নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

........আর্তনাদ পূর্ণ

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০



অনেকগুলো রাত পেরিয়ে গেছে ঝুম বৃষ্টি হয়নি
মনের উঠোনে এখন শুধু প্রতিক্ষার খরা,,
.
এখন শুধু রাত বাড়ছে, আর বাড়ছে বিষাদ
যন্ত্রনাময় অস্থিরতায় পার হচ্ছে সময়...
.
মাঝে মাঝে নিজের সাথে নিজেই মিথ্যা বলি
বলতে হয় নিজেকে ধরে রাখতে!!
.
আকাশে অনেক মেঘ জমেছে ঘনকালো মেঘ
অন্ধকার আচ্ছন্ন হবে শহর ঘোলাটে বর্নে..
.
রাতজাগা শহরে পথ চলি একা এই আমি
সঙ্গী শুধু আলো ছড়ানো নিয়ন বাতি!!



২৭ অগাষ্ট ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি: ইন্টারনেট.,,,

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
মাঝে মাঝে নিজের সাথে নিজেই মিথ্যা বলি
বলতে হয় নিজেকে ধরে রাখতে!!


শহরে আর একা চলতে হবেনা। আমরা সাথে আছি সঙ্গী হবার।

পড়ে ভালো লাগা রেখে গেলাম।

++++

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম.,, সঙ্গী হবেন শুনে খুব ভালো লাগলো।
তবে মাঝে মাঝে একা থাকাটা জরুরী এতে নিজেকে উপোলব্দি করা যায়।
অনেক ধন্যবাদ

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন শুধু রাত বাড়ছে, আর বাড়ছে বিষাদ
যন্ত্রনাময় অস্থিরতায় পার হচ্ছে সময়.


মন বড়ই র্নিলজ্জ।কিসে যে হাঁসে আর কিসে যে কাঁদে? আমিও ঠিক বুঝতে পারিনা।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২

ধ্রুবক আলো বলেছেন: মন বড়ই কঠিন জিনিস, একে বুঝানো একটা দায়, তবুও সব কিছু মানিয়ে চলতে হয়।।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লাগলো । নিজের সাথে নিজে মিথ্যে বলাটা অনেক ক্ষেত্রে উপকারী । যেমন দুঃখে থাকলে নিজেকে সুখী বলে বোঝানো !

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: জীবন তো তাই অনেক সময় দুঃখ লাগলে নিজেকে বোঝাাতে হয়.,,,, মিথ্যে বুঝ বোঝানো

কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগলো, ধন্যবাদ

৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালোলাগল। ++++++

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ...,,,

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

বিজন রয় বলেছেন: আপনার এখানে আগে কথা বলেছি কিনা মনে নেই।

এই কবিতা ভাল লেগেছে।
আর্তনাদ শব্দটি আমার অনেক পছন্দের।

শুভকামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

ধ্রুবক আলো বলেছেন: বিজন রয় ভাই, অনেক ধন্যবাদ.,, কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো,
এই আর্তনাদ শব্দটি খুবই আত্মিক ব্যপার নিহিত, তাই হয়তো আপনার আমার অনেক পছন্দের।।

আর ভাই এর আগেও আমার লেখায় কথা বলেছেন, এখন আবার বললেন তাই খুব ভালো লাগলো.,,,
আপনাকেও অনেক শুভ কামনা রইলো.,,,

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: ওহো! তাই বলুন! আমাকে মনে রেখেছেন জেনে ভাল লাগল। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম।

মানুষের ভিতরে অনেক কিছুরই আর্ত-নাদ হয়।

আমি সেসব শুনতে চাই খুব করে।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

ধ্রুবক আলো বলেছেন: আর্তনাদ খুব কঠিন একটা বোধ, যা ভেতরে ভেতরে জেগে উঠে আচমকা, খুব শুনতে ইচ্ছে হয়, খুব কষ্টও হয়.,,,

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর লেগেছে

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,, শুভেচ্ছা জানবেন

৯| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা ভাই। বাস্তবিক সময়নুভূতি মিশানো। ভালো লাগলো ভাই।

অনেক দিন নতুন পোষ্ট পাই না ভাই!!

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৩০

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব প্রীত হলাম। অনেক ধন্যবাদ ভাই। কৃতজ্ঞ।


এই কয়দিন যাবৎ বেশ ঝামেলার ভেতর আছি, মনে শান্তি পাচ্ছিনা, তাই লেখাও হচ্ছেনা।

১০| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মনে শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা।

সবকিছু সহজ ভাবতে থাকেন। যা কঠিন তা চিরকালই কঠিন। ভালো মন্দ বিচারের বিচারক একজন অবশ্যই আছেন, তার উপর ভরসা রাখেন।
আল্লাহ্ আপনার মনে শান্তি দিক।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: সব কিছু সহজ ভাবতে চাই কিন্তু হয়ে উঠে না।

আপনার দোয়া কবুল হোক, অনেক ধন্যবাদ ভাই শুভ কামনা জানবেন। ভালো থাকুন সদা...

১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা হয়েছে। নিয়ন আলোর প্রতি আপনার দুর্বলতার কথা এর আগেও অন্য পোস্টে জেনেছিলাম।
দ্বিতীয় লাইনে প্রতীক্ষা বানানটি সম্পাদনা করে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.