নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দ রাতজাগা...

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:১৭

আজকাল খুব রাত জাগা হয় প্রতিনিয়তই, গভীর রাত অবধি!!
হয়তো কোন কারনে বা অকারনে,
কখনো শুধুই রাত জেগে থাকা আর প্রতিক্ষা
না মানা অনুনয়ে, নির্বাক সময় পার হয় অন্ধকারে!!

কখনো বা শুধুই রাত জেগে পার করা অস্থিরতায়
ঘুম চোখে বাসা বাধে ণা আধুনিকতার বিকিরনে,
কখনো বিছানায় শুয়ে শুধু এপাশ আর ওপাশ
ঘুম না আসা যন্ত্রনায় কেবলই রাত জাগা..!!!

কখনো দুশ্চিন্তায় রাত জেগে পার করা
নয়তো কারো ফোনের অপেক্ষায় শুধুই জেগে থাকা অনর্থক!!!

তবুও রাত জাগাটা কেমন যেন একটা অভ্যাস হয়ে যায়,
চোখ বন্ধ করলেই অনুভব করি অস্পর্শ এক অস্তিত্বের!
খুজি তবুও মেলেনা, তাই শুধুই রাত জেগে থাকা
আর অন্তহীন একটা অপেক্ষা।।

রাত বাড়ে, অন্ধকার বাড়ে, কিন্তু ঘুমটাই বাড়ে না!
কোন পুরোনো অতীতে ঠাই নেয়া
আর শুধুই রাত জেগে থাকা একাকী
সাথে কিছু দীর্ঘশ্বাস, ক্লান্তিহীন নিরবতা..।।।

-সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:৪৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এই লেখাটাও ১৩-১৭ মিনিটে (০১-১৭ মিনিট) লেখা।

রাত জাগি ... নিশাচর পাখি ..... উড়ি উত্তর থেকে দক্ষিণে - পূর্ব থেকে পশ্চিমে - খুঁজি .... দেখি...

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৭

ধ্রুবক আলো বলেছেন: জ্বী ভাই আপনার উল্লেখিত কবিতাটাও অনেক সুন্দর

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:২১

মশিউর বেষ্ট বলেছেন: চোখ বন্ধ করলেই অনুভব করি অস্পর্শ এক অস্তিত্বের! ,,,,,,,,,,,,,,,,সুন্দর

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: হুমমম্ অস্পর্শ এক অস্তিত্বের......

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: না মানা অনুনয়ে, নির্বাক সময় পার হয় অন্ধকারে - ভাল লেগেছে। কবিতায় + +

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন: তাই শুধুই রাত জেগে থাকা
আর অন্তহীন একটা অপেক্ষা।।
- সুন্দর

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.