নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

" গণতন্ত্রের তরে "

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১

গণতন্ত্র, তুমি এখন সমাজ বইয়ের ভুল এক সংজ্ঞা
মুখের ভাষা কেড়ে নেয়া কোন স্বৈরাচারি তত্ত্ব,
কালো চাদরে মোড়ানো দুর্নীতির পরীক্ষায় সফলতার মন্ত্র
তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়া অসংখ্য মানুষের হৃদয়ে রক্তক্ষরন!!!

গণতন্ত্র, তুমি কি এখনও টিকে আছো
নাকি কোন ভিনগ্রহি তারার মতন ছিটকে হারিয়ে গেছ!!
হয়তো ভুল গবেষনায় আবিষ্কৃত কোন ভুল গ্রহের মতন, থেকেও নেই!!!
নিখোজ হওয়া সংবাদের মত করে খুজতে হবে কি তোমায়!?

গণতন্ত্র, তুমি কি এখন কোন বিত্তবান পকেটে বন্দি,
নাকি কারও টাকায় কেনা দাসত্ব বহন করা দাস!?
এখন তুমি সেলাই করা মুখে কথা বন্ধ থাকা অস্থির যন্ত্রনা,
আর না হয়তো কারারুদ্ধ কোন অবিসংবাদিত আত্নচিৎকার!!

গণতন্ত্র, তুমি এখন ত্রুটিপূর্ণ একতরফা দাখিলা পদ্ধতি
নাকি অসম্পুর্ন কোন খতিয়ান হিসাবের জের,
হয়তো ডেবিট ক্রেডিট আঁকা ঘরে অসামন্জস্যতা
নয়তো রেওয়ামিলের অনিশ্চিত হিসাব এক পরিপূরক ভূল..!!!

গণতন্ত্র, কোথায় বেচে আছো তুমি!?
স্বাধীন পতাকা হাতে কারো চোখ ভরা সপ্নে,
রাজপথ উত্তাল রাখা সংগ্রামী কোন প্রত্যয়ে
নাকি কোন দাবিয়ে রাখা মহপ্রলয়ের কন্ঠস্বরে!!?

জাতি আজ অসহায় অবুঝ দিশেহারা, নিজ অস্তিত্ব সংকটাপন্ন!!
মানচিত্রের সীমানায় হায়েনা নেকড়ে রা দেয় হিংস্র পাহাড়া;
স্বাধীনতার সার্বভৌমত্ব কেড়ে নেয়ার হুঙ্কার দেখায়
মানবতার নামে কারা যেন করে লীলাখেলা, তুমি নেই বলে গণতন্ত্র...!!

অনেক আশা নিয়ে মায়ের বুকে ঘুমায় শিশু ; তুমি আসবে ফিরে গণতন্ত্র
তবুও কি তুমি ফিরে আসবেনা?
তুমি কি জেগে উঠবেনা, কেউ কি তোমায় প্রতিষ্ঠিত করবেনা?!
শক্ত হাতে নতুন করে...

লেখা: শামীম সাগর

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: গণতন্ত্র, তুমি এখন ত্রুটিপূর্ণ একতরফা দাখিলা পদ্ধতি
নাকি অসম্পুর্ন কোন খতিয়ান হিসাবের জের,


কিছু বলার কোন ভাষা নেই।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভাই, এখন তো সবই একতরফা, তাই না।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

রমিত বলেছেন: "গণতন্ত্র, তুমি এখন সমাজ বইয়ের ভুল এক সংজ্ঞা"

সুন্দর লিখেছেন।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

খায়রুল আহসান বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক!
কবিতা ভাল হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩০

ধ্রুবক আলো বলেছেন: মানুষের অধিকার মানুষ পুরোপুরি ফিরে পাক।

কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই। শুভ কামনা রইলো।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি। কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.