নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

গল্প: "অবেলায় বৃষ্টি"

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯



আজকেও ছাতা নিয়ে আসেননি! এভাবে বাসস্ট্যান্ডএ কতক্ষন দাঁড়িয়ে থাকবেন? বৃষ্টি তো আস্তে আস্তে বাড়ছে।

আসলে ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু অফিস থেকে নিয়ে আসতে ভুলে গেছি! কি করবো বলেন, একটা ব্রেইন কত কিছু মনে রাখতে পারে!?

মনে রাখতে না পারলে আক্কেল সেলামিও দিতে হয়। হা হা...

মেয়েটার হাসিটা খুব সুন্দর! যেন বিশ্ব সুন্দর হাসির প্রতিযোগিতা হলে সে নিশ্চিত প্রথম হবে, একদম নিশ্চিত।

সমস্যা খুব একটা হবে না বোধহয়!!

কেন??

আপনার ছাতা আছে না।

একদিন ছাতা শেয়ার করেছি, তাই বলে প্রতিদিন তো আর শেয়ার করতে পারি না। একটু মুচকি হেসে বললো।

কেন? কোনো নিয়ম আছে যে একদিন বিপদ থেকে উদ্ধার করলে আর করা যাবে না!

কি জানি, থাকতেও পারে! তবে মন ভোলা মানুষদের একটু আক্কেল গুরুম হওয়ার দরকার।

তা ভালো বলেছেন, তবে বাস এসে পড়লে আর চিন্তা নেই।

এখান থেকে কি সোজা বাসায় চলে যাবেন, নাকি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে?!

উত্তরা একটা ক্যাফেতে যাবো বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, পরে রাত দশটার দিকে বাসায় চলে যাব। ব্যাচেলর মানুষ বাসায় দ্রুত ফেরার তাড়া নেই।
আর আপনি..?
.

সেদিনও, এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো অবিরত। শাহবাগ বাসস্ট্যান্ডে অপেক্ষা করছি; বাসের জন্য।
এদিকে বৃষ্টি বাড়ছে, রাস্তা আরও জলাবদ্ধ হচ্ছে, জ্যামও প্রকট হয়ে উঠছে!! আর আমি অসহায়ের মত বৃষ্টিতে ভিজছি। অসহায় না বীরের মত, ছাতা না থাকলে কি আর করার! যাই হোক, বৃষ্টিতে ডরে না বীর..
ঠিক সেই মুহূর্তে খুব সুন্দর, একটা মেয়ে ছাতা উঁচিয়ে বাসস্ট্যান্ডে এসে দাড়ালো! ইদানিং দেখা মাত্রই সব মেয়েকেই সুন্দরী লাগে। আমি দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম।

মেয়েটা খুব বিরক্তি নিয়ে বললো, উফ্ফ অসহ্য বৃষ্টি, তার উপর রাস্তার অবস্থা দুর্বিসহ!

মনে মনে বললাম, ম্যাডাম বিরক্ত হয়ে লাভ কি? সহ্য করে যান। যেহেতু ঢাকায় বসবাস করেন!

কিছুক্ষন দাঁড়িয়ে থেকে মেয়েটা এদিক ওদিক তাকালো, বোঝা যাচ্ছে বাস আসছে কি না তা দেখছে।
হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, মিরপুর ১০ এর গাড়ি তো এদিক দিয়েই যায় তাই না!?

হ্যা, এদিক দিয়েই যায়। আপনি নিশ্চিন্তে অপেক্ষা করুন, সিগন্যাল ছুটলেই এসে পরবে।

ওহ, আচ্ছা আপনি তো ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।

কথাখানি শুনতে খুব কাব্যিক লাগলো, মনে হলো হৃদয় ছুঁয়ে গেলো...

তা ভিজছি, ব্যাপার না। ছাতা আনেনি ভিজতে তো হবেই!

আপনি আমার ছাতাটা শেয়ার করতে পারেন, সমস্যা হবে না ছাতাটা অনেক বড় আছে।

আমার কাছে এ এক স্বপ্নের মত মনে হলো, প্রথমে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না, এই শহরে এরকম কেউ হয় নাকি, তাও আবার একজন রূপসী মেয়ে ..!!

আমি একটু লজ্জিত ভঙ্গিতে বললাম, না না তার দরকার হবে না, ইটস ওকে! আর এ এমন কি আর বৃষ্টি...

আহহা, ভাই, বৃষ্টি বাড়ছে, ছাতাটা শেয়ার করছি, আপনি ছাতার নিচে আশ্রয় গ্রহণ করুন।

কি আর করার!? এরকম সুন্দর করে করা অনুরোধ ফেলতে পারলাম না!
দুজন অপিরিচিত মানুষ শাহবাগ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একই ছাতার নীচে! একি স্বপ্ন নাকি বাস্তব....!

আমি কৃতজ্ঞতা ভরে ধন্যবাদ জানালাম!

মেয়েটা আমাকে বললো, ভাইয়া আমি এখানে ঢাকায় নতুন, আগে যশোর থাকতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এ ভর্তি হয়েছি, আজকে প্রথম ক্লাস ছিলো।

ওহ, অভিনন্দন ও শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া, আচ্ছা মিরপুর ১০এর বাস আসলে আমাকে দেখিয়ে দিবেন।

কোনো চিন্তা করবেন না বাসের গায়েই লেখা থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন।

একটু চিন্তা মুক্ত হয়ে মেয়েটা বললো, ও আচ্ছা।

বলতে না বলতেই একটা বাস এসে পরলো, মেয়েটা কে বললাম, নিন উঠে পরুন বাসের সিটও খালি আছে।

মেয়েটা বাসে উঠবে এমন সময়, আপনি কোথায় যাবেন জিজ্ঞেস করতে তো ভুলে গেছি! আর বৃষ্টিতে ভিজে যাবেন তো।

ব্যাপার না, আমি উত্তরা যাবো। বাস এখুনি এসে পরবে। আপনি নিশ্চিন্তে সিটে বসে পরুন।

এরপর আস্তে আস্তে বাসটা সামনে চলে যেতে লাগলো, আমিও একটা বাস পেয়ে উত্তরার উদ্দেশ্যে উঠে পরলাম...

এভাবেই দুজনের পরিচয়; আসলে পরিচয় নাকি শুধু আলাপচারিতার মত কিছু! দুইদিন কথা হল, অথচ আমি মেয়েটার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি!!

.
আজকেও ঝিরিঝিরি বৃষ্টি অবিরত এই অবেলায়! অফিসের ছুটির সময়ও হয়ে গেছে। জানালার গ্লাস বৃষ্টির ছাটে ঘোলা হয়ে যায়। পরদিন সকালে আবার জানালা মোছা হবে। ঘোলা গ্লাস দিয়েই বাইরের বৃষ্টি মুখর পরিবেশ দেখছি। ভাবছি, মেয়েটার সাথে কি আজ দেখা হবে!? কি অপরূপ মেয়েটা, কি সুন্দর তার চোখ, তার কণ্ঠস্বর, তার কথা বলার ভঙ্গি! এক কথায় মায়াবী!

অফিস থেকে বের হলাম বরাবরের মতই ছাতা নেই হাতে। শাহবাগ বাসস্ট্যান্ডে এসে হাজির হলাম কুতকুত খেলার মতন টুকিটাকি লাফিয়ে লাফিয়ে, রাস্তায় কয়েক অংশ পানি জমে গেছে; কি আর করার! বৃষ্টিপাতের কোনো পরিবর্তন নেই; কমছেও না বাড়ছেও না।

কিছুক্ষন দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকালাম। মনে মনে ভাবছি দেরি হয়ে গেলো নাকি! মেয়েটার সাথে কি দেখা হবে না আজ, নাকি এসে চলে গেছে?!
বুকের বাঁ'পাশে একটা চিনচিন অনুভূতি অনুভব করলাম!
মনে শুধু একটাই কথা প্রতিদ্ধনি হচ্ছে, আজ কি দেখা হবে তার সাথে? সে কই..?

বিকেল অস্তগামী হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, রাস্তায় প্রতিনিয়তর জ্যাম বাড়ছে, ব্যস্ততা বাড়ছে আর আমার অপেক্ষাও বাড়ছে....

অগাস্ট ১৯, ২০১৭.
টঙ্গী, গাজীপুর।

.
*প্রিয় ব্লগার ভাই বোনেরা এই গল্পের সাথে বাস্তবের আদৌ কোনো মিল আছে কিনা তা আমার জানা নেই। যদি কেউ মিল খুঁজে পেয়ে থাকেন তাহলে এর জন্য নিজ দায়িত্বে দায়ী থাকিবেন

**আর ফেসবুক ও ব্লগ কপি-পেষ্টারদের বলছি, এইটা একটা একদম ফালতু গল্প, এরকম ফালতু বাজে একটা গল্প কপি করে নিজের নামে চালিয়ে দেয়ার কোনও মানেই হয় না!


লেখা সর্বস্বত্ব সংরক্ষিত।
ছবি :- অন্তর্জাল।

মন্তব্য ৫৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মলাসইলমুইনা বলেছেন: কি করলেন ! এই গল্পটা আরো ক'বছর আগে লিখবেন না | তাহলে বর্ষা বাদলের দিনগুলোতে ঝুম ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে ইউনিভার্সিটির আমাদের "শ্রাবন" নামের বাসটাতে উঠার জন্য অপেক্ষা করতাম ! ইউনিভার্সিটিতেতো কেউ চার বছরের পড়া দুদিনে শেষ করে অদৃশ্য হতে পারতো না ? তার মানে একটা ভালোবাসার চান্স ছিল ! আজ মেঘলা সকালে আপনার লেখাটা পড়তে খুব ভালো লাগলো | অনেক ধন্যবাদ নেবেন |

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম।

ভাই, আগে জানলে ক বছর আগেই লিখতাম। ভালোবাসার চান্স এখনও আছে, দেখুন কোনো বাসস্ট্যান্ডে নয়তো কোনো দাওয়াতের অনুষ্ঠানে দেখা হয়ে যেতে পারে।
আজ মেঘলা সকালে আপনার লেখাটা পড়তে খুব ভালো লাগলো | আমার এই ক্ষুদ্র লেখা আপনার হৃদয়ে দোলা দিতে পেরেছে, জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ও অভিনন্দন জানবেন।

আচ্ছা আপনি আমেরিকা প্রবাসী!?

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

‘‘‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাও তুমি””..... :) আজকাল পোলাপানেরা মেয়ে মানুষের বিপদ পড়া দেখলেই, তাদেরকে একটু বেশি পর-উপকারীর ভূমিকায় দেখা যায়। =p~


গল্প ভাল লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: গল্প ভালো লেগেছে, জেনে খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।

এই সমাজে এটা এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে, মেয়ে মানুষ বিপদে পড়লে যুবক স্মার্ট ছেলেদের পর-উপকারী ভূমিকায় দেখা যায়। ;)

শুভ কামনা জানবেন ভাই।

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:০২

সুমন কর বলেছেন: আহা.......বাস্তবে এমন হবে না !! ;)

বর্ণনায় প্লাস।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: আসলেই ভাই, বাস্তবে এমন কোনোদিন হবে না!! :(

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই। প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো ভাই।

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


হাতে খড়ি, নাকি আগেও গল্প টল্প লিখেছেন?

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

ধ্রুবক আলো বলেছেন: আসলে ভাই হাতে খড়ি না। লিখি কিন্তু পোষ্ট করি না। আর এর আগে একটা গল্প পোষ্ট করেছিলাম, "মায়ের জন্য" আপনার খুব ভালো লেগেছিলো। নিশ্চিত মনে আছে আপনার!!


মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
শুভ কামনা রইলো ভাই।

৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

মলাসইলমুইনা বলেছেন: জ্বী | অনেক বছর |

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: তাহলে তো বেশ। অনেক সময় পার করে ফেলেছেন, এখন তো বোধহয় সেটল হয়ে গেছেন ওখানে।

৬| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

এফ.কে আশিক বলেছেন: ভালোই লেগেছে...

শুভ কামনা...

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম । অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

ওমেরা বলেছেন: গল্প ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

গল্প ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।।

শুভ কামনা রইলো, ভালো থাকুন।

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: সিনেমাটিক হলে গল্প আরো দূর যেতো । বাস্তবতা হলে আপনার গল্প পর্যন্তই ঠিক আছে ।ভালো লাগল গল্পটা ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু। গল্প ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

আসলে সিনেমাটিক বা বাস্তব সেটা জানি না, মাথায় আসলো লিখে রেখেছিলাম। হ্যা সিনেমাটিক হলে গল্পে আরও প্যাচ লাগতো।

শুভ কামনা রইলো, ভালো থাকুন।

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:২৪

নীহার দত্ত বলেছেন: আহা রুমান্টিক, তবে ভাল ছিল

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আহা রুমান্টিক সে কিন্তু ভালো বলেছেন। কিন্তু বেশি রুমান্টিক পর্যায়ে যাইতে দেই নাই।

গল্প ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।
শুভ কামনা রইলো। ভালো থাকুন।

১০| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো ভাই, কি সুন্দর করে লেখেন আপনি! অথচ চোরেদের ভয়ে লেখা পোষ্ট দেন না।
না এটা মানতে পারছি না। লিখবেন আর আমাদের সাথে সেই সব লেখা শেয়ার করবেন।
জানি নিজের লেখা চুরি হলে খারাপ লাগে। কিন্তু তাই বলে নিজের লেখা অন্যর কাছে পৌছে না দিলে লেখার আর স্বার্থকতা কোথায়?
অনেক ভাল থাকুন।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: কি সুন্দর করে লেখেন আপনি!
আপনার এই উচ্চ প্রশাংসায় খুবই অনুপ্রানিত ও প্রীত হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।

আসলে লিখি প্রায় সময়ই কিন্তু ব্লগে লেখা দিতে এখন খুব একটা ইচ্ছে করে না। লেখা চুরির ব্যাপারে একটা শক্ত পদক্ষেপ যদি ব্লগ কর্তৃপক্ষ নিতো তাহলে খুব ভালো হতো।

নিজের লেখা অন্যর কাছে পৌছে না দিলে লেখার আর স্বার্থকতা কোথায়? তা ভাই কথাটা অনেক দামি বলেছেন। অনেক ধন্যবাদ ভাই,
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

১১| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: very short Story.

Well.

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

ধ্রুবক আলো বলেছেন: সবাই বড় গল্প পড়তে চায় না তাই ছোটই লিখলাম।
অনেক ধন্যবাদ ভাই। মন্তব্য ও পাঠদানে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন।

১২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । ++++++++

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

ধ্রুবক আলো বলেছেন: এতো গুলো প্লাসে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

ভালোলাগলো রেখেগেলাম

পোষ্টে +

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। খুব প্রীত ও অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: আফনের এই গল্পে চৌদ্দ নম্বর এবং ব্লগিং ক্যারিয়ারের ২০০৭ নম্বর কমেন্ট খানা করে গেলাম মেয়াবাই!:)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মেয়াবাই। এই গল্পে চৌদ্দ নম্বর এবং ব্লগিং ক্যারিয়ারের ২০০৭ নম্বর কমেন্ট করেছেন। আন্তরিক অভিনন্দন জানাই।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: বিদ্র

২০০৮ নম্বর ........

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ২০০৯ নম্বর........।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানবেন।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

বিলিয়ার রহমান বলেছেন: ১৬ নম্বর কমেন্টা ছিলো ব্লগে আমার ৫০০০ তম কমেন্ট!


ইতিহাসে আফনেরে অমর করে গেলাম মেয়াবাই!:)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

ধ্রুবক আলো বলেছেন: ৫০০০ তম কমেন্ট এইযে ইতিহাসে অমর করে গেলেন খুব প্রীত ও অনুপ্রানিত হলাম।
আহ্ আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস বইয়ের পাতা উল্টালে জানতে পারতো, তাহলে চির জন্ম গর্বিত বোধ করতাম।

মেয়াভাই অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা...

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

প্রথমকথা বলেছেন: খুব স্বচ্ছ সুন্দর পরিপাটি লেখা, পড়ে মুগ্ধ।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

ধ্রুবক আলো বলেছেন: পড়ে মুগ্ধ হয়েছেন জেনে খুব অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: গল্প ভালো লাগল। ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

ধ্রুবক আলো বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে জেনে খুব অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আগামীকাল দেখা হলে গল্পের বাকীটা পাবো মনে হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

ধ্রুবক আলো বলেছেন: কি জানি আর দেখা হবে কি না! কে জানে?

মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো। ভালো থাকুন।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

কালীদাস বলেছেন: ভাল লাগে এরকম টুকরো ঘটনার উপর লেখা ছোট গল্পগুলো। ভাল লেগেছে পড়তে। চাইলেই চরম লুতুপুতু কিছু একটা করে ফেলতে পারতেন, করেননি বলে ধন্যবাদ B-)

@ মলাসইলমুইনা: মজা তো! আমিও শ্রাবণের একটা রুটের রেগুলার ইউজার ছিলাম :)

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

ধ্রুবক আলো বলেছেন: কালিদাস ভাই আপনার উপস্থিতি সত্যি প্রেরণা মূলক। গল্প ভালো লেগেছে জেনে ও প্লাসে খুব প্রীত হলাম। অনেক ধন্যবাদ।
যতটা পেরেছি চেষ্টা করেছি একটু রহস্য রাখতে, যেন সবার পড়ে ভালো লাগে।

অনেক শুভ কামনা রইলো ভাই। ভালো থাকুন সদা....

২৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো,




সুন্দর গল্প হয়েছে ভালোলাগার বৃষ্টিতে ভিজে ভিজে । তবে "শেষ হইয়াও হইলোনা শেষ" এমন করে লেখাতে লেখকের মুন্সিয়ানারই দেখা মিললো ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আপনার উপস্থিতি সত্যি প্রেরণমূলক। খুব সুন্দর মন্তব্য করেছেন ভাই, খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

লেখাতে লেখকের মুন্সিয়ানারই দেখা মিলল
অস্থির ভালো লাগলো ভাই কথাটা, আমি পড়েই হেসে ফেলেছি। শেষ হইয়াও হইলোনা শেষ আসলে শেষে সাসপেন্স রাখলাম যেন পাঠক মনে যেন লেখাটা আকর্ষণ জাগায়।

কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: গল্প ভাল লেগেছে। ধীরে ধীরে আপনার লেখার হাত খুলছে।
গল্পে ভাল লাগা রেখে গেলাম + +

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুব খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।
ধীরে ধীরে লেখার হাত খুলছে, এই যে একটা অনুপ্রেরণা সত্যি খুব কৃতজ্ঞ র'লাম।

গল্পে ভালো রেখে গেছেন, খুবই ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো। ভালো থাকুন সদা।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

অলিউর রহমান খান বলেছেন: ভাই বাস্তবে ও এমন হয়। আমি এর জলন্ত সাক্ষী।
গল্পটা আমার বিষণ ভালো লেগেছে তবে আবার
দেখা করতে পারতেন।
-এমন সুন্দর মনের মেয়ে এখনো আছে ভাই, আমি পরিচিত না হলে বুঝতে পারতাম না।
আমার সাথে এক এমনি মেয়ের দেখা হয়েছিলো যার কথা এখানে সংক্ষেপে বর্ননা করা
সম্ভব নয়। শুধু বলবো আপনার গল্পের সাথে আমার দেখা মেয়েটিপ পুরোপুরি মিল।
-গল্পের মেয়েটির মতো কি মিষ্টতা তার কন্ঠে! মনে হয় জন্মথেকে মধু খেয়ে বড় হয়েছে। কি অপূর্ব তোর চাহনি! কি সুন্দর তার
ব্যবহার! কি যে সুন্দর তার হাসি!

-তাকে নিয়ে আমি ২ লাইনের একটি কবিতা লিখেছিলাম,
“তোমার হাসি মাখা মুখটা এতই পবিত্র,
ভোরের কুয়াশায় ভেজা সুন্দর ফুলের মতো।”

ধন্যবাদ ভাই। বেশ ভালো লাগলো আপনার গল্প।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভাই বাস্তবে ও এমন হয়। আমি এর জলন্ত সাক্ষী।
গল্পটা আমার বিষণ ভালো লেগেছে তবে আবার দেখা করতে পারতেন।

জেনে খুব ভালো লাগছে যে আমার এই গল্প বাস্তবেও এমন হয়েছে। আর আপনি এর জ্বলন্ত সাক্ষী জেনে আরও বেশি ভালো লাগলো। যাক ভাই, গল্পটা কারও জীবনের সাথে মিলে গেলো, শুভ কামনা রইলো আমার আপনার জন্য।
আর ভাই আমার দেখা করার আর সুযোগ নেই। কারণ এই গল্পটা আমি সম্পূর্ণ কল্পনা করে লিখেছি। বাস্তবে এরকম আমার সাথে ঘটেনি।
আপনার তাকে নিয়ে লেখা কবিতার লাইন দুটো খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
-গল্পের মেয়েটির মতো কি মিষ্টতা তার কন্ঠে! মনে হয় জন্মথেকে মধু খেয়ে বড় হয়েছে। কি অপূর্ব তোর চাহনি! কি সুন্দর তার
ভাই আপনি তো গভীর প্রেমে গেছেন মেয়েটার, অনেক শুভ কামনা রইলো। আপনার আবার দেখা হোক তার সাথে, স্ট্রেট কাট বলে দিবেন ভালোবাসার কথা।

অনেক ধন্যবাদ ভাই, মন খুলে মন্তব্য রেখেছেন, কৃতজ্ঞতা জানবেন।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

নূর-ই-হাফসা বলেছেন: অলিউর ভাইয়ের সাথে পুরোপুরি মিলে গেল আপনার গল্প । বাহ ভালো তো ।
লেখক বৃষ্টির দিনে এই গল্পটা বেশ ভালো । তবে এটা আগেই পড়েছি । নতুন গল্প ভেবে এসেছিলাম

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, গল্প পড়েছেন, ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।
অলিউর ভাইয়ের সাথে পুরোপুরি মিলে গেল, আসলেই এখানে কিছুটা হলেও গল্পের সার্থকতা।

অনেক ধন্যবাদ আপু, শুভ কামনা রইলো।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

অলিউর রহমান খান বলেছেন: ভাই সত্যি বলতে, এমন একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিলো আমেরিকায়। ওর বয়স ১৫ এবং আমার ২৫।
ভাই একদিন স্ট্রেট কাট একটি পোষ্ট দিয়ে দিবো আপনার জন্য এ সম্পর্কে। বৃষ্টিতে ছাতা ধরেনি এসে যদিও তবে গল্পের নাইকার চেয়েও সুন্দর ছিলো তার আচার-ব্যবহার থেকে শুরু করে সব কিছু। আসনে গল্পের চেয়ে ও জীবন কখনো কখনো সুন্দর হয়ে উঠে।
ধন্যবাদ ভাই, দুটো লাইন থেকে আর বেশী লেখতে চাইনি।
আর ভাই আমি লিখা লিখিত দক্ষ নই, এ জন্য গল্পটি আমি ফুটিয়ে তুলতে পারবোনা।

আপনার পোষ্টি চমৎকার লেগেছিলো।
অনেক শুভেচ্ছা রইলো ভাই।

নূর-ই-হাফসা আপু, জ্বী। সব দিকে দেখে একরকম ছিলো না কিন্তু নাইকার চরিত্রের সাথে পুরোপুরি মিল।
আমি যদি আপনাদের মতো গল্প লিখতে পারতাম তখন দেখতেন মানুষ অনেক সময় গল্পের চেয়েও সুন্দর হয়। আমি গল্প লিখতে পারলে তা প্রমাণ করাতাম নিশ্চিত।

ধন্যবাদ আপু,
শুভেচ্ছা রইলো।
-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.