নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই।

ধ্রুবরাজ

মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।

ধ্রুবরাজ › বিস্তারিত পোস্টঃ

কিছু অমীমাংসিত সত্য

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

‎[[একটা বিদঘুটে পোস্ট! জানি অনেকের মনেই হয়ত কষ্ট দিবে। কিন্তু তারপরেও কিছু বলা উচিৎ, তাই বলছি।]]



কোন এক সময় ছিল যখন ঢাকা কলেজ বললে আর ভাড়া দেওয়া লাগতো না বাস এ, দিলেও হাফ! এরপর আরেকটু পর দেখলাম বাসে জগন্নাথ,কবি নজরুল কলেজের ছাত্রদের হাফ ভাড়া কাটা হচ্ছে। কেন তা মনে হয় বুঝতেই পারছি... আমরা কি ছাত্র নই? কেন আমাদের হাফ পাস দেওয়া হবে না? ব্যস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নের সম্মুখে শেষ মেশ বাসে বলা শুরু হল, ঢাকা ভার্সিটি, জগন্নাথ, কবি নজরুল... আমি বাবা ছা পোষা মানুষ, তাই জগন্নাথ এর নাম ভাঙিয়েই বরাবর হাফ ভাড়া দিয়ে আসছি। আর তোহ কোন উপাই নেই তাই।

কিন্তু কয়েকদিন ধরে যা দেখতেছি তাতে সেই দিন আর খুব একটা বেশি নয় যখন বাসে উঠে বলতে হবে,"মামা, শিবির আছি... হাফ কাইটো!"

সবার ছাত্রত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে না? এই দৃশ্য দেখার আগেই কি মনে হয় না কিছু করা উচিৎ?

নাকি সেই ভাল সেই ভাল...

শিবির হয়ে যদি হাফ ভাড়া দেওয়া যায়, গার্ল ফ্রেন্ডকে এক প্যাকেট মুড়ি কিনে দেওয়া যায়... তবে শিবির ভাল!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

শূন্য পথিক বলেছেন: :P :P

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

নিশাচর্‌ বলেছেন: ভাই বুজ্ছি, আপনে অনেক ফানি।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ধ্রুবরাজ বলেছেন: ভাই, আমি ফানি এটা সত্য, কথাটা কতিপয় কিছু মানুষদের দিকে আঙুল তুলে বলেছি... ফানি করে। যাতে আমার ঘাড়টা আমার শরীরের সাথেই থাকে। একটাই তোহ মাথা... এটা গেলে বাঁচবো কিভাবে??? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.