নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

শহুরে রাতের নিরবতা...

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৮



ব্যস্ত শহর জেগে থাকে
সন্ধ্যে রাতের হলদে বাতির আলোয়,
ফুটপাথ, খোলা সড়ক, রাত জেগে থাকে কোলাহল শেষে
নিস্তব্ধতা নেমে আসে ক্লান্ত বাতাসে!!

স্তব্ধ হয়ে আসে নগরী রাত্তির অন্ধকারে
নিয়ন আলোর রাস্তায় একা আমি,
হেটে বেড়াই খুজি, দেখি শহুরে সুখ
পুরোপুরি অচিন, না দেখা বিস্ময়ে !!

আমি হেটে বেড়াই সন্ধ্যা রাতের শহরে
নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে,
আলোক আধারের অদ্ভুত মায়াজালে,
চেনা জানা সব অলি গলির পথ ভেঙে
রাতজাগা প্রহরীর মতন জেগে থাকি,
অনুভব করি অচেনা এক শহর!!
চেনা শহরের অজানা অস্পর্শ মায়ায়
অভিমানের ঝোলায় আবেগ ফেরি করে বেড়াই!!

একটুকরো নিয়ন আলোয়
জেগে থাকে রাতের শহর,
উল্লাস থেমে যায় ব্যস্ত নগরীর
নেমে আসে রাতের নিরবতা, নিঃসঙ্গতা!!


সেপ্টেম্বর ১৯, ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই.., প্রিত হলাম

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, প্রিত হলাম

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: বেশ লাগলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপু,,,শুভ কামনা জানবেন,...

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

HannanMag বলেছেন: কবিতা লেখার জন্য শুভ কামনা। আরো লিখেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনার জন্য প্রিত হলাম,,, অনেক ধন্যবাদ..
আপনাকেও শুভ কামনা রইলো...

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: লেখাটি সুন্দর। তবে এমন শহর আর কোথায়। চারিদিকে শুধু ব্যস্ততা। যানবাহন আর মানুষের ভিড়।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ধ্রুবক আলো বলেছেন: রাতের ঢাকা শহরে মাঝে মাঝে ঘুরি তখন রাত বাড়ার সাথে শহরে একটু নিরবতা নেমে আসে, তখনই একটু অনুভব করি!
এমনিতে ঠিকই বলছেন; চারিদিকে শুধুই ব্যস্ততা, যানবাহন আর মাপুষের ভিড়।

অনেক ধন্যবাদ, মুল্যবান মন্তব্যে প্রিত হলাম....

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
যান্ত্রিক শহরে ভালবাসা পাওয়া বড় দায়! B-)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: যান্ত্রিক শহরে ভালবাসা পাওয়া বড় দায়!++++++
আপনার মন্তব্যে ধন্য হয়ে গেলাম, একশত ভাগ খাটি কথা বলছেন ভাই! যান্ত্রিক শহরে সব কিছুই যান্ত্রিক হয়ে গেছে, ভালোবাসাও!!

ভাই, শুভ কামনা রইলো, ভালো থাকবেন....

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দরা বেঁঁচে থাকুক।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: শব্দরা বেঁচে থাকুক......!
ভাই আপনার মন্তব্যে প্রিত হলাম! অনেক ধন্যবাদ...,,,

শুভ কামনা জানবেন, ভালো থাকবেন

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

যান্ত্রিক শহরে ভালবাসা পাওয়া বড় দায়
সুখ যে থাকে ঐ অভিজাত পাড়ায় ।
ভাগ্যগুনে আমরা আজও পড়ে রইলাম
কমলাপুরের বস্তি পাড়ায় । B-)

আপনারও কবিতা সুন্দর হয়েছে++++

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮

ধ্রুবক আলো বলেছেন: কি সুন্দর করে বললেন, কথাগুলো খুব ভালো লাগলো....! ভাগ্যের কথা বলে কি লাভ?! যান্ত্রিক না হোক কোন একদিন শুভ্র ভালোবাসা জীবনকে বদলে দেবে আশা রাখি সব সময়।।

আবার মন্তব্য করায় খুবই অনুপ্রানিত হলাম ও কৃতজ্ঞ রইলাম।।
শুভ কামনা রইলো। সব সময় হাস্যোজ্জল থাকবেন।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯

গোফরান চ.বি বলেছেন: আমি হেটে বেড়াই সন্ধ্যা রাতের শহরে
নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে,
আলোক আধারের অদ্ভুত মায়াজালে,
চেনা জানা সব অলি গলির পথ ভেঙে
রাতজাগা প্রহরীর মতন জেগে থাকি,
অনুভব করি অচেনা এক শহর!!
চেনা শহরের অজানা অস্পর্শ মায়ায়
অভিমানের ঝোলায় আবেগ ফেরি করে বেড়াই!!

ভালো লাগলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ... শুভ কামনা জানবেন..,,,

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: স্তব্দ হয়ে আসে নগরী রাত্তির অন্ধকারে
নিয়ন আলোর রাস্তায় একা আমি,
হেটে বেড়াই খুজি, দেখি শহুরে সুখ
পুরোপুরি অচিন, না দেখা বিস্ময়ে !!


সুন্দর কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রানিত ও প্রিত হলাম....,
শুভ কামনা জানবেন

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,, শুভ হোক নতুন বছর

১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: সন্ধ্যে রাতের হলদে বাতির আলোয় জেগে থাকা রাতের ঢাকার চিত্র ভালই একেছেন, তবে নিস্তব্ধতা নেমে আসে রাত একটার পর, তার আগে নয়।
টাইপোঃ নিস্তব্দতা < নিস্তব্ধতা, স্তব্দ < স্তব্ধ হবে।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যে খুবই অনুপ্রানিত ও প্রিত হলাম,, অনেক ধন্যবাদ.....
শহুরে রাস্তায় মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়াই, তখন সময় টা খুব উপভোগ করি। আস্তে আস্তে শহর নিরব হয়ে আসে, তখন অনুভুতি দারুন লাগে.!!! তাই লিখে ফেলা এই ছোট খাটো লেখা!

ভূল টা সংশোধন করিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞ রইলাম....
ভালো থাকবেন, সব সময় সুস্থতা কামনা করি....

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

নৈকষ্য বলেছেন: চমৎকার

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন
কবিতায় ভাল লাগা...

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,,
শুভ কামনা জানবেন....

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আমি হেটে বেড়াই সন্ধ্যা রাতের শহরে
নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে,
আলোক আধারের অদ্ভুত মায়াজালে,
চেনা জানা সব অলি গলির পথ ভেঙে
রাতজাগা প্রহরীর মতন জেগে থাকি,
অনুভব করি অচেনা এক শহর!!
চেনা শহরের অজানা অস্পর্শ মায়ায়
অভিমানের ঝোলায় আবেগ ফেরি করে বেড়াই!!

একটুকরো নিয়ন আলোয়
জেগে থাকে রাতের শহর,
উল্লাস থেমে যায় ব্যস্ত নগরীর
নেমে আসে রাতের নিরবতা, নিঃসঙ্গতা!!


চেনা শহরের প্রতিচ্ছবি!

পড়তে দারুণ লাগল কবিতাটি!!

শুভকামনা!!

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে প্রিত হলাম,,
গেম চেন্জার ভাই অনেক ধন্যবাদ...,

শুভ কামনা রইলো, ভালো থাকবেন,,

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো নীরব রাতের সাথে নিঃসঙ্গতার সাদৃশ্য।
খুব ভাল লিখেছেন। কবিতায় একবুক ভালোলাগা রেখে গেলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম,, ভালোবাসায় ঋণী হয়ে রইলাম!!
শুভ কামনা জানবেন, ভালো থাকবেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.