নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য, প্রিয়তমা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

শুধু তোমার জন্য, প্রিয়তমা
মিশরের নীল নদ
একাই সাতরে দিয়েছি পাড়ি
অজানা ইংলিশ চ্যানেলে
চালিয়েছি দুঃসাহসিক অভিযান!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিয়ার গ্রেইলস্ কে দিয়েছি টক্কর
খেয়েছি অসংখ্য কীট পতঙ্গ!!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
হৃদয়ে সংস্থাপন করেছি চার জিবি ব়্যাম
প্রেমের গতিকে করেছি অস্থির..।।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
মান্না দে কে করেছি নকল
লিখেছি গান, করেছি নতুন সূর
তুমি কি সত্যি সেই আগের মতই আছো
নাকি পুরোপুরি বদলে গেছ ??

শুধু তোমার জন্য, প্রিয়তমা
সেজেছি বীরপুরুষ
পলাশীর প্রান্তর করেছি আবার রক্তাক্ত।

শুধু তোমার জন্য প্রিয়তমা
হয়েছি উম্মাদ
পাগলা গারদ হয়েছে অস্থায়ী নিবাস।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
জীবন রেখেছি বাজি
দুরন্ত ষাড়ের চোখে বেধেছি লাল কাপড়,;
কি গুতান গুতাইছে!!

শুধু তোমার জন্য, প্রিয়তমা
ফুয়াদের এ্যালবামে হয়েছি বন্দি
সেজেছি বন্য
বিশাল আমাজন করেছি তছনছ।।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
আর দশটা মুভি ছেড়ে দেখেছি টাইটানিক
তবুও কি তোমার মনে হয়নি আমায় রোমান্টিক।

শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিদ্যুত বিহীন এলাকায় করেছি বসবাস
হারিকেনের নিভু নিভু আলোয়
সম্পন্ন করেছি অসম্পুর্ন দুঃখের সাতকাহন..।।


লেখা- শামীম সাগর

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মুহাম্মাদ শাথিল বলেছেন: বেশি কাজ করে ফেলেছেন। প্রিয়তমার চোখে তাই প্রেমিক না হয়ে অন্য কিছু হয়ে গেছেন :p

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ধ্রুবক আলো বলেছেন: একদম ঠিকই কথা বলছেন ভাই, সুপারম্যান না ভাইবা এখন বোকা ভাববে

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

অনেক ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগাগুলো সাদরে গ্রহন করলাম
আপনাকে অশেষ ধন্যবাদ

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

জনৈক অচম ভুত বলেছেন: এতো কিছু করেও মন না পাইলে কি আর করার! |-)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই আর কি করার আছে মাইয়া মানুষতো বুঝ জ্ঞান কম!!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: শুধু তোমার জন্য, প্রিয়তমা
জীবন রেখেছি বাজি
দুরন্ত ষাড়ের চোখে বেধেছি লাল কাপড়,;
কি গুতান গুতাইছে!!



হা হা হা

আহালে ভাইয়াটা!!!!!!! :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

ধ্রুবক আলো বলেছেন: হুমমম তারপরও বুঝলোনা প্রিয়তমা;
সমবেদনার জন্য ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

ধ্রুবক আলো বলেছেন: এই লেখার আরো একটা অংশ আছে

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: আরও একটা অংশ!!!!!!!!!!


হা হা হা

দেখি দেখি

পড়ি আর হাসি!!!!!!!! :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ওই অংশটা কয়েক দিন পরে দিতে চাচ্ছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: পরের অংশটা পোষ্ট করছি, সময় পেলে পড়ে দেইখেন

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গেম চেঞ্জার বলেছেন: এরপরও কি প্রিয়তমা আসে নাই?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: নারে ভাই আর আসে নাই শুধুই পথ চেয়ে অপেক্ষা

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

কালপুরুষ কালপুরুষ বলেছেন: অনন্য সুন্দর প্রকাশ, এটা পড়েও বুজলোনা যে আপনি রোমান্টিক; হায়রে পোড়া কপাল !

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই তারপরও বুঝলোনা, বোকা মেয়ে! শুধু বোকামি করল।

আপনাকে অশেষ ধন্যবাদ....

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

শৈবাল বিস্বাস বলেছেন: ডিজিটাল কবিতা তাই প্রিয়তমার ও দরকার ডিজিটাল রোমান্স এর ছোয়া।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: একদম ঠিক কথা বলছেন ভাই,

আপনাকে অভিনন্দন..

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

কানিজ রিনা বলেছেন: সায়মার মত হাসি পেল, কিন্তু খুব আস্তে আস্তে
ইম ইম ইম খিস খিস খিইইইইইস্।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

ধ্রুবক আলো বলেছেন: হাসেন কি আর করার!

আর ধন্যবাদ জানাই হাসিমুখে...

১২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: প্রিয়তমার জন্য যা যা করেছেন, বা করতে চেয়েছেন, সব কিছুই হাবুডুবু খাওয়া ডুবন্ত প্রেমিকের লক্ষণ। আশাকরি এখন কিছুটা থিতু হয়েছেন, এবং ওসব এখন আর করতে ইচ্ছে হয় না!! :)

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই এখন আর সময় কই!? বেশির ভাগ সময়ই তো ঢাকার জ্যামেই শেষ হয়ে যায়, আর রাতে অনেক ক্লান্তি ঘিরে ধরে, তারপর এর মধ্যে লেখা লিখতে হয়।
যা লিখে বহিঃপ্রকাশ করলাম তা শুধু মাত্র কল্পনা!

অনেক ধন্যবাদ ভাই, কৃতজ্ঞ র'লাম। ভালো থাকুন সদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.