নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

গ্রন্থমেলা ২০১৭ এবং আমার কিছু কথা পর্ব-১

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

বই মেলায় ঢুকেই সচারাচর আমি হুমায়ুন আহমেদের বই খোঁজার ধান্দায় থাকি। এরপর অন্যান্য লেখকের বই দেখি। নতুন লেখকের বই যদি পরিচিত কেউ বলে যে, এই লেখকটা নতুন উনার প্রথম একটা বই প্রকাশ হয়েছে তাহলে বইটা ক্রয় করি বা কেনার চিন্তা করি, এর মূল কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকা!! এবার বইমেলা থেকে আমি কয়টা বই কিনছি তা পরে বলছি! বই পড়ার অভ্যাস আমার ছোট বেলা থেকে যা সবারই থাকে। তবে আমি একটা বই যদি পড়া শুরু করি তাহলে তা অনেক সময় নিয়ে পড়ি, একটু গবেষণা করি, তাই আমার পড়তে অনেক সময় লাগে! আর এমনিতেও ব্যস্ত থাকা হয় যার কারণে বেশি পড়তে পারিনা।

এইবার বইমেলায় প্রায় নয় (৯) বছর পর গেলাম। যদিও অনেক সমস্যা ছিলো ব্যক্তিগত এবং আর্থিক, তারপরও গিয়েছি কারণ এবার যাওয়ার একটা ইচ্ছে জেগেছিলো। এর আরেকটা কারণ ছিলো, ব্লগার ভাই বোনদেরও বই প্রকাশ হয়েছে তাই, তবে বই কিনতে পারিনি। পকেট অনুমতি দেয় নাই।
তবে, আমাদের একজন সিনিয়র,বড় ভাইয়ের মতো, ব্লগার " খায়রুল আহসান " ভাইয়ের বইটা কিনলাম, প্রেমের একটি ফুল ফুটুক, শুস্ক হৃদয়েই।।


উনার লেখা নিয়ে যতটুকু বলবো ততটুকুই কম হবে, উনি খুবই ভালো একজন লেখক, ভালো একজন মানুষ। বইয়ের মূল্যায়ন করার বা পয়েন্ট রেটিং দেওয়ার মত পাঠক আমি এখনও হয়েছি কি না তা জানি না, তবে খায়রুল আহসান ভাইয়ের বইয়ের সমগ্র মূল্যায়ন যদি ১০ এ ১০ দেই, আমি আমার মনকে সান্তনা দিতে পারবোনা। বইটি খুব সুন্দর করে গোছানো সাজানো যা মনে দোলা দেবেই।
আর বাদবাকি ব্লগার ভাই বোনদের বই আস্তে আস্তে এক এক করে সংগ্রহ করে নেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।



চলবে.....

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


আনন্দিত করলেন; বই কিনতে হয় সামর্থের মাঝে, আপনি ঠিক আছেন সেদিক থেকে। ব্লগার খায়রুক আহসান সাহেবের যে সুনাম করেছেন, তাতে সারা ব্লগ উৎসাহিত হবে।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: আনন্দিত হয়েছেন জেনে ভালো লাগলো, আমিও চাই সবাই উৎসাহিত হোক, আরো অনেক ভালো লিখুক ।
আপনাকে অনেক ধন্যবাদ। কোনো একদিন আপনার বইও পাবো।
শুভ কামনা।

২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার বই মেলা গমন।
প্রিয় লেখকে গুণগান শুনেও মুগ্ধ হইলাম।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো, প্রিয় লেখককে নিয়ে ভালো কিছু লেখাও আনন্দের।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৪৪

জাহিদ অনিক বলেছেন: জাগৃতিতে একবার গিয়েছিলাম, বইটা দেখেছিলাম । কোন একটা কারণে কেনা হল না । আরো কয়েকটা বই কেনা হল না ।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: এখন না কিনেন, পরে কিনবেন, আমারও অনেক বই কেনা হয়নি। ইকোনোমিক ক্রাইসিস ছিলো।
যাই হোক, ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

৪| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:২১

মোস্তফা সোহেল বলেছেন: বই মেলায় যাওয়া হয়না ৬ বছর। যেতে খুব ইচ্ছে করলেও সময়ের কারনে যাওয়া হয়না। আমিও হুমায়ুনের বই খুজতাম আগে মেলায় গেলে । পাঁচটি বই কিনলে তার মধ্য হয়তো চারটি হুমায়ুন থাকতো

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো মিল আছে আপনার সাথে আমার, জেনে খুব ভালো লাগলো।
আসলে কেন জানি হুমায়ুন আহমেদের লেখা খুব টানে, আদৌ জানিনা।
আমি এমনি গাজীপুরের এদিকে ছোট খাটো বইমেলা হলে যাওয়া হয়, তবে অমর একুশে গ্রন্থমেলায় দীর্ঘ নয় বছর পর গেলাম।
ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো

লেখকের যে প্রশংসাটুকু আপনি করলেন বিশ্বাস করেন একজন লেখক কেবল এইটুকুন পাওয়ার জন্যই লেখেন!:) আপনার বেশ কিছু সীমাবদ্ধতা আছে! তবে আপনার সবথেকে বড় সম্পদ আপনার উন্নত মানসিকতা!:)


আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

শুভকামনা খায়রুল আহসান এর জন্য!:)

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

ধ্রুবক আলো বলেছেন:
আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো, আশা করি আগামীতে আপনার বই পাবো।

মন্তব্যে খুবই প্রীত হলাম ভাই, ভালো থাকবেন....

৬| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: খায়রুল আহসান ভাইকে অভিনন্দন জানিয়েছি আগেই।

আপনাকেও শুভেচ্ছা।

আপনি কি ঢাকার বাইরে থাকেন?

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই। আমি ভাই ঢাকার কাছাকাছি থাকি, গাজীপুরে।

৭| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: আপনার কিছু কথা জেনে ভালো লাগল।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রাণিত হলাম,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

৮| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্যস্ততার কারণে এবার বই মেলাতে যেতে পাড়িনি !!!

যাহোক শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান সাহেবের বই কিনেছেন জেনে ভালো লাগলো ।

আপনাকে অনেক দিন পরে ব্লগে পেলাম । আপনি কেমন আছেন ?

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: খায়রুল আহসান ভাইয়ের বই কিনতে পেরে আমারো খুব ভালো লাগছে।
ব্যস্ততার ভিড়েও এই আছি ভালোই।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই আমি গভীর দুঃখ প্রকাশ করছি আপনার এ অমূল্য পোস্টটিতে (আমার জন্য) এতটা দেরীতে মন্তব্য করছি সেজন্য। আসলে এ পোস্টটা আমি প্রথম দেখেছিলাম মাত্র দু'দিন আগে। সেদিন মন্তব্য লেখাও শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় বিজলী চলে গেল, লেখাও মুছে গেল। তার পর খেই হারিয়ে ফেলেছিলাম। আপনার উদারতার কাছে আমি হেরে গেলাম। এ অনিচ্ছাকৃত বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থী।
আমার এ ক্ষুদ্র প্রয়াস সম্পর্কে দু'চার কথা লিখে আপনি আমাকে সম্মানিত করে গেলেন। আর দশে দশ দিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।
আমার এ বই এর লেখাকে প্রশংসা করার জন্য যারা আপনাকে মন খুলে এপ্রিশিয়েট করেছেন, যেমন চাঁদগাজী, বিলিয়ার রহমান, বিজন রয় , শাহরিয়ার কবির প্রমুখ ব্লগারগণকেও তাদের উদারতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সকলের প্রতি শুভেচ্ছা রইলো......

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই যে কি বলেন, আমি জানি কিছু দিন আপনি খুব ব্যস্ত ছিলেন, দুঃখ প্রকাশ করার কোন প্রয়োজনই নেই ভাই।
অনিচ্ছাকৃত বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থী, আর ভাই এতটুকু না বললেও পারতেন। আমি তেমন বড় কিছুই করতে পারিনি, যেহেতু আপনি ব্লগে সিনিয়র একজন শ্রদ্ধেয় বড় ভাই সেহেতু এই এতো টুকু আমি করতেই পারি। আর আমার এ পোস্টে যারা এপ্রিশিয়েট করেছে তাদের সকোলকেও আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

১০| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: এর পরে আপনি গাজীপুর থেকে যখন ঢাকার দিকে আসবেন, আমাকে দয়া করে একটা ফোন দিবেন। আমার এই বইটাতে আমার ফোন নম্বর দেয়া আছে। আমি আপনাকে আমার গতবছরে প্রকাশিত "জীবনের জার্নাল" এর একটা সৌজন্য কপি উপহার দিতে চাই। আপনি যদি "শেওড়া" বাস স্টেশনে আসার আগেই আমাকে একটা ফোন দেন, তবে আমি কাউকে দিয়ে বইটা সেখানে পাঠিয়ে দেব। আপনি নেমে বইটা নিয়ে পুনরায় পরের বাসে চলে যেতে পারবেন। আর আমি যদি সে সময়ে বাসায় থাকি, তাহলে আপনি আমার বাসায় এসে নিয়ে গেলে আরও খুশী হবো।
পোস্টে ষষ্ঠ "লাইক"।

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনার প্রকাশিত " জীবনের জার্নাল " এর একটা সৌজন্য কপি আমাকে উপহার দিযে চান এতো আমার অনেক বড় সৌভাগ্য। অনেক কৃতজ্ঞ রইলাম।
আপনার কন্টাক্ট নম্বর আমার কাছে সংরক্ষণ করা আছে। ইনশাআল্লাহ্ যেদিন ঢাকা আসবো সেদিন আপনাকে অবশ্যই কন্টাক্ট করবো।

১১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটা আবার এসে পড়ে গেলাম। আবার আনন্দে আপ্লুত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। ব্লগে আসা হয় না। চাকুরীর ব্যস্ততা। সময় করে হয়ে ওঠে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.