নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষার অনুনয়.....

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪



শীত বাড়ছে শৈত প্রবাহের বেগে
এই নিঃসঙ্গ সময়ে শুধুই অস্থিরতা,
কবিতার খাতায় জমছে শীত
শীত জমছে নির্ঘুম নিঃসঙ্গতায়‼
কুয়াশার মত অস্বচ্ছ অতীত
চোখ বুলিয়ে দেখা হয় অজস্রবার,
অসহনীয় এক যন্ত্রনার আত্মশীৎকার
কেবলই ক্ষত বিক্ষত করে দেয় অন্তঃশরীর, খুউব!!

কাল পাল্টালেই জেগে ওঠে শঙ্কা
দিন আসে রাত পোহায়
সময় বাড়ে, অনুভূতিরাও বদলে যায়
বদলায় কাল শীত, গ্রীষ্ম, বর্ষা...!

বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং,
তীব্রতর উষ্ণতায় হৃদয়ের দুর্দিনে
চৈত্রের প্রচন্ড রোদ্দুর খরা,
বুক শুকিয়ে আসে একাকিত্বে‼
শরীরে আচমকা লেগে যাওয়া
মাকড়সার জালের মতন;
মনে হয় সে আষ্টেপৃষ্ঠে লেগে আছে
তবুও, যেন থেকেও নেই!!

আজও বহন করি সেই উষ্ণ পরশ
শরীরের প্রাচীরে, দীর্ঘশ্বাসের নিরবতায়
কেমন যেন এক অসম অনুভূতি
কিছু কাল তো ছিলো তার আনাগোনা!!

ঝড়ো এক দমকা হাওয়ার বেগ
উড়িয়ে দেয় ধুলোবালি বসন্তের,
বৃষ্টির জন্য প্রচন্ড হাহাকার চারিদিক
কোথাও কোন স্বস্তি নেই; মনের গহীনে!
বৃষ্টিহীন দূর্দিনের মৃত কান্নার আবেগ
দূর আকাশে ধূসর মেঘের বিচ্ছিন্নতা,
প্রবল বর্ষনের প্রার্থনা তৃষ্ণার্ত হদয়ের
ভিজিয়ে দিয়ে যাবে কি, তার ঝরে যাওয়া স্পর্শ..?



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, লাইকে অনুপ্রানিত হলাম।
শুভ কামনা জানবেন....

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: আসলে কবিতা পড়ে মনের ভেতরে যে অনুভূতির সৃষ্টি হয় তা লিখে প্রকাশ করা আমার জন্য বেশ কঠিন। তাই শুধু ভাল লাগল ছাড়া আর কিছুই বলার থাকে না।
ভাল থাকুন কবি । আর এভাবেই আমাদের অনেক অনেক কবিতা উপহার দিতে থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

ধ্রুবক আলো বলেছেন: ব্যাপার না ভাই, পড়তে পড়তে এক সময় অনুভূতি সৃষ্টি হবে। ভালো লেগেছে জেনে এবং লাইকে খুউব অনুপ্রানিত হলাম।
অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন....

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

ভাবুক কবি বলেছেন: কবিতাকে ভালবাসি এটাই বলতে পারি আর কিছুই বলব না, ভাল লাগলো ।


আমি নতুন, আমার জগতেও স্বাগতম হে কবি।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসতে পারাটাই অনেক! কবিতা ভালো লেগেছে জেনে খুব প্রীত হলাম,
শুভ কামনা জানবেন। অনেক ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শীতের সুন্দর উপস্থাপন হয়েছে কবিতায়।

ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম!
শুভ কামনা জনাবেন, অনেক ধন্যবাদ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: বৃষ্টিহীন দূর্দিনের মৃত কান্নার আবেগ
দূর আকাশে ধূসর মেঘের বিচ্ছিন্নতা,
প্রবল বর্ষনের প্রার্থনা তৃষ্ণার্ত হদয়ের
ভিজিয়ে দিয়ে যাবে কি, তার ঝরে যাওয়া স্পর্শ..?


সুন্দর লিখেছেন!:)

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াজ ভাই, পাঠ, মন্তব্য ও লাইকে খুব অনুপ্রানিত হলাম,

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন.....,

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
শীতের দিন আরো গরম গরম কবিতা চাই!

খুব সুন্দর লিখেছেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাই, শীতে জমে গেছি!!
পাঠ ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন.....

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনি আমার ওখানে গিয়ে কিছুই বললেন না। কেন এরকম করলেন।
আমি আপনার মত লিখতে পারিনা তাই মনেহয়। তবে আপনার কবিতা
আমার খুব ভাল লেগেছে। ভালথাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

ধ্রুবক আলো বলেছেন: না ভাই এরকম আমি কখনোই মনে করি না। আপনার লেখা ছড়াও খুব সুন্দর।

কবিতা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, পাঠ ও মন্তব্যে আনন্দিত হলাম।
অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, পাঠ, মন্তব্যে ও লাইকে খুব অনুপ্রানিত হলাম...
প্লাসে কৃতজ্ঞ রইলাম,
অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম,
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা জানবেন...

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতির সাথে মানুষের মনের মিল আছে!

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১১

ধ্রুবক আলো বলেছেন: প্রকৃতির সাথে মানুষের মনের মিল আছে!
একদম ঠিক বলেছেন ভাই, প্রকৃতির সাথে মানুষের গভীর মিল রয়েছে!
মন্তব্যে খুব প্রীত হলাম,
শুভ কামনা জানবেন....

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৪

একজন সত্যিকার হিমু বলেছেন: অতি আধুনিক স্পটের কবিতা ।দারুন লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম,
আপনার মূল্যবান মন্তব্যে প্রীত হলাম, অনেক ধন্যবাদ ভাই,
শুভ কামনা জানবেন....

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: আজও বহন করি সেই উষ্ণ পরশ
শরীরের প্রাচীরে, দীর্ঘশ্বাসের নিরবতায়
- চমৎকার, ভাল লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ,,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন....

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন...
কবিতায় মুগ্ধতা... +++

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম....
শুভ কামনা রইলো, ভালো থাকবেন...

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২

অরুনি মায়া অনু বলেছেন: ঝাপসা অতীত কি তবে কুয়াশায় ঘেরা শীতের সকালের মত। সুন্দর লিখেছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: অতীত স্মৃতী গুলো কুয়াশার মতই ঝাপসা হয়, সবটা স্পষ্ট ভাসে না চোখে!!!

মন্তব্যে খুবই প্রীত হলাম, শুভ কামনা জানবেন.....

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

নিয়াজ সুমন বলেছেন: বাহ! চমৎকার!! সিক্ত হওয়ার অপেক্ষায় আছি...

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব প্রীত হলাম, অশেষ ধন্যবাদ,
শুভ কামনা জানবেন....

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর কবিতা; ছবিটিও সুন্দর! শীত গ্রীস্মের উপমায় জীবনের চমৎকার উপস্থাপনা।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম,, অনেক ধন্যবাদ!
শুভ কামনা জানবেন...

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

যবড়জং বলেছেন: সময় বাড়ে, অনুভূতিরাও বদলে যায়....।
ভালো লাগলো :)

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম, পাঠ ও মন্তব্যে প্রীত হলাম...
অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো, ভালো থাকবেন....,

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

সুবল চন্দ্র বর্মন বলেছেন: কবিবর, এখনো হাত পা শীতে হিম হচ্ছে। ভালই লাগল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: হুমম, পৌষের শীত বইছে,
আবার পাঠ ও মন্তব্যে খুব প্রীত হলাম, অশেষ ধন্যবাদ
ভালো থাকবেন, শুভ কামনা.....

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

নাসরীন খান বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ.. ভালো থাকুন

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




সব হাহাকার যেন এই একটি লাইনেই শীতের কুয়াশার মতো জড়িয়ে আছে কবিতার গায়ে ..............
...................।কিছু কাল তো ছিলো তার আনাগোনা!!
ঐ কিছু কালটাই সকল অস্বস্তির মাঝেও বড় বেশি স্মৃতি হয়ে রয় ।

ভালো লিখেছেন ।

( প্রতিক্ষার শব্দটি মনে হয় "প্রতীক্ষার" হবে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

ধ্রুবক আলো বলেছেন: ঐ কিছু কালটাই সকল অস্বস্তির মাঝেও বড় বেশি স্মৃতি হয়ে রয় ।
খুব সুন্দর মন্তব্যে খুব প্রীত হলাম, প্লাসে অনুপ্রানিত হলাম। অশেষ ধন্যবাদ
এবং সঠিক বানান টা বলে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে ইংলিশ টু বাংলা ডিকশনারি তে প্রতিক্ষা দেখলাম তাই লেখা।
শুভ কামনা জানবেন, ভাল থাকুন

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুবই মর্মাহত বিষয় টা নিয়ে, আপনার কবিতা এত বার কপি করছে, দেখে খুবই কষ্ট লাগলো।
ভাই একই অবস্থা আমিও পরছি, আমারও অনেকেই নিইয়ে এডিট করে চালিয়ে দিচ্ছে। কি বলবো আর এসব ঊদবাস্তদের কথা।
কবিতা ত বুঝেনা, আবার কবি হতে চায়।।
এদের কে ধিক্কার জানাই।।
ভাই এইজন্য লেখা লেখতেও মন বসেনা।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শামীম সরদার নিশু বলেছেন:

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর ভাইয়া।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০০

ধ্রুবক আলো বলেছেন: এই সুন্দর মন্তব্যে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ হৃদয় ভাই।

শুভ কামনা জানবেন...

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কেমন আছেন ?

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাই, ভালো আছি,

আপনি কেমন আছেন?!

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভালো .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.