নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই।

ধ্রুবরাজ

মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।

ধ্রুবরাজ › বিস্তারিত পোস্টঃ

একটি শিবির,দুটি কুকুর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

[[অনেক ছদ্দ নামে লিখেছি, এখন থেকে এই আইডি দিয়েই সকল ব্লগ লেখা হবে-

আপনাদের "কালপুরুষ"]]





সেদিন চলতে ফিরতে গিয়ে হটাৎ দুটো কুকুরের ঘেউ ঘেউ শুনে দাঁড়িয়ে গেলাম। আমার এই কুকুর প্রজাতিটির প্রতি একটু এলার্জি রয়েছে আমার চেহারা মনে হয় ওদের পছন্দ হয় না। তাই দূরে দাঁড়িয়ে গেলাম , সাবধান হয়ে। দেখলাম একটা কুকুর আরেকটা কুকুরের কাছে গিয়ে সেকি খিস্তি দিচ্ছে। দাতের সব পাটি বের করে আরেকজনকে দেখচ্ছে। বুঝলাম খুব সিরিয়াস অবস্থায় আছে দুইজন। আরেকটু পর বুঝতে পারলাম, দ্বিতীয় কুকুরটি এই এলাকার নয়, তাই সে এই এলাকায় ঢুকে পড়ায় তার প্রতি চড়াও হয়েছে প্রথম কুকুরটি। ধেৎ, এই প্রথম কুকুর আর দ্বিতীয় কুকুরের ভেজালে না গিয়ে ধরুন নাম দিলাম প্রথম কুকুর হচ্ছে কাদের, আর দ্বিতীয় কুকুরটি একজন ব্লগার, ধ্রুব।

যাই হোক, ধ্রুব কাদেরে এলাকায় ঢুকে পড়ে যে অন্যায় করেছে তার জন্য তাকে তোহ শাস্তি পেতেই হবে। আমি দূরে দাঁড়িয়ে ভাবছি আজ বোধহয় ধ্রুবের প্রান গেলোই। কাদের যেইভাবে চেতছে!!!!

এখনি বোধহয় কামড়ে ছিড়ে ফেলবে ধ্রুবের ভোকাল কড!

ওমা! একি, কিছুক্ষণ পর দেখি কাদের ধ্রুবকে কিছু না বলেই ছেড়ে দিল। ধ্রুবও ন্যজ নাড়তে নাড়তে মনের সুখে তার পরিবারের কাছে ফিরতে লাগলো।



আমি জীবনে আজ পর্জন্ত কোন কুকুরকেই দেখি নি কামড়া কামড়ি করে আরেক কুকুরকে মেরে ফেলতে, যদিও আমরা অনেক ভয় পাই এই প্রানিটিকে।

এত হিংস্র হয়ার পরেও এই প্রাণীটির মনে যে কোমলতা ও মমত্ববোধ রয়েছে তা যদি একটা শিবির কর্মীর মধ্যে থাকতো তাহলে আজ এক একটা ব্লগ লেখার পর নিজের মৃত্যুর ডেথ সার্টিফিকেটে বার বার সাইন করা লাগতো না। আমি সত্যি, আজ আর কোন কুকুরকে ভয় পাই না। ভয় পাই একটা শিবির কে, যার জন্য হয়ত আমার মা কেঁদে ফিরবে সারা জীবন। অনেক বাচতে ইচ্ছা হয়, তবে শিবির ও রাজাকারহীন একটা সবুজ বাংলাদেশে।

জয় বাংলা।



কালপুরুষ-

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

ব্ল্যাক স্পাইডার বলেছেন: আপনার ইচ্ছা পূরণ হোক,সেই কামনা করি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

ধ্রুবরাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

রাফা বলেছেন: লেখা চলুক নিরন্তর,কালপুরুষ।

আসুন আমরা আমাদের লেখা দিয়ে ওদের হত্যা করি।

রাজাকার বিহীন বংলাদেশ দেখতে হলে সবাইকে একযোগে ঝাপিয়ে পরতে হবে।নতুন প্রজন্ম যেনো কোনভাবেই ব্যার্থ না হয় এই কামনা করছি।

ধন্যবাদ।

জয় বাংলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

ধ্রুবরাজ বলেছেন: আপনার সাথে আমি গলা মেলালাম, আর কেউ সেখানে গলা লাগাক বা না লাগাক। জয় বাংলা। লিখবো ততক্ষন, যতক্ষন আমার ল্যাপটপ এ চার্জ আছে, আর আছে আমার শ্বাস। কেউ দমাতে পারবে না। দেখি কত ব্লগার মারার পর ওরা শান্ত হয়। আর কত জনকে ওরা ভয় পায়। সেটা দেখার সময় এসেছে। আমরা সবাই এক সাথেই এগুবো। সব বাঙালি কাধে কাধ মিলিয়ে। আবার একাত্তর আনবো। তবে এবার কোন বাঙালির রক্ত ঝরবে না,ঝরতে দেব না। আমরা রক্ত অনেক দিয়েছি। এবার রক্ত নেব। এক একটা ছাগুর কাছ থেকে সেই ৩০ লাখ রক্তের হিসাব নিয়েই ছাড়বো।

জয় বাংলা।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

কলা পাতা বলেছেন: hamm রাজাকারমুক্ত চাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

ধ্রুবরাজ বলেছেন: জি, এটা আপনার এবং আমার জন্য শুধু নয়। এটা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ও। তারা যেন বলতে না পারে, বাবা আমরা কি সেই বাতাসেই নিঃশ্বাস নিচ্ছি যেই বাতাসে কিছু পশুরা নিঃশ্বাস ত্যাগ করছে?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

কলাবাগান১ বলেছেন: অনেক বাচতে ইচ্ছা হয়, তবে শিবির ও রাজাকারহীন একটা সবুজ বাংলাদেশে।
জয় বাংলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

ধ্রুবরাজ বলেছেন: হুম, আমরাই বাঁচবো। বাঁচার মত করেই বাঁচবো। ওঁদের ময়লার ঠোঙায় ভরে পাকিস্তানে পাঠাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা রাজাকার বিহীন সবুজ বাংলাদেশে স্বাধীন ভাবে শ্বাস নিয়ে বাচতে পারে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

মহসিন০৮ বলেছেন: ব্লগিং হোক প্রতিবাদের হাতিয়ার...

http://www.ctgblog.com

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

ধ্রুবরাজ বলেছেন: কোন ব্লগার যেন থমকে না যান, কারও টাইপিং স্পীড যেন কমে না যায়। সবাই নতুন উদ্দমে লিখে যান, দেখিয়ে দেই ব্লগাররা ভয় পেতে জানে না। কেউ ভয় দিতে আসলে সেই ভয় তার মধ্যে পারদ করে ঢুকিয়ে দেব, আমি ব্লগার, আমি বাঙালি, আমি বাংলাদেশী।
জয় বাংলা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

যীশূ বলেছেন: আপনাদের "কালপুরুষ, কোন "কালপুরুষ"?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

ধ্রুবরাজ বলেছেন: কোন এক "কালপুরুষ" যে একাত্তর দেখেনি, কিন্তু দেখেছে ২০১৩। এক কালপুরুষ যে বার বার লিখতে চেয়েও পারেনি, থামতে হয়েছে। তাকে ধরে থামানো হয়েছে। কিন্তু সেই ছদ্দনামের দিন শেষ। অনেক দিন বেঁচে ফেলেছি। এবার মরতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.