নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

" জানালার বাইরের সেই পুরোনো দেয়াল "

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০



দেয়ালটাকে আরো উচু করে দেয়া হলো
জানালার বাহিরে সেই পুরোনো দেয়ালটার
বেশ কিছু ইট ভেজা বালু সিমেন্ট মিশ্রন
জমিয়ে শক্ত করে ধরে রাখে প্রাচীর
আরোও একটু উচুতে একটার উপরে আরেকটা;
শক্ত ইট সিমেন্টের গাথুনি‼

পুরোনো দেয়ালে নতুন হরেক সংস্কার
নতুন সব ইট গাথুনী উকি দেয়া নীতি নিয়ম
সূর্যালোক পেরোয় না দেয়াল অতিকায়
অন্ধকার চুপসে ধরে এপাড়ে
এ যেন একটা দম বন্ধ হওয়া অস্থিরতা‼

সেই বিড়ালটা; দেয়াল বেয়ে চলে আগের মতই
উচু দেয়াল নতুন উচ্চতার ব্যবধান
তবুও নিভৃতে হেটে বেড়ায়
প্রাচীর ঘেষে দাড়িয়ে থাকা সেই তেতুল গাছটায়
দেয়াল থেকে টপকে লাফায়, অকুতোভয়ে‼

মস, ফার্ন আরও আগাছাগুলো মরে যায় আবার গজায়
বৃষ্টি ভেজা শেওলা শুকিয়ে যায় রৌদ্র খরায়
আমি তাকিয়ে দেখি অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ
আর অদ্ভুত সব জীবন পরিক্রমা; প্রায়শই....

উচু দেয়ালের সংস্কার কেড়ে নেয় আবেগ
বেচে থাকার নিমিত্তে মেনে নেয়া হয় অনুগ্রহে;
যতসব বায়োবীয় সংস্করণ‼

জানালার এপাশের মানুষটা..
দেয়ালটা আকড়ে মলিন বেড়ে উঠে,
জানালার বুকে চোখ রেখে
দেয়ালের বেড়ে ওঠার যতসব আভিজাত্যের
নিরব সাক্ষী হয়‼

কত নিয়ম বদলায়, সভ্যতা বদলায়
বদলায় কাল, ঋতু, মানবিক বিকাশ!
সেই পুরোনো দেয়ালটা জানালার বাইরে
শুধু দাড়িয়ে থেকে যায় মাঝখানে
ওপারের জীবনের বাধা হয়ে..!


পূর্বের লেখা-
জানালার বাইরে পুরোনো একটা দেয়াল

সর্বস্বত্ব সংরক্ষিত

ছবিঃ নিজ মোবাইলের ক্যামোরা দিয়ে তোলা,,,

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: সবাই দেখি দেয়াল নিয়ে কবিতা লিখছে!
হলোটা কি??

পিঠ কি দেয়ালে ঠেকে গেল?

মৃত্যুর পূর্ব পর্যন্ত ভেবে নিলাম জীবনটা একটি দেয়াল।

সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

ধ্রুবক আলো বলেছেন: সব কিছুর মাঝেই একটা দেয়াল থাকবে যেটা বাধা হয়েই দাড়ায় তাই, দেয়ালের পিছে লাগলাম.,,
এবং মন্তব্যের জন্য ধন্যবাদ....

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কত নিয়ম বদলায়, সভ্যতা বদলায়
বদলায় কাল, ঋতু, মানবিক বিকাশ!


বিজন দা মত আমিও বলি সবাই কেন দেওয়ালের পিছনে লাগলো।

কবিতায় +++++

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

ধ্রুবক আলো বলেছেন: সফলতা বিফলতা এর মাঝখানে দেয়াল থেকেই যায় তাই দেয়ালের পেছনে লাগা.,
অনেক ধন্যবাদ.,, শুভ কামনা..... জানবেন

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

আহা রুবন বলেছেন: দেয়ালের কবিতা ভাল লাগল। কালই একটা দেয়ালের কবিতা পড়লাম। সম্ভবত বিজন দার।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ.,,,,
হ্যা বিজন দা দেয়াল নিয়ে গতকাল লিখছেন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

শাব্দিক হিমু বলেছেন: খুব পরিচিত একটা দৃশ্য। একবার রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে প্রতিটা বাড়িতে প্রায় একই ধরনের জানালা তারপর একটু গ্যাপ দিয়ে পাঁচ ইঞ্চি প্রস্থের পাঁচিল। আপনার ব্যবহৃত ছবির মত অনেকটা।

কবিতা ভালো লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো.,,, অনেক ধন্যবাদ

লেখাটা একদম মন থেকে লিখছি.,, আমার ঘরের জানালার বাইরের দেয়াল এটা যা জন্মের পর থেকেই দেখছি যা একবার ভেঙে পরে গিয়েছিলো আমাদেরই বাড়ির দালানে। যাই হোক কোন ক্ষতি হয়নি। সেই দেয়ালের দিকে তাকিয়ে এই লেখার ধারনাটা জন্মে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: সবই বদলে যায় সময়ের আগ্রাসী নিঃশ্বাসে !

ভাল লেগেছে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

ধ্রুবক আলো বলেছেন: বদলে যাওয়ার অদ্ভুত সব নিয়ম!!

অনেক ধন্যবাদ, শুভ কামনা জানবেন....

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ

এই চেষ্টা করি ভালো লেখার!

৭| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩২

সিগনেচার নসিব বলেছেন: কবিতায় +++++

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম। কৃতজ্ঞতা রইলো।

অনেক শুভ কামনা জানবেন।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

খায়রুল আহসান বলেছেন: একই বিষয়ে লেখা এর আগের কবিতাটির লিঙ্ক দিয়ে ভাল করেছেন। কবিতা পড়ার সময় মনে হচ্ছিল, এরকম একটা কবিতা আগেও পড়েছি। শেষে এসে লিঙ্কটা দেখে সেটা আবার একবার পড়ে এলাম।
কবিতা ভাল লেগেছে। তবে, "বায়োবীয়" বানানটা ভুল হয়েছে, বায়বীয় হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.