নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই।

ধ্রুবরাজ

মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।

ধ্রুবরাজ › বিস্তারিত পোস্টঃ

বেশ্যা বৃতি করতে যাই,যাবো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

প্রতিদিন আমরা শাহবাগে বেশ্যা বৃতি করতে যাই, কেউ বিশ্বাস করুক বা নাই করুক, ঐখানে যেই কয়টা মেয়ে আছে তারা সবাই বেশ্যা, আমার মা বোন সবাই। লাকি আক্তার? সে তোহ আরেকজন। আমি? তার দালাল। দালালী করি।

অনেকে এখনও এমন কিছুই দাবি করে, আমার প্রত্যেকদিন শাহবাগ যাওয়া নিয়ে প্রশ্ন তোলে। তাদের বলতে চাই, তোমাদের এসব প্রশ্নে আমার একটাও বা* ছেড়ে না। আমার হাজারো ভাই-বোন,মামা বাবা কারোরি কিচ্ছু আসে যায় না।

তোমরা যাই বল, আমি বলবো, আমি বাঙালি, জয় বাংলা।

একটা ছবি দিচ্ছি, এটা দেখার পরও যদি কেউ মনে করে রাজাকার নামের ঐ বেজন্মাদের ফাসি হয়া উচিৎ না, তাহলে বলবো তাদের জন্মও কোন এক কুক্ষণে ওরকম কোন এক পিশাচের মাধ্যমেই হয়েছে। রক্ত তোহ আর শুধরায় না!!

ছবিটি দেখে চোখের একফোঁটা জল ঝরলে তা আমার লাখো ভাই বোন কে উৎসর্গ করে দিয়েন।

কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

বোকামন বলেছেন: এক্কবারে ঠিক কইছেন........

++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

ধ্রুবরাজ বলেছেন: :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: জামাত শিবির নামক ধর্মের মুখোশধারী বেশ্যাদের থেকে এই দেশকে মুক্ত করতে যদি আর একটি লাশের প্রয়োজন হয় তবে সেই লাশটি এই আমি হতে চাই।তবু রাজাকার,জামাত-শিবির মুক্ত বাংলাদেশ চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ধ্রুবরাজ বলেছেন: শিশির ভাই, কথা হচ্ছে, আর কত রক্ত লাগবে আমরা তা জানি না। একাত্তর এ যেদিন আমরা যুদ্ধে নেমেছিলাম সেদিনও জানি নাই আসলেই আমাদের কতটুকু রক্ত লাগতে পারে এই বাংলাদেশ অর্জনে। তাই আপনি কেন, আমরা সবাই আমাদের শেষ রক্ত টুকু দিয়ে হলেও আমার এই সোনার দেশ ছাগু মুক্ত করবো। আমি তোহ রক্ত দিতেই প্রস্তুত, ভাল লাগছে সেই পথে আপনাকে সাথি হিসাবে পাবো। জয় বাংলা। :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয় বাংলা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

ধ্রুবরাজ বলেছেন: জয় বাংলা, জয় বাংলার সকল সাহসী জনতা।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কাকপাখী বলেছেন: আমরা গাজাখোর,বেশ্যার দালাল !আর তোরা তো রক্তখোর,বাড়ীখোড়,গাড়ীখোর হায়েনা !
বীর শহীদের বাংলায়
রাজাকারের ঠাই নাই ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

ধ্রুবরাজ বলেছেন: বাংলা মায়ের শুধু কোমল রুপই দেখলো। এবার কালবৈশাখী রুপ দেখবে হায়নার দল। অনেক সয়েছি, আর না। আর একটা ছাগলও বাংলার মাটির তাজা সবুজ ঘাস খেয়ে বাঁচতে পারবে না। :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

পলাতক আসামী বলেছেন: জয় বাংলা

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

বর্ণালী পাল বলেছেন: ++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

ধ্রুবরাজ বলেছেন: :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

বোকামন বলেছেন: কফিন রেডি বডি চাই, রাজাকারের ফাঁসি চাই...
রাজাকারের ফাঁসি হবে, পাকিস্তানে দাফন হবে..
একাত্তরের রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়...
রক্তে রাঙ্গা বাংলায়, রাজাকারের ঠাঁই নাই...


জয় বাংলা

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: ধ্রুব ভাই সত্য বলার অপরাধে আলো ব্লগের আলোর ঝলক আমার একটি পোষ্ট মুছে দিয়েছে ৫ বার।আলোব্লগ ছিল আমার চার বছরের প্লাটফর্ম।আজ আলো ব্লগের মডারেশন টিমও ছাগুতে ভরে গেছে। তাই ছাগুমুক্ত হতে যদি একটি লাশের মাত্র একটি লাশের প্রয়োজন হয় তা হতে আমি রাজি।আমার বাবা তার পা হারিয়েছিলেন এই বাংলাদেশ অর্জণ করতে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

ধ্রুবরাজ বলেছেন: ভাই, দুঃখের কথা আর কিই বা বলবো। শুধু এতোটুকু বলি, বীর মুক্তিযোদ্ধার সন্তান আপনি, আপনার গর্ব করার অনেক বড় একটা জায়গা আছে। আমার হয়ত সেই জায়গাটি নেই। তবে আমাদের অন্য একটা জায়গা আছে অহংকার করার মত, আপনি আমি দুজনেই বাঙালি। কোন ছাগুর রক্ত আমাদের শরীরে নয়। আমরা মনে প্রানে বাঙালি। আশা রাখি এইবার আমরা আমাদের বাংলাকে সম্পুর্ন ছাগুমুক্ত করতে পারবো। আর ছাগু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ঘাস! :)
চিন্তা করবেন না ভাই, জয় আমাদের হবেই। আর আপনি একা নন, আপনার পাশে আমার মত আরো অনেককেই পাবেন। কখনোই কোন বাঙালি একা নয়। লাখো ভাই আমরা এক সাথে আছি। মরতে হলে এক সাথে মরবো,বাচলে বাঁচবো এক সাথে, কাধে কাধ দিয়ে।
জয় বাংলা।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ধ্রুবরাজ বলেছেন: জয় বাংলা
আর মাত্র কয়টা দিন, তারপরেই এক একটা ছাগলকে পাকিস্তানে পাঠানো হবে তাদের আসল পিতার খোঁজে।!!
ততদিন আমরা কেউই রাজপথ ছাড়বো না।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

নদীর তীরে বলেছেন: রাজাকার গুলা হল চরম লুচ্চা ।
জামাত-শিবির হল রাজাকারের অবৈধ সন্তান ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

ধ্রুবরাজ বলেছেন: :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

চায়নাবুড়া১৮ বলেছেন: যুবকটিকে দেখতে পাচ্ছেন তাঁর নাম আজাদ। তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন।View this link এই ছবির মাঝখানে যেই সুদর্শন তিনি মার্কেটে গিয়ে তখনকার দিনে এক ধাক্কায় ১০০০ টাকায় এলভিস প্রিসলির রেকর্ড কিনে আনতেন গান শোনার জন্য। তিনি শাফি ইমাম রুমীদের সাথেই ক্র্যাক প্লাটুনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ করেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আজাদ ধরা পড়ে। এবং তাঁকে বলা হয়, সে যদি অন্য মুক্তিযোদ্ধাদের নাম এবং অবস্থান বলে দেয়, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা আজাদকে বলেন যত অত্যাচারই করুক না কেন বাবা কারও নাম বলিস না। মা কয়েকদিন পর আজাদের জন্য জেলে ভাত নিয়ে যান কারণ আজাদ ভাত খেতে চেয়ে ছিলো। সেই ভাত আর আজাদের খাওয়া হয়নি। আজাদ কে আর খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৫ বছর বেঁচে ছিলেন আজাদের মা। ওই ১৫ বছর আজাদের মা একবারে জন্যও ভাত খাননি। কখনো খাটে ঘুমাননি কারণ আজাদ বন্দি অবস্থায় মেঝেতে ঘুমাত।

সবাইকে ছবিটি শেয়ার অথবা বন্ধুদেরকে ছবিটি ট্যাগ করে দেওয়া জন্য অনুরোধ করছি। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই রকম লাখ লাখ আজাদ এবং আজাদের মায়ের মত মা থাকার কারণে।

collected

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

লিন্কল্ন বলেছেন: রাজাকারের ফাঁসি হবে, পাকিস্তানে দাফন হবে..
একাত্তরের রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়...
রক্তে রাঙ্গা বাংলায়, রাজাকারের ঠাঁই নাই...


জয় বাংলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

ধ্রুবরাজ বলেছেন: বাংলায় ঠায় নাই।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: পাক সার জমিন সাদবাদ গাইতে পারিস নি এই শোকে
বিষ্ঠা ছড়াচ্ছিস শুয়োরের দল এই মাটির বুকে!
কি চাস?
আর একটি অথবা আরও কয়েকটি লাশ?
যদি একটি লাশের প্রয়োজণ হয় তোদের
নে তবে কেড়ে নে আমার দেহ থেকে আমার ধড়।
যদি আরো প্রয়োজণ হয় তবে আমাকে চাপাতি দিয়ে কেটে কুচি কুচি কর
তবু শুয়োর রাজাকার পাকু বীর্যধারী শয়তানের দল
এই মুহূর্তে তোরা আমার মাটি ছাড়।
এই মুহূর্তে আমার শাহবাগের মাটি ছাড়
যত্তসব হারামির দল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ধ্রুবরাজ বলেছেন: আপনার ক্রোধ যেন ছড়িয়ে যায় প্রতিটি বাঙালির মনে। যারা এখনও আমার শাহবাগে থাকা বোনদের বেশ্যা বলে গালি দেয়, তাদের ভেতর যেন আপনার ক্রোধ আগুন হয়ে ঢুকে সব জ্বালিয়ে দেয়। জয় হোক বাঙালির।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: আমি বাংঙ্গালী।আমার রক্তের প্রতিটি বিন্দু পাকু বীর্যদের ডি,এন,এ প্লেটের উপর মূত্র ত্যাগ করেই যাবে।সঙ্গে আপনাদের মত সহযোদ্ধা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ধ্রুবরাজ বলেছেন: আমরা করব জয়

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: শাহবাগ যেতে পারিনি তবে হেটে হেটে শীববাড়ি মোড় যাচ্ছি।মোমের শিখায় অন্ধকার রাজাকার থেকে আমার তোমার মাটিকে আলোকিত করতে চেষ্টা করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ধ্রুবরাজ বলেছেন: ভাই, আপনিও কি আমার খুলনার? তাইতো বলি এ যে দেশি রক্ত। সুন্দরবনের বাঘের রক্ত। না গর্জে যাবে কই? আমি ঢাকায় আন্দোলন করছি আক ১০ দিন। কিন্তু খুলনার ছেলে হয়ে যদি খুলনার শীবাড়িতেই না যাই, তবে সবাইকে এ মুখ দেখাবো কি করে? তাই শত ব্যস্ততার মাঝেও সময় করে ২ দিন ঘুরে গেলাম খুলনা থেকে। শীব বাড়ির মোড়ে জ্বালালাম মোমবাতি। লোক কম দেখে যদিও একটু কষ্ট পেয়েছি। তাও কম কি। :)
বাঘ কম হলেও বাঘই তোহ! :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: জয় বাংলাদেশ!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

ধ্রুবরাজ বলেছেন: ১৬ কোটি বাঙালির, ছাগু মুক্ত বাংলাদেশ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: আসলে খুলনা তো খুব ছোট শহর।আর আপনার নিশ্চয় জানা আছে খুলনার অধিকাংশ এলাকাই শিবির জামাত রাজাকারের আখড়া।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

ধ্রুবরাজ বলেছেন: তারপরেও, খুলনার ছাগুরা ভয়ে মুখ খোলে না। বাঘের সামনে ছাগল টিকে কিভাবে বলেন? :)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

পীপিলিকা বলেছেন: শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: জামাত শিবির নামক ধর্মের মুখোশধারী বেশ্যাদের থেকে এই দেশকে মুক্ত করতে যদি আর একটি লাশের প্রয়োজন হয় তবে সেই লাশটি এই আমি হতে চাই।তবু রাজাকার,জামাত-শিবির মুক্ত বাংলাদেশ চাই।
জয় বাংলা...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

ধ্রুবরাজ বলেছেন: পিপিলিকা, আমরা লাশ আর চাইনা, চাই একটা ছাগুবিহিন বাংলা। আমাদের সাথে লাশ হবার জন্য আপনাকে অভিনন্দন। রক্ত দেব, শিবির তাড়াবো।
জয় বাংলা।
আর সাবধানে থাকবেন, আর যেন কোন ব্লগারকে রাজীব হতে না হয়।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

~স্বপ্নবিলাসী~ বলেছেন: জয় বাংলা, জয় জনতা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

ধ্রুবরাজ বলেছেন: জয় বাংলার সকল জনতা। :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

ফাহীম দেওয়ান বলেছেন: মুখ খারাপ করা শিখেছি শুধু এই ছাগুদের কাই কারবার দেখে। মিথ্যা বাদী মোনাফেক না হলে এরা এমন প্রপাগান্ডা ছড়ায় কিভাবে ?? X( X( X(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ধ্রুবরাজ বলেছেন: ভাই, ছাগুদের কোন জাতি থাকে না, এরা অজাত,বেজাত,কুজাত। এরা যা ইচ্ছা তাই বলতে পারে। তাই ওঁদের মুখটাই থেতলে দেবো, দেখি তারপর কিভাবে গন্ধ ছড়ায়। সাথে তোহ আপনারা সবাই আছেনা।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মরুবিজয় বলেছেন: রাজাকারের বিচার চাই
মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ চাই
জয় বাংলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

ধ্রুবরাজ বলেছেন: সেই পর্জন্ত আমরা রাজপথেই আছি ভাই। :)
জয় বাংলা

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

টাইম পাস বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/101406/small/?token_id=42850a038af0f13c03aa6ea3fc7f3af4

জয় বাংলা, জয় বাংলার সকল সাহসী জনতা।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

টাইম পাস বলেছেন:

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

ধ্রুবরাজ বলেছেন: জেগে আছি, ছিলাম, থাকবো.আমরা প্রত্যেকে জেগে থাকবো। :)

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

একাকি রাতে বলেছেন: বুকে হাত দিয়ে বলেন গত পরশু বিকালে শাহবাগে ছিলেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ধ্রুবরাজ বলেছেন: পরশু বিকালে আমি বাসে ছিলাম,খুলনা থেকে ঢাকায় আসছিলাম। কেন? ঐদিন থাকলে কি হত? ছিলাম না তাতেই বা কি হয়েছে? একটু ঝেড়ে কাশলে খুশি হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.