নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

মুক্তির পথে, স্বাধীনতার পথিকৃৎ

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭



কোথায় তুমি মুক্তি?
তুমি কি শহীদের রক্তে রাঙানো
নতুন ভোরের সূর্যের আলোয়,
নাকি
ধানের ক্ষেতে বয়ে যাওয়া
উতলা সবুজের ঢেউয়ে!?
কোথায় তুমি মুক্তি?
স্বাধীন দেশের পতাকা ওড়ানো
একরাশ নিষ্পাপ শিশুর প্রানের মাঝে!
নাকি
সুখ মিশ্রিত অশ্রুসিক্ত
মায়ের মুখের হাসিতে!!
কোথায় তুমি মুক্তি?
শিশির ভেজা ঘাসের উপর রোদ্রের খেলায়,
যেখানে নদী বয়ে গেছে সুর্যাস্তের দেশে!
নাকি
বেঁচে থাকা কোন প্রিয়মুখে
যেখানে জীবন হাসে জীবনের উৎসবে!!
কোথায় তুমি মুক্তি?
তুমি কি সেখানে
যেখানে মুক্তির ডাক গর্জে উঠেছে
বাংলার মেঠো পথে, কোটি কোটি রঙিন স্বপ্নে!!

আমি তো হারিয়ে গেছি সেথায়
যেথায় বিজয়ের পতাকা ওড়ে উদ্ভাসিত আলোকে,
স্বাধীনতার চেতনায়,
সেথায় কি তুমি মিলিন‼



কেমন আছো আজাদ
স্বাধীনতার রনতরী পতাকা হাতে বিজয়ের স্লোগান
বজ্র কন্ঠস্বরের প্রতিধ্বনি!
বাংলা মায়ের দামাল ছেলে
ভালো আছো তো!?

কোথায় ঘুমিয়ে আছো
যুদ্ধ শেষে?! ঠিকানাটা খুব জানতে ইচ্ছে করে!
তোমরাই তো এনে দিয়েছিলে মানচিত্র হাতের তেলোয়
রেখা অঙ্কন করেছিলে স্বাধীন সার্বভৌমত্বের!
তুমি তো কোটি মানুষের স্বপ্ন পুরনের সারথি,
এক বিশাল আকাশের নক্ষত্র‼

সেই রাতে বেরিয়ে পরলে রাজপথে
ওই যে সেই কালো রাত্রিতে!
মাকে বলে এসেছিলে,
যুদ্ধে যাই; দেশটাতো আমারও
মায়ের মুখের হাসি বাচিয়ে রাখতে হবে না!!

স্বপ্ন একেছিলে স্বাধীনতার কোটি চোখে
ছিনিয়ে এনেছো বিজয় বাংলার বুকে।
কেমন আছো আজাদ?
যুদ্ধের বীর সৈনিক, হাতিয়ার হাতে গর্জে ওঠা
বাংলা মায়ের সাহসী সন্তান, স্বাধীনতার পথিকৃত!!
ভালো থেকো আজাদ
বেচে থাকো সহস্র শতাব্দী
মুক্তির দেশে, নতুন ভোরের সবুজের ঢেউয়ে
রৌদ্র ছায়ার কোমল মায়ায়.....

সর্বস্বত্ব সংরক্ষিত..,,
ছবি: নেট

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



মুক্তি আপনার ভাবনার মাঝে লুকিয়ে আছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সে আপনি খুব অর্থবোধক একটা কথা বলছেন ভাই,, অনেক ধন্যবাদ...,

বিজয় দিবসের শুভেচ্ছা.,,,,,,

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: কবিতায় অনেক অনেক ভালোলাগা, বিজয় দিবসের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই.,,,

বিজয়ের দিবসের শুভেচ্ছা.,,,,

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

শাব্দিক হিমু বলেছেন: খুব সুন্দর

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ....

বিজয় দিবসের শুভেচ্ছা.,,,,,

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৩

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা। বিজয়ের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ....
বিজয়ের শুভেচ্ছা,,,,

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতায় +++++

বিজয়ের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বিজয়ের শুভেচ্ছা....

শাহরিয়ার ভাই কেমন আছেন?

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরের জন্য ধন্যবাদ ।
কাজের চাপে আছি মোটামুটি, এই আর কি!
আপনি নিশ্চয় ভাল আছেন!
আপনার জব বা ব্যবসা কেমন চলছে ?

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: কোন কিছুই ভালো চলছে না! একটা ছোটখাটো ফার্মে ছিলাম বেতন পাওয়া যেতনা ঠিক মতো তাই ছেড়ে দিছি!
ভাবছি অন্যকিছু করবো!!

কাজের চাপের পরেও প্রতিউত্তর করেছেন তাই অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞরা জানবেন....

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

খায়রুল আহসান বলেছেন: আমি তো হারিয়ে গেছি সেথায়
যেথায় বিজয়ের পতাকা ওড়ে উদ্ভাসিত আলোকে,
স্বাধীনতার চেতনায়
-- বেশ সুন্দর ভাবনা!

১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ....
বিজয়ের শুভেচ্ছা ও অনেক শুভ কামনা রইলো,,, ভালো থাকবেন.....

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক ভাললাগা এবং শান্তির কবিতা।অনেক অনেক ভাল লাগল,ধন্যবাদ,শুভ কামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম, অনেক অনেক ধন্যবাদ.,,
শুভ কামনা রইলো...
ভালো থাকবেন,,,

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০

আফসানা মিমি বলেছেন: বাহ!!চমৎকার

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, শুভ কামনা জানবেন...

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর একটা কাব্য অথচ আমি এতদিন দেখিনি। বারবার পড়তে ইচ্ছে করছে। পড়ে তৃপ্তি পাই।


এখন আর স্বাধীন দেশের মানুষেরা বাংলার বীর সন্তানদের মনে করতে চায় না! ওরা স্বাধীন। স্বাধীনতা ওদের কাছে হেটে হেটেই এসেছে নিঃশব্দে! যারা মূল্য দিয়ে গেছে তারা এখন কেমন যেন হাসির পাত্র!

আপনার কাব্যে কৃতজ্ঞতা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: পাঠ ও মন্তব্যে খুব অনুপ্রানিত ও প্রীত হলাম!
বীর সন্তানদের কথা অনেকেই মনে করে অনেকে মনে করে না, সবাই তো আর স্বাধীনতার মুল্য বোঝে না!
অনেক ধন্যবাদ ভাই, ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, মন্তব্যে কৃতজ্ঞতা..!
ভালো থাকবেন, শুভ কামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.