![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ
গত শক্রবার,
সাত সকালে প্যাডেল মেরে বেরিয়ে পরলাম দুর গন্তব্যের উদ্দেশ্যে অনেক দিন পর। শীতের সকালের বাই-সাইকেল রাইড, গন্তব্য আওরাখালি বাজার,কালিগঞ্চ,গাজীপুর। বেশির ভাগ সময় ব্যস্ত থাকি তাই খুব একটা ঘুরাঘুরি করতে পারি না। তাই ছুটির দিন সাইকেলে চড়ে বেরিয়ে পরি..!
ছবি-১
জায়গাটার নাম সুকুন্দিরবাগ, টংগীর পরে পূবাইল ইউনিয়নের শুরু। এখানে খুব সুন্দর পরিবেশ, নিরিবিল।।
ছবি-২
কূয়াশা আচ্ছন্ন আকাশে সূর্যোদয়, ছবিটা তোলার জন্য বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হয়েছে...!
ছবি-৩
জয়দেবপুর, হাড়িনাল বাজারের পরে জায়গাটার নাম হানকাটা, এখানে কুয়াশা দেখে সবাই একটু থমকে গেলাম। এরকম কুয়াশা শহরে দেখা যায় না। ক্যামেরা বন্দী করতে ভুল করলাম না!!
ছবি-৪
যেমন কুয়াশা তেমনি শীতের তীব্রতা এখানে।
ছবি-৫
সকাল ৯.৩০ মিনিটে তোলা তখনও আকাশ কুয়াশায় ঘেরা, সূর্যের মৃদু উকি..!
ছবি-৬
আমতলি বাজারে যাওয়ার পথের ব্রিজ, আশেপাশে কোন মানুষ জন নাই, তাই ব্রিজের নাম জানতে পারি নাই।
ছবি-৭
নদীটার নামও জানা হয় নাই, শীত মৌসুমে পানি কম।।
ছবি-৮
ছবি-৯
সম্মিলিতভাবে সবার ছবি নিতে পারিনি সবাই যে যার মত সামনে এগিয়ে গেছে।
ছবি-১০
দুপুর ১২ টার দিকে তোলা, তখন বিশ্বাষ হচ্ছিলো না যে এই রাস্তায় সাইকেল চালিয়ে এসেছি।।
সকল ছবি আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তোলা। গরীবের ডিএসএলআর নাই!!
খুব বিষ্মিত হয়ে শীত সকালের পরিবেশ উপভোগ করলাম!! বিশেষ করে হানকাটার এই জায়গাটায়! এখানে প্রায় ৯ টার দিকেও প্রচুর প্রচুর কুয়াশা, এরকম কুয়াশা শহরে খুজে পাওয়া যায় না। একটা সময় সাইকেল চালাতেও ভয় লাগছিলো, যত ভেতরে যাই রাস্তা তত কুয়াশা আচ্ছন্ন! সামনের পথ স্পষ্ট করে দেখা যায় না!! খুব দারুন একটা অভিজ্ঞতা সম্পন্ন বাই-সাইকেল রাইড!! তবে কোন বিপদ হয় নি, এরকম বাই-সাইকেল রাইডে ছুটি পেলেই বেরিয়ে পরি।।
সাদা মনের মানুষ ভাইকে ধন্যবাদ, কারন ছবিগুলো আপলোড করবো কিনা তাই ভেবে ভেবে দেরী করে ছবি ব্লগ টা পোষ্ট করলাম। উনার ঘুরাঘুরি দেশের বিভিন্ন প্রান্তে, তারপর ব্লগে ছবি পোষ্ট দেখে পোষ্ট করা মনোবল পেলাম
লেখায় ভূল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, কথাটা ঠিক বলছেন, শীতকাল বলে তো কথা...
শুভ কামনা জানবেন...
২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
রানা আমান বলেছেন: লেখা এবং ছবি , ভালো লেগেছে সবই ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে প্রিত হলাম,
শুভ কামনা জানবেন...
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
আহলান বলেছেন: বাহ ... নাইস তো!
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২
ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই জায়াগগুলো খুব সুন্দর
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সকল ছবি আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তোলা। গরীবের ডিএসএলআর নাই!!
সেম টু সেম কাউয়ার ছাওয়াল।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
ধ্রুবক আলো বলেছেন: সেম টু সেম কাউয়ার ছাওয়াল।
হাসি থামায়া রাখতে পারলাম না, হাহাহহা, দারুন বলছেন ভাই,
অনেক ধন্যবাদ, শুভ কামনা জানবেন।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: দুই নং ছবিট বেশি ভাল লেগেছে
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ ভাই,
ছবিটা তুলতেও বেশ সময় ক্ষয় হইছে, টাইমিং টাও মিল রেখে ক্লিক ব্যাস তোলা হয়ে গেলো।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: এই শীতে এককাপ চা হলে মন্দ হয়না। হয়ে যাক এক চুমুকএই শীতে এককাপ চা হলে মন্দ হয়না। হয়ে যাক এক চুমুক
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: আহ্! ভাই কি যে দরকার ছিলো, শীতের সকালে গরম চা অনেক ধন্যবাদ,
চা খাওয়ার দাওয়াত রইলো... দেখা হবে একদিন। চা খাবো একসাথে।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
সিনিয়ার মোফিজ বলেছেন: ভালো লেগেছে
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ...
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
ফটোডিক্টেড বলেছেন: চমৎকার শীতের সকাল। যদিও ছবিগুলো দেখে আমার শীত শীত করছে। শুভেচ্ছা রইলো।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
ধ্রুবক আলো বলেছেন: কি যে বলেন না ভাই, ছবি দেখেই শীত লাগছে!! হা হা হা ...
শীতের সকাল টা আসলেই খুব চমতকার হয়।
মন্তব্যে প্রিত হলাম, অনেক ধন্যবাদ।।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি গুলি দেখে এই দুপুরেও আমার শিত শিত লাগছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
ধ্রুবক আলো বলেছেন: ভাই যে কি বলেন, হাসি পায় হা হা হা , তবে এটা ঠিক ভাই ওখানে কুয়াশা আর শী খুব তীব্র।
এবং কথাটা সুন্দর বলেছেন, ছবিগুলো দেখলেও শীত শীত লাগে।।
শুভ কামনা জানবেন ভাই,, ভালো থাকবেন...
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি গুলি দেখে এই দুপুরেও আমার শিত শিত লাগছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব আনন্দিত হলাম, শুভ কামনা...
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর উপভোগ । শীতের সকাল, সুন্দর সকাল ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
ধ্রুবক আলো বলেছেন: সত্যি ভাই উপভোগ করার মতই, শীতের সকাল, সুন্দর সকাল । মন্তব্যে প্রিত হলাম
অনেক ধন্যবাদ, শুভ কামনা জানবেন, ভালো থাকবেন।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: কি সুন্দর সব ছবি !!!
চমৎকার লেগেছে
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকবেন, শুভ কামনা জানবেন..
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাদের ঘোরাঘুরি দলে আমাকে নিবেন !
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪
ধ্রুবক আলো বলেছেন: আপনি সব সময়ই আমন্ত্রিত...
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
শীতের সকাল ভীষণ মিষ্টি হয়
যদি সাথে রোদ থাকে !!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
ধ্রুবক আলো বলেছেন: শীতের সকাল ভীষণ মিষ্টি হয়
যদি সাথে রোদ থাকে !!
একদম নোস্টালজিক হয়ে গেলাম, ভীষণ সুন্দর একটা কথা বলেছেন। এরকম সুন্দর সকাল এই বাংলাদেশ ছাড়া আর কোথাও কি পাওয়া যাবে?? যাবে না...
মন্তব্যে খুব প্রিত হলাম, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
শুভ কামনা রইলো...
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
পা্রিসা বলেছেন: সব ছবিগুলােই অনেক সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রিত হলাম।
ভালো থাকবেন, শুভ কামনা রইলো,
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি !!! ভালো লেগেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, খুব আনন্দিত হলাম,,
শুভ কামনা জানবেন....
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
আখেনাটেন বলেছেন: ঢাকার ভিতরে তো আর শীত বলে আলাদা ঋতু নেই। তাই এই সুন্দর ছবিগুলো দেখে শীত শীত অনুভব করার চেষ্টা করছি। ভালো লেগেছে শীতের কুয়াশাজড়ানো ছবি।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব প্রফুল্ল হলাম, আসলেই ঢাকা শহরে এমন কুয়াশা আর শীত বলে আলাদা কোন ঋতু নেই।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন...
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০২
চিন্তক মাস্টারদা বলেছেন: কুয়াশার চাদরে আবৃত পরিবেশের অপরূপ দৃশ্য তুলে ধরায় অসংখ্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: আপানকেও ভাই অনেক অনেক ধন্যবাদ...,
শুভ কামনা জানবেন, ভালো থাকবেন,
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: কূয়াশা আচ্ছন্ন আকাশে সূর্যোদয় এর ছবিটা সুন্দর হয়েছে। জলের উপর সূর্যের প্রতিফলন দেখতে ভাল লাগছে।
হাড়িনাল বাজারের পরে গভীর কুয়াশাচ্ছন্ন হানকাটার ছবি দেখার সময় নিজেও বেশ শীত শীত অনুভূতি পেলাম।
সুন্দর ছবি ব্লগ। + +
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
ধ্রুবক আলো বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম, ছবি শেয়ার করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে...!
আপনার দেওয়া প্লাসে হৃদয় খুশিতে পূর্ন হলো!!
ভালো থাকবেন, শুভ কামনা রইলো....
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা অপরিসীম, ছবি ভালোলাগে তাই যতো ছবি দেখি মনটা ভড়েনা.......শুভেচ্ছা
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম,, বাংলার এই অপরুপ রুপ যথই দেখি মন ভরে না.....!!
অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো,
ভালো থাকবেন.....
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
ধ্রুবক আলো বলেছেন: আহা!! ভাই, কি দরকার এতো পানিয় আয়োজনের!!!
ধন্যবাদ ভাই, কোন একদিন একসাথে চা, ঠান্ডা সব পান করবো। ইনশাআল্লাহ্
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ সেই ইচ্ছেটা মনে পুষে রাখলাম
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
ধ্রুবক আলো বলেছেন: ইনশাআল্লাহ্
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
সাহসী সন্তান বলেছেন: বর্ননা এবং ছবি, দুইটাই খুব সুন্দর! শুভ কামনা জানবেন!
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব প্রিত হলাম, শুভ কামনার জন্য ধন্যবাদ,,,
আপনাকেও অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন....
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯
অ্যালেন সাইফুল বলেছেন: বাহ! বেশ ভালো লেগেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ।
শুভ কামনা জানবেন, ভালো থাকবেন....
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্ট ভাল লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন....
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
শীতের কুয়াশায় ভেজা সব ছবি ।
দ্বিতীয় ছবিটির দৃশ্যায়ন চমৎকার । অনবদ্য ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব প্রিত হলাম, শীতের কুয়াশা ভেজা সকাল একদম অন্যরকম আমেজ!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো ভালো থাকবেন.....
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
সামিয়া বলেছেন: ছোট ভাই(মনে হইতেছে ছোট ভাই) তোমার শুক্রবার বানান ঠিক কর।
ছবি ব্লগ ভালো হইছে , ওয়ান্ডারফুল।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভূলটা ধরিয়ে দেওয়ার জন্য আরও অনেক ধন্যবাদ....
শুভ কামনা রইলো, ভালো থাকবেন...
( ছোট ভাই হতে পারি আবার বড় ভাইও হতে পারি, এটা ব্যপার না!! )
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
শায়মা বলেছেন: বাহ!!!!!!!
কি যে সুন্দর !!!!!!!!!!
শীতের সকাল!!!!!!!!!!
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৫
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,,,,
শীতের সকাল আর ওই জায়গার পরিবেশ টা অসাধারন একদম....!
২৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ছবি এবং লেখনীতে দারুণ বিন্যাস।
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
ধ্রুবক আলো বলেছেন: অসংখ্যবার ধন্যবাদ,,
ভালো থাকবেন, শুভ কামনা রইলো...
৩০| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: বাহ চমৎকার শীতের সকাল.। দারুণ লাগলো কবি।। অনেক বছর এমন দৃশ্য দেখা হয় না।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১
ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ঢাকা শহরের ভেতরে এরকম সকাল কুয়াশা ঘেরা দেখা যায় না! গাজীপুরে এরকম শীতের সকাল অনুভব করার মত!!
ভালো থাকবেন,, শুভ কামনা রইলো।
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
খোলা মনের কথা বলেছেন: এমন সুন্দর মোমেন্ট শুধু গ্রামে থাকলে উপভোগ করা যায় ভালভাবে। আজ ৪ বছর আমি নিজেও এমন উপভোগ থেকে বঞ্চিত।
সুন্দর কয়টা ছবি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪
ধ্রুবক আলো বলেছেন: ঠিক বলেছেন, গ্রামে এত সুন্দর মোমেন্ট উপভোগ করা যায়।
অনেক ধন্যবাদ, শুভ কামনা।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১
জীবন সাগর বলেছেন: ভালই করেছেন ছবি পোষ্ট করে। আমরা অনেকেই নতুন জায়গা, বাংলার প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম।
আসলে সবারই উচিৎ নিজের আশপাশের পরিবেশ প্রকৃতি নিয়ে পোষ্ট করা। তাতে পুরো দেশ প্রকৃতির সাথে পরিচিতি হতে পারি।
আপনার ছবিগুলো স্মার্ট ফোনেও সুন্দর হয়েছে। মাঝেমধ্যে দেখাবেন প্রকৃতিরূপ, আশা এমনটাই
১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ,, বাংলার অপুরুপ সৌন্দর্য তুলে ধরে পরিচয় করিয়ে দেওয়া উচিত।।
মন্তব্যে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ,,,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন.....
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে ভ্রাতা... আমার দেশে যাবেন কয়ে যাবেন না! সাথে যেতুম
হা হা হা
পুবাইলের সাথে পুরা শৈশব জড়িত! কালীগঞ্জে তো নিজের ঠিকানা!!!!
ভাল লাগল ছবি পোষ্ট!
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনের বাড়ি কালিগন্জে যদি জানতাম, তাহলে সত্যি আপনাকে খবর দিতাম যাওয়ার জন্য। আপনি সাথে থাকলে আরও ভালো হতো।
যাই হোক ভাই আবার যদি যাই আপনাকে সাথে নিয়েই যাবো!!
ছবি পোষ্ট ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই।
শুভ কামনা রইলো ভালো থাকবেন
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৫
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর সব ছবি । ২ নং ছবিতে পানির মধ্যে সূর্যের প্রতিচ্ছবি বেশী ভাল লেগেছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম!!
আপনাকেও অনেক শুভ কামনা রইলো ভাই,, অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন......
৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লাগল।
আমি ব্লগে নতুন, পাশে আছি, পাশে থাকবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,,
ব্লগে স্বাগতম, শুভ কামনা রইলো...,
৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
ছবিতে যে কুয়াশা দেখা যাচ্ছে, উহা শুধু কুয়াশা, নাকি ধুয়া আছে সাথে?
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
ধ্রুবক আলো বলেছেন: না ভাই, খাটি কুয়াশা কোন ধোয়া নেই! দূষনের শহর থেকে দূরে, খোলা মেলা গ্রাম্য পরিবেশ তাই এতো কুয়াশা।
অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যে খুব খুশি হলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন...
৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল করেছেন ছবিগুলো পোষ্ট করে। সকালের কুয়াশা সাথে সুন্দর জায়গা দেখতে পেলাম।
সত্যিই নিরিবিলি মনে হলো জায়গাগুলো। ভালো লাগলো।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২
ধ্রুবক আলো বলেছেন: জায়গাটা মোটামুটি ভালোই নিরিবিলি খোলামেলা গ্রাম্য পরিবেশ।
মন্তব্যে খুব আনন্দিত হলাম,
শুভ কামনা জানবেন, ভালো থাকবেন...
৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
জুন বলেছেন: ধ্রুবক আলো ,
আমি বড্ড শীত কাতুরে । রোদ ওঠায় যা একটু আরাম পাচ্ছিলাম তাতে পানি ঠেলে দিল আপনার কুয়াশা ভেজা ছবিগুলো
আমিও বছরখানেক আগে এমনি এমনি ঘুরে এসেছি এ পথ দিয়ে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত । তবে সাইকেলে নয় অবশ্যই
এই পথে গিয়েছিলেন কি ?
ছবিগুলো ভালোলাগলো ।
+
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, শীতের দিন একটু শীত উপভোগ না করলে কিভাবে হয়, হা হা হা।
ঘোড়াশাল ব্রিজ অনেকদিন আগে গিয়েছিলাম, তবে আমিও সাইকেলে যাইনি গাড়িতে করে গিয়েছিলাম ।
আপনার স্মৃতী শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন...
৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: শীতকাল আমার খুব প্রিয়।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬
ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
শীতকাল আমারও ভালো লাগে, চারিদিকে কুয়াশা ঘেরা শহর এখন শীতে খুব কমই দেখা যায়, গ্রামাঞ্চলেই পুরো শীতটা উপভোভ করা যায়।
তবে আমার শরৎকাল খুব প্রিয়!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
জাহিদ অনিক বলেছেন: বাহ । বেশ সুন্দর । শীত ও কুয়াশার ছবি দেখয়তে ভালোই লাগে শীতকাল বলে কথা।