নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

" জানালার বাইরে পুরোনো একটা দেয়াল "

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

আমার ঘরের জানালার বাইরে পুরোনো একটা দেয়াল!!
সে দেয়ালের ওপর একটা বেড়াল দাড়িয়ে থাকে সবসময়,
কখনো পেছনের দুই পা গেড়ে বসে থাকে
কখনো আবার সামনের পা দুটো ছড়িয়ে শুয়ে থাকে।।

ছোট দুটো চোখে তাকিয়ে দেখে জানালার ভেতরে, বাইরে, সুদূরে!
আমি লক্ষ্য করি, বেশ কিছুক্ষন তাকিয়ে থাকি, জানালার বুক দিয়ে
ভাঙা নড়বড়ে দেয়াল টা বেয়ে ছুটে চলে শব্দবিহীন
ইটের ওপর ইট তার ওপর কিছু জীবন ঘুরে ফিরে নিরবধি।।

দেয়াল টার প্রাচীর ঘেসে একটা বড় তেঁতুল গাছ!!
বেড়াল টা দেয়াল থেকে টপকে লাফায় গাছটাতে,
খুব ভারসাম্য তার নিজের কাজের প্রতি
ভুল হয় না তার গাছ বেয়ে উঠতে বা নামতে।।

বৃষ্টির ফোটা জমে জমে পিচ্ছিল শেওলা পরে গেছে দেয়ালটায়!!
দেয়াল ঘেঁষে গজেছে অনেক ছত্রাক, মস, ফার্ন
আরও অনেক আগাছা জীবন গড়ে নিয়েছে প্রাচীর ঘেষে
আমি তাকিয়ে দেখি, উপলব্ধি করি জীবনের বর্ণ আর অস্তিত্ব টিকিয়ে রাখা যুদ্ধ..।।

দিন যায়, বছর যায় আসে নতুনত্ব অনেক
পুরোনো দেয়ালটাই শুধু থেকে যায়, ঠিক আগের মতই ...!!


ছবি: নিজ মোবাইল ক্যামেরা

লেখা: শামীম সাগর

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো:)

২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো:)

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: সুন্দর অবয়ব এঁকেছেন।

তবে অনেক বানান ভুল আছে, ঠিক করে দিন।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাক

বানানোর বিষয় টা দেখতেছি

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: সে দেয়ালের ওপর একটা বেড়াল দাড়িয়ে থাকে সবসময়,

ভাঙা নরবরে দেয়াল টা বেয়ে ছুটে চলে শব্দবিহীন

দেয়াল টার প্রাচীর ঘেসে একটা বড় তেতুল গাছ!!

বৃষ্টির ফোটা জমে জমে পিচ্ছিল শেওলা পরে গেছে দেয়ালটায়!!

আমি তাকিয়ে দেখি, উপলব্ধি করি জীবনের বর্ন আর অস্তিত্ব টিকিয়ে রাখা যুদ্ধ..।।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১

ধ্রুবক আলো বলেছেন: দাদা উইন্ডোজ ফোনে বাংলা টাইপ করাটা কিঞ্চিত কঠিন, বুঝলেন

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০২

কানিজ রিনা বলেছেন: তাইতো পুড়ানো দেয়াল আগের মতই আছে। কত কত
নতুন তবুও পুরান কেন ভাঙেনা মড়ার পুরান মরেনা
শেষ হয়না।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: মানুষ গুলো সমাজ সংস্কার থেকে বেরুতে পারে না তাই পুরোনো দেয়াল টা থেকেই যায় আর আক্ষেপ বাড়ায়

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: দিন যায়, বছর যায় আসে নতুনত্ব অনেক
পুরোনো দেয়ালটাই শুধু থেকে যায়, ঠিক আগের মতই ...!!


অনেক সুন্দর লিখেছেন।
শুভ কামনা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার কবিতা সম্ভবত প্রথমবারের মতো পড়ছি।
মুগ্ধতা।

টাইপো আছে বেশ কিছু। এটা দৃষ্টিকটু।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আর কতটুকু দৃষ্টিকটু তা জানি না তবে চেষ্টা করি ভালো লেখার জন্য।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবিতাটা। পড়ে মনে হলো, বোধহয় একটানেই লিখেছেন।
প্রথম স্তবকে বেড়ালের বর্ণনাটা বেশ ভাল হয়েছে। কবিতা পড়তে পড়তে মনে হচ্ছিলো যে বেড়াল, দেয়াল আর তেঁতুল গাছটাকে যেন দেখতে পাচ্ছি, ছবিটা না দিলেও যেন ঠিকই দেখতে পেতাম।
কবিতায় দ্বিতীয় ভাল লাগা + +

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, অনেক পুরোনো একটা লেখা পাঠদান রেখেছেন, কবিতায় দ্বিতীয় ভালোলাগা রেখেছেন, মন্তব্যে নিজের একান্ত অনুভূতি প্রকাশ করেছেন, খুব ভালো লাগলো, অনেক প্রীত হলাম।
লেখাটা একেটানেই লিখেছি, কিন্তু ব্লগে পোস্ট করবো কি করবো না সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। বাংলা টাইপ করা নিয়ে একটু সমস্যায় ছিলাম সে সময়।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.