভেবে ভ্যাট বিরোধী আন্দোলন এ ঢাকা শহর অচল হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে পকেট থেকে টাকা যাবে না বলে প্রতিবাদ করবেন না?
খুবই আশ্চর্য লাগতেছে যে বরেন্য গুনী লেখক "আনিসুল হক" ও "মোহাম্মদ জাফর ইকবাল" স্যার রা এবং অন্যান্য গুনী ব্যক্তিবর্গ রা কেউই রামপাল বিদ্যুত প্রকল্পের বিরুদ্ধে লেখছেন না, অন্যান্য সময় যাদের যেকোন সমসাময়িক বিষয়ে লেখতে দেখা যায়।
এমনকি গণজাগরন মঞ্চেরও কেউই তো তেমন জোড়ালো আওয়াজ তুলছেনা। আমার একজন বন্ধুও এই গণজাগরনের সাথে কিছুটা সম্পৃক্ত, উনি একবার বলেছিলেন, দেশের যেকোন অবস্থায় গণজাগরন মঞ্চ থাকবে।আজকাল তাকেও দেখিনা।

সুন্দরবনও তো এই দেশের সম্পদ, পৃথিবী সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন।। এটি আমাদের প্রতি মহান সৃষ্টি কর্তা আল্লাহর এক মহান দান।
ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস নামক বহুবিধ প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয় থেকে উপকূলের কোটি কোটি মানুষকে রক্ষা করে চলছে আমাদের এই মহামূল্যবান সম্পদটি। বিদ্যুৎ কেন্দ্র যদি করতেই হয় তবে সুন্দরবনকে ধ্বংস কেন করতে হবে?
সুন্দরবন ছাড়া কি বাংলাদেশে আর কোন জায়গা নেই? দেশের সকল নাগরিকের উচিত দেশ এবং সুন্দরবন রক্ষার জন্য গর্জে উঠা।

রামপাল বিদ্যুত প্রকল্প চাইনা; চাই সুন্দরবনের সৌন্দর্য চিরন্জীব থাকুক, চির সবুজ থাকুক বাংলাদেশ, পশুপাখির অভয়াশ্রম হোক সুন্দরবন।।

#Say_No_to_Rampal_Electric_Plant
#Save_Nature #Save_Environment
#Save_Sunderban

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: রামপাল বিদ্যুত প্রকল্প চাইনা; চাই সুন্দরবনের সৌন্দর্য চিরন্জীব থাকুক, চির সবুজ থাকুক বাংলাদেশ, পশুপাখির অভয়াশ্রম হোক সুন্দরবন - আপনার এ পরিবেশবান্ধব ইচ্ছের সাথে একমত। আশাকরি সচেতন সকলে এ নিয়ে আরও উচ্চকন্ঠ হবেন।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

ধ্রুবক আলো বলেছেন: আমি এ বিষয়ে নিয়ে এখন আর কথা বলি না। কারণ, এ নিয়ে কথা বলে কোনো লাভ দেখছিনা। দেশের একটা বিশাল শ্রেণীর মানুষ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি বিষয়ক কোনো ধারণা নেই, আর এক শ্রেণীর লোক আছে নিজের চিন্তায়! এই সব মানুষের এনিয়ে মন্তব্য হলো, "যদি ক্ষতি হয় তাহলে সবার হবে আমার তো আর একলার হবে না, আর সরকার যা ইচ্ছে তাই করুক আমি তো ভালো আছি"।
তাহলে বলে, লিখে কি লাভ!? এই আন্দোলন করে মার খেয়ে তো কোনো লাভ নেই।
দেশের মানুষ যদি সচেতন না হয়, এগিয়ে না আসে তাহলে কি হবে এই আন্দোলন করে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.