নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রত্যয়ে সামু\'র পথ চলা

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

সামু মুক্ত হয়েছে বেশ কয়েক দিন পার হয়ে গেছে। এটা খুব খুশির একটা সংবাদ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ আট/নয় মাস (ভুল হলে মাফ করবেন) পর নির্ভেজাল ভাবে ব্লগে ঢুকতে পারছি। একটা প্রবাদ আছে, "সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে"
চক্রান্ত করে না রাগারাগি করে সরকার প্রশাসন কর্তৃপক্ষ সামু কে ব্লক করে রেখেছিলো! দীর্ঘ সময় ব্লগ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম সবাইই। তবে চাঁদগাজী ভাই সব সময় একটিভ ছিলেন, উনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। অনেকেই ভিপিএন দিয়ে প্রবেশ করে ব্লগে লেখা দিয়েছেন, একটিভ থেকেছেন, এটা হলো ভালোবাসা।
ব্লগে পরিচিত মুখ সহজেই দেখা পাচ্ছি এটা বেশ আনন্দের, যদিও আমি খুব একটা উপস্থিত থাকতে পারছি না, কর্মজীবন নিয়ে বেশ ব্যাস্ত।
কি লিখবো আসলে বুঝতে পারছি না। দীর্ঘদিন পর ব্লগে লিখছি।
ভেবেছিলাম ব্লগে আর লেখা দিবো শুধু পাঠ করে যাবো কিন্তু কথা রাখতে পারলাম না।

মিষ্টি মুখ তো যেকোনো সময় করাই যায়!



ব্লগ এখন উন্মুক্ত এটা হলো সবচেয়ে খুশির খবর। গোছালো লেখা লিখতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত।
যাই হোক, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে; চাঁদগাজী ভাইয়ের বাসায় সবার দাওয়াত স্থানীয় সময় পরে জানিয়ে দেয়া হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সত্যের বিজয় সবসময়ই হয়; এই বিশ্বাস ছিল হৃদয়ে

মিষ্টির জায়গায় যদি পেয়াজ রাখা হতো, তবে চাঁদগাজী ভাইয়ের বাসায় নিমন্ত্রণে যাওয়ার চিন্তা করা যেতো ;)


ভালবাসা জানবেন।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ভালবাসা জানব...
সত্যের বিজয় সবসময়ই হয়; এই বিশ্বাস ছিল হৃদয়ে। আমারও একই বিশ্বাস ছিলো তাই।

গাজী ভাই নিরাশ করবেন না। পেয়াজ মরিচ সব পাওয়া যাবে B-)

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আমিও কি লিখবো ভেবে পাই না, এটা ব্যাপার না, ভাবনা হঠাৎ হঠাৎ ধরা দেয় তখনই লিখে ফেলতে হয় তবে ব্যস্ততার কারণে সেটা সব সময় সম্ভব নাও হতে পারে। অনেক অনেক শুভেচ্ছা।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: তারেক ভাই, ধন্যবাদ মুল্যবান পরামর্শের জন্য। কৃতজ্ঞতা জানবেন।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট। তোমাকে পেয়ে আবার
ভালো লাগছে

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: কৃতজ্ঞতা রইলো। আপনাদের সবাইকে ব্লগে পেয়ে আমারও খুব ভালো লাগছে।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আগমন শুভেচ্ছা স্বাগতম । চাঁদ গাজী দাওয়াতের অপেক্ষায় থাকলাম । :)

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০

ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাই নিরাশ করবেন না, আমি নিশ্চিত।

আন্তরিক শুভেচ্ছা রইলো।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: মিষ্টি খাওয়া খাওয়ি অনেক হয়েছে। এখন ঝাল কিছু দেন।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: ঠিক আছে ভাই আপনার কথা যথা আজ্ঞা

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: নিজের লেখা নিয়ে ব্লগে আপনার প্রত্যাবর্তনে অনেক প্রীত হ'লাম। লিখতে সময় না পেলেও, মাঝে মাঝে ঢুঁ মেরে আমাদের লেখা পড়ে যাবেন, এতেও অনেক আপডেটেড থাকতে পারবেন।
শুনেছি, চাঁদগাজী সাহেব মাঝে মাঝেই দেশে আসেন। আগামীবারে যখন তিনি আসবেন, তখন আপনার এই দাওয়াতের ব্যাপারটা তিনি স্মরণে রাখবেন বলে আশা করি।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনার উপস্থিতি যেন ব্লগের সবচেয়ে উজ্জ্বল, আদর্শবান একজন নক্ষত্রের উপস্থিতি। আপনি আছেন আর সকলে যখন আছেন ফিরে না এসে তো আর উপায় নেই। ব্লগ এখন মুক্ত আশা করি পাঠ পতিক্রিয়ায় সময় দিতে পারবো।

আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা রইলো সব সময়। সদা সুস্থতার জন্য দোয়া।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

জাহিদ হাসান বলেছেন: সামু বন্ধের সময়ে খুব কষ্টে ছিলাম।

৮| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন: অনেকদিন পর দেখলাম এখানে

৯| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বে হলেওমিষ্টি খেয়ে গেলাম ।
চাঁদগাজী দাওয়াত প্রসঙ্গ কতটুকু এগোল ?
অনেক শুভেচ্ছা রইল

১০| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অভিনন্দন নিন। অনেক বেশি দেরি কি হয়ে গেল ? মিষ্টি কি শেষ ?

১১| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন:

করোনার এইদুর্যোগকালীন সময়ে আশা করি ভাল আছেন ।
ঈদের শুভেচ্ছা রইল

১২| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:৩৮

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল

১৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

ফয়সাল রকি বলেছেন: নতুন পোষ্ট দিতে পারেন।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২

মিরোরডডল বলেছেন:


ধ্রুব যে ! অনেকদিন পর দেখছি এখানে । কি অবস্থা ? বাবা কেমন আছে এখন ?


১৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন ধরে আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না। কেমন আছেন?
আশাকরি, নতুন পোস্ট নিয়ে ফিরে আসবেন খুব শীঘ্রই।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাঝে মইধ্যে যেহেতু আসতাছেন, তো পোস্টান না কেরে?

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনি কেমন আছেন? ব্লগটা ছেড়ে কি একেবারেই চলে গেলেন?

০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

ধ্রুবক আলো বলেছেন: ব্লগ ছেরেই দিছি বলা যায়। আপনাদের মায়া ভালোবাসা ছেরে যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.