![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।
যারা এখনও ভাবছেন শাহবাগ যাবেন কিনা! কি লাভ ঐখানে গিয়ে। আরো মানুষ তোহ আছে, আপনার গিয়ে কি হবে? কি দরকার ভেজালের? এত ক্লান্ত হয়ে সারাদিন পর বাসায় ফিরলাম, এখন আবার সারা রাত ঐখানে কাটাবো?
তাদের বলছি, হ্যা ভাই... যদি আপনার মা কে কেউ আপনারই সামনে ধর্ষন করে, সেই শুয়োরটা যদি আপনারই সামনে দিব্যি ঘুরে ফিরে বেড়ায়... কেমন লাগবে? নিজের মায়ের এই অত্যাচারের বদলা, নিজেকে আরেকবার বাঙ্গালি হিসেবে প্রমান করার জন্য হলেও দয়া করে শাহবাগ যাবেন। হাত জোড় করে বলছি। কোন দলের না হয়্য, কোন দলের কথা না ভেবে... নিজেকে একটা বার বাঙালি ভেবে সবাই শাহবাগ চলেন। দেখিয়ে দেই আমরা সেই জাতি যারা ৫২,৬৯,৭১ এ ফুসে উঠেছিলাম। ২০১৩ এর গণ জাগরনে অংশ নিন, ইতিহাসের পাতায় নিজের নামটা এক কোনে জায়গা করিয়ে নিন, শুধু... বাঙালি হিসাবে।
শুধু...
"জয় বংলা,
এক দফা-এক দাবি-
রাজাকারের ফাসি।"
[[ধ্রুব]]
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
ধ্রুবরাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
ডালিম রুমী বলেছেন: ধন্যবাদ আপনাকে