নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

"সুপ্ত সাধ"

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩



মাঝে মাঝে ইচ্ছে করে
ফেসবুক আইডি ডিএক্টিভেট করে দিই;
এতো অযথা সংবাদ ভরা নিউজফিড
অহেতুক নোটিফিকেশন, আর ভালো লাগে না!

মাঝে মাঝে ইচ্ছে করে
সিম যুক্ত সেলফোনটা বন্ধ করে দিই চিরতরে;
এতো অপারেটর মেসেজ
আগন্তুক কলের আহবান, ভালো লাগে না!

মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
সন্ধ্যে রাতে বাড়ি না ফিরি;
শহুরে রাস্তায় হেটে বেড়াই ভালোবাসা ফেরি করি
বাড়ি ফিরতে হবে, ভাবতে ভালো লাগে না!

মাঝে মাঝে ইচ্ছে করে
ব্লগ বাড়িতে তালা ঝুলিয়ে দিই;
সব পুরোনো লেখা উঠিয়ে ফেলি
ব্লগিং ছেড়ে দিই, লিখতে ভালো লাগে না!


কবিতা সর্বস্বত্ব সংরক্ষিত
এবং এই লেখকের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত
এবং লেখা চুরি হলে একশন নিতে বাধ্য থাকিবো।

ছবি:- অন্তর্জাল।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

আবু আফিয়া বলেছেন: ভাল লাগলো, ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: প্রথম মন্তব্য রাখলেন, অনেক ধন্যবাদ।
খুব অনুপ্রানিত হলাম।

ভালো থাকুন সদা।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

ভালো থাকুন সদা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

বিলিয়ার রহমান বলেছেন: ব্লগ ছাড়ার কথা বলেছেন!!!

তাহলেতো লেখা সুন্দর হয়নি!!! হা হা হা!:)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ব্লগ ছাড়ার কথা ভাবি মাঝে মাঝে, আপনাদের কথা ভেবে ছাড়তে পারি না।

তাহলেতো লেখা সুন্দর হয়নি!! এই যে কথাখানি বললেন, আমি কি যে অনুপ্রানিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মত না B-)
আপনার মন্তব্যে পিলাচ ;)

খুব ভালো থাকুন, ফেলুদাগিরি চালিয়ে যান।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে । তবে ৩নং মন্তব্যের সাথেও একমত । :)

শুভকামনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।
৩নং মন্তব্যের সাথে একমত হয়েছেন, তা জেনেও খুব ভালো লাগলো। আসলে মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই সব, কিন্তু পারি না।
অন্তত আপনাদের সকলের ভেবে সরতে পারি না।

অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো থাকুন।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগিং ছাড়বেন কেনো ??

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: আসলে মাঝে মাঝে খুব ডিপ্রেশনে ভুগি, তাই শুধু ব্লগিং না এই ভার্চুয়াল জগত ছেড়ে দিতে ইচ্ছে করে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। প্লাসে প্রীত হলাম।
ব্লগিং ছাড়ছি না ।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

ওমেরা বলেছেন: সব কিছু রেখে মনটাকে ছেড়ে দেন ভাইয়া ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: মনটাকে ছাড়া অসম্ভব, যদি না মন আমাকে ছেড়ে চলে যায়।

অনেক ধন্যবাদ। প্লাসে প্রীত হলাম।

ভালো থাকুন সদা...

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



পৃথিবী এমনই ছিলো মোটামুটি, মানুষ এত তথ্য পেতো না; তথ্য পাওয়াতে কস্ট বেড়ে যাচ্ছে; পাকী আমলেও রোহিংগারা এসেছিল, মানুষ তেমন জানতো না।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

ধ্রুবক আলো বলেছেন: আসলেই, বেশি তথ্য বহুল হওয়ায় মানব জীবন আরো কঠিন হয়ে গেছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন সদা...

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: কবিতা সর্বস্বত্ব সংরক্ষিত
এবং এই লেখকের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত
এবং লেখা চুরি হলে একশন নিতে বাধ্য থাকিবো।


ভার্চুয়াল জগতে চোর ধরাই তো মুশকিল। চমৎকার লেখা, ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: তা ভাই ভালো বলেছেন। ভার্চুয়াল জগতটাই এমন।
লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম ভাই।

অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন সদা..

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: হাহাহা....মজার এবং ভালো হয়েছে।

তবে, ভুল করেও ব্লগ ছাড়ার চিন্তা কইরেন না......

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, প্লাসে প্রীত হলাম।

না, ব্লগিং ছাড়ছি না, তবে মাঝে মাঝে ছাড়তে ইচ্ছে করে। আপনারা সবাই আছেন তাই লেগে আছি।

ভালো থাকুন ভাই, সদা....

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:


নিজেকে খুঁজতে গিয়ে অনেক কিছুই ছাড়তে হয় হয়তো । কবিতা ভাল লেগেছে ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা কথা বলেছেন। নিজেকে খুঁজতে গিয়ে অনেক কিছুই ছাড়তে হয়। আসলে নিজের ভেতর লুকিয়ে থাকা মানুষটা খুঁজে না পাওয়া পর্যন্ত মানুষ খুব দ্বিধা গ্রস্ত।

কবিতা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত। অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সদা।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭

কানিজ রিনা বলেছেন: অন্তত এই কবিতাটা চুরি হইবেক না।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: দেখা যাক চুরি হওয়া কি না। তবে আপনার কথা সবক্ষেত্রেই সত্য হোক।

পাঠদান ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা সদা।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৭

মলাসইলমুইনা বলেছেন: হাই টেকের সাথে জড়িয়ে, পেঁচিয়ে যাওয়া আমাদের এখনকার জীবন ! এতো কখনোই আর আগের পাখির জীবনের মতো হবে না | তবুও এই ব্যস্ততার মাঝে, ক্লান্তির মাঝে ই জীবনটা খুঁজতে হবে | আমারও অনেক ক্লান্তি গুঁজে দিয়েছেন আপনার কবিতার লাইনে লাইনে | ধন্যবাদ নিন |

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

ধ্রুবক আলো বলেছেন: এই ভার্চুয়াল জগতে আমরা হয় টেকের সাথে জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়তই । খুব সুন্দর মন্তব্য রেখেছেন ভাই। আমাদের জীবন আর পাখির জীবনের মত হবে না! জীবন এখন অনেক ব্যস্ত।

আমারও অনেক ক্লান্তি গুঁজে দিয়েছেন আপনার কবিতার লাইনে লাইনে | আমার এই ক্ষুদ্র লেখায় আপনার এই গভীর অনুধাবন সত্যি আমাকে অনেক অনুপ্রানিত করেছে। অনেক ধন্যবাদ।

ভালো থাকুন সদা।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২

মিরোরডডল বলেছেন: bondho kora jabena. You have to share with us how you are feeling after doing all these:- )

Mon kharap theke eshob elomelo vabna. Don't be depressed. Life is beautiful.
kichudin age apnar ekti lekha manusher koto koshter kotha bolechen. Look at you. You're not one of them. You're blessed. Bari firte icche korche na? Not sure but may be no loving one is waiting for you at home. Once you'll find your love, you'll be the happiest person ever. So don't give up. Keep dreaming.

by the way nice photo

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই সুন্দর অর্থবহ মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।

আসলে ব্লগ হলো লেখালেখি আর নিজের অনুভূতি ইচ্ছে প্রকাশের মাধ্যম। শুধু ব্লগ নয় আরও মিডিয়া আছে।

মন খারাপ থেকেই এসব চিন্তা ভাবনা আসে। অনেক সময় নিজেকে হতাশ লাগে। রাতে শহরের রাস্তায় একা একা হাটি আর হাটি। একা একাই বেশিরভাগ সময় পার করি। তাইই বাড়ি ফিরতে ইচ্ছে করে না। জানি, জীবন অনেক সুন্দর।
Once you'll find your love, you'll be the happiest person ever. So don't give up. Keep dreaming.
স্বপ্ন দেখি, তবে তা বেশিরভাগ সময় ভেঙে যায়।

শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: মনে কত কিছুই তো ইচ্ছে করে। তবে দিন শেষে সব ইচ্ছে গুলোকে হয়তো চাপা দিতে হয়।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলেছেন। খুব ভালোও বলেছেন। আমাদের ইচ্ছে গুলো দিন শেষে চাপা দিতে হয়।

প্লাসে প্রীত হলাম ভাই। অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝে মাঝে সবারই মনে হয় এরকম হয়।

সব ছেড়ে দেই।

সব ভুলে যাই।

যা ইচ্ছে তা করি।

কিন্তু শেষ পর্যন্ত করা হয়না।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর বলেছেন ভাই, শেষ পর্যন্ত ইচ্ছে গুলো করা হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে পিলাচ!!!

ওয়াও!!!:)

ধইন্না ব্রোা! ;)

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ওয়েলকাম ব্রো :)

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
সন্ধ্যে রাতে বাড়ি না ফিরি;
শহুরে রাস্তায় হেটে বেড়াই ভালোবাসা ফেরি করি
বাড়ি ফিরতে হবে, ভাবতে ভালো লাগে না!

দারুন লিখেছেন। ++++++

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

ধ্রুবক আলো বলেছেন: কবিতার উদ্বৃতি দিয়ে মন্তব্য রেখেছেন খুব ভালো লাগলো। অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।

শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুপ্ত ইচ্ছেরা সুপ্তই রয়ে যায়...
নোটিফিকেশন আসতেই থাকে
ডিএক্টিভেট হয়না এফবি
ব্লগতো শরাবান তাহুরা ;) নিজে নাই হয়ে গেছে.. মাগার আসক্তি কবে কে ছেড়েছ? ;)

হা হা হা

ভাল লাগল +++

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: ব্লগতো শরাবান তাহুরা ;) নিজে নাই হয়ে গেছে.. মাগার আসক্তি কবে কে ছেড়েছ? ;)
আসলেই আসক্তি কে কবে ছেড়েছে!? এফবিও ডিএক্টিভেট করা হয় না, চলে যায় সংগীন।

লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন সদা..

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

জুনিয়ার ব্লগার বলেছেন:
কবিতা ভালো হয়েছে+

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত। অনেক ধন্যবাদ ভাই।

আপনার নিক জুনিয়র ব্লগার, কিন্তু একটা সময়তো সিনিয়র হবেন, হা হা হা...

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




কিছু সময় একঘেয়েমি লাগে ভার্চুয়াল লাইফ... আমরা একেই বলি আধুনিকতার হাতাশা...

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

ধ্রুবক আলো বলেছেন: একেই বলে আধুনিকতার হতাশা, ঠিকই বলেছেন ভাই।
ভার্চুয়াল লাইফ একঘেয়ে লাগে কিছু সময়।

অনেক ধন্যবাদ ভাই, মন্তব্যে অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা..

২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন: most of the time eka thakben na pls. tahole ekshomoi ar manush bhalo lagbe na
Be with people. Every single individual is a different world. Explore them.
I wrote about lonely soul the other day. If you get chance read that.

As per your today's writing whatever you wish to do just do it. Then you may feel better.
Specially walk all night long. Tomorrow is full moon. Let's enjoy!

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: Full moon can enjoy only in village. I walk only through the dark lights/ neon lights.
Moon light is awsome but darkness is a cure for mind, for me. ha ha ba..
My english lousy, just don't mind it.

Be with People, you are right. Most of the time I spend time in a crowd of unknown people. That's Called, a wave of man.

I will read your article.

You must these books, "ফাউন্টেনপেন" "বলপয়েন্ট" "জয় জয়ন্তী" হুমায়ুন আহমেদ স্যারের লেখা।

২২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: নিজেকে হারিয়ে খুঁজি ।
সত্যি বলতে কি ; আমাদের কে বেধে রেখেছে " মায়া "

লেখায় ভালোলাগা !!

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর বলেছেন আপু, আমাদেরকে বেঁধে রেখেছে মায়া।

লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

উম্মে সায়মা বলেছেন: ইশ সব ছেড়ে দিতে পারলে কত ভালো হত!
তবে ব্লগ তেমন খারাপ একটা জায়গা না। ব্লগ ছাড়া বাকি সব বাদ দিয়ে দিন #:-S

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

ধ্রুবক আলো বলেছেন: সব ছেড়ে গ্রামে চলে যেতে পারলে আরও ভালো হত।

ব্লগ আসলেই খারাপ জায়গা না, যদি সামু কর্তৃপক্ষ আরেকটু মনোজগ দিত সুযোগ সুবিধার দিকে।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
শুভ কামনা রইলো আপু, ভালো থাকুন সদা...

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার বিষণ্ণতা ভরা লেখাটুকুও ভালো লাগলো, শব্দের গাঁথুনি চমৎকার।




বিষণ্ণতায় ভরেছে মন, সবকিছুই লাগে যে কেমন
হৃদয়ের ঘরে সদা লেগেই আছে কষ্টের মহাপ্লাবন!

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর দু লাইনে মনের কথা ব্যক্ত করলেন, খুব ভালো লাগলো।
খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

তারেক ফাহিম বলেছেন: কত কী করবো ভেবে ভেবে সময় পার হচ্ছে, কাজের বেলায় ঠন ঠন।
ব্লগ ছাড়ছেন না, বাড়ীও যাওয়া বন্ধ করছেনা। হয়তবা ফেবু আইডি সাময়িক ডি-এক্টিভ করবেন।

লেখাগুলোতে তালা মারেন না হয় না জানি সতর্কবানিও চুরি না হয়!!

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: আসলেই আমরা ভাবি বেশি, কাজের বেলায় ঠনঠন।
বাড়ি না ফিরলে কি আর হবে, ব্লগ বাড়িও ছাড়া যাবে না। ফেবু ভালো লাগে না আর।

লেখা গুলোতে তালা মারার উপায় নেই, তাই চুরি যেন না হয় তাই সতর্ক বাণী দিয়ে দিয়েছি।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: সোশ্যাল নেটওয়ার্কের সমস্যগুলো সুন্দরভাবে কবিতার মাধ্যমে তুলে ধরছেন। ++++

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: এই মনের কিছু সুপ্ত বাসনা আর সোশ্যাল নেটওয়ার্কিং এর কিছু সুলভ সমস্যা তুলে ধরার চেষ্টা করা আরকি।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

নায়না নাসরিন বলেছেন: ভালোলাগা +++++++

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: এতো গুলো প্লাস মন্তব্যে দিয়েছেন খুব প্রীত হলাম। পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




মাঝেমাঝে সবকিছু ছেড়ে দিয়ে , তালা লাগিয়ে বানপ্রস্থে যাওয়াই ভালো । তাতে কোয়ালিটি রিফুয়েলিং হয় ।
সুন্দর হয়েছে ।

( মাঝে মাঝে কি সব যে ইচ্ছে করে , এমন ইচ্ছেগুলো নিয়ে একটা কবিতা আছে আমার । কোনও একদিন ব্লগে দেবো । )

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: মাঝেমাঝে সবকিছু ছেড়ে দিয়ে , তালা লাগিয়ে বানপ্রস্থে যাওয়াই ভালো । তাতে কোয়ালিটি রিফুয়েলিং হয় ।
খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই, খুব ভালো লাগলো। একটু ঘুরাঘুরি, আর একটু একা থাকলে কোয়ালিটি রিফুয়েলিং হয়।

আপনার মনের ইচ্ছে গুলো নিয়ে লেখা কবিতার অপেক্ষায় রইলাম।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা....

২৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

জাহিদ অনিক বলেছেন: সত্যি, সত্যি সত্যিই মাঝেমাঝে নিজেকে খুব লুকিয়ে ফেলতে ইচ্ছে করে

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: লুকিয়ে একটা অজানা অচেনা জায়গায় চলে যেতে ইচ্ছে করে। নিজেকে খুঁজতে খুব ইচ্ছে করে। ইচ্ছে গুলো পূরণ করতে ইচ্ছে করে।
আপনার মনের বাসনার সাথে মিল রয়েছে। খুব ভালো লাগলো।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা..

৩০| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+++

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, অনেক ধন্যবাদ। প্লাসে খুব প্রীত হলাম।

৩১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

কালীদাস বলেছেন: দারুণ, ম্যান :) সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি বলছি, ব্লগে সব কবিরা এরকম স্ট্রেইট ফরোয়ার্ড ভাষার কবিতা লিখলে আমার কাব্যভীতি অনেক কম থাকত।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: সবচেয়ে বড় কথা আমার এ কবিতা আপনার ভালো লেগেছে খুব অনুপ্রানিত ও প্রীত হলাম।
ব্লগে কবি ভাইয়েরা কাব্য সাধনায় অনেক পারদর্শী। মাঝে মাঝে আমারও উনাদের মত কঠিন কবিতা লিখতে ইচ্ছে করে।
সোজা ভাষায় লিখেছি এটা একদম নিজের মনের কিছু কথা আর কল্পনা। এই...

ভাই কবিতা পাঠ করতে থাকুন প্রতিদিন আপনার এই কাব্য ভীতি দূর হয়ে যাবে :)

অনেক শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ইচ্ছের বিরুদ্ধে হলেও থেকে যান আমাদের মাঝে।

আমারও এমন ইচ্ছে হয় কিন্তু সবশেষে ভেবে নেই "ছাড়াতো যাবেনা, কারণ মানুষের কোলাহল ছেড়ে ব হু দূ র একা একা থাকতে পারবো না। এ জগত আর জগতের মানুষগুলো ভালো হোক বা খারাপ হোক, সবশেষে এই জগতের এই কোলাহল নিয়েই তো আমার বেঁচে থাকা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

ধ্রুবক আলো বলেছেন: ইচ্ছের বিরুদ্ধে হলেও থেকে যাবো নিশ্চিত।

খুব একটা মন্তব্য রেখেছেন ভাই, এই জগতের কোলাহল নিয়েই তো আমাদের বেঁচে থাকা, একা আমরা কেউই থাকতে পারবো না।

অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত ও প্রীত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

শাহানাজ সুলতানা বলেছেন: খুব ভালো লাগলো একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো জেনে খুব অনুপ্রানিত ও প্রীত হলাম।

অনেক ধন্যবাদ, সময় নিয়ে কবিতা পড়েছেন,
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে আপনার "সুপ্ত সাধ" এর মত অনেকেরই সাধ হয়, তবে কেউ নীড় ছেড়ে চলে যায় না, ঝড়ে বিধ্বস্ত না হলে।
বাড়ী হোক শান্তির নীড়, একা একা পথ হেঁটে ক্লান্ত হয়ে ফিরে এলে সেখানেই যেন সুখ খুঁজে পান!
MirroredDoll এর মন্তব্যদুটো এবং আপনার প্রতিমন্তব্য ভাল লেগেছে।
কবিতা ভাল লেগেছে + +
@জাহিদ অনিক,
সত্যি সত্যিই মাঝেমাঝে নিজেকে খুব লুকিয়ে ফেলতে ইচ্ছে করে - মনে হয়, এ কথাটা দিয়ে আপনি অনেকেরই মনের কথা বলে ফেলেছেন।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

ধ্রুবক আলো বলেছেন: ভাই অনেক ধন্যবাদ, সময় নিয়ে কবিতা ও মন্তব্য গুলো পড়েছেন, খুব অনুপ্রানিত হুম। প্লাসে প্রীত হলাম। ভাই।

সবার মনেই এরকম সুপ্ত সাধ থাকে কিন্তু কেউই বোধহয় তা পূরণ করতে পারে না। সারাদিন সারারাত ভবঘুরের মত ঘুরে একা একা পথ হেটে শান্তির নীড়ে ফিরতেই হয়। এছাড়া আর কোনো উপায়।

জাহিদ অনিক ভাই সত্যি সে অনেকেরই মনের কথা বলে দিয়েছেন।

ভাই অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.