![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।
আপনি কি মুসলিম? আপনি কি হিন্দু? খ্রিষ্টান? বৌদ্ধ?
আমি বাঙালি, আপনি যদি উপরের কোনটি না হয়ে বাঙালি হয়ে থাকেন তাহলে আজ কোন আকুতি জানাবো না, আহবান জানাবো। আমাদের আরেকবার ,উক্তিযুদ্ধে যাবার সময় হয়েছে। এখন ভাবার সময় আর নেই। আজ বায়তুল মোকারমের উপর থেকে হাত বোমা ফেলা হয়েছে, কাল যে ঐ শিবির নামক কুকুর শ্রেনী আপনাকে ইসলামের নামে জবাই করবে না তার কি গ্যারান্টি আপনি দিবেন? ইস্লামকে,আপনার পরিবারকে এবং আপনার নিজেকে রক্ষা করার সময় এসেছে। ইসলামের নামে এই হত্যাযজ্ঞ,বর্বরতা বন্ধ করতে হবে এখনি। আর কাউকে কোন সুযোগ দেবো না, ইসলামের নামে কলঙ্ক লেপ্তে দেবো না, বাংলার কায়ে কালিমা লেপার সুযোগ দেবো না। এই প্রতিজ্ঞাতে সবাইকে শাহবাগ যাওয়ার আহবান জানাচ্ছি। এ কোন আকুতি নয়, সকল মস্তিস্ক ওয়ালা বাঙালির প্রতি আমার আহবান। বেঁচে থাকতে চাইলে, পরিবারের সবার নিরাপদ জীবন চাইতে এখনি শাহবাগ চলুন, দল-মত, ধর্ম ভুলে, এক আত্মার বাঙালি হয়ে।
জয় বাংলা রবে কাপিয়ে দেবো আজ শিবিরের শিকড়।
জয় বাংলা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
সান্টু বলেছেন: আমারও সন্দেহ হইতেছে কিন্তু।
শাহবাগে গেলে রাসুলের নামে আল্লাহর নামে স্বাধীন ভাবে কুটুক্তি করা যাবে তাইনা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
ধ্রুবরাজ বলেছেন: আল্লাহর নামে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙ্গা মনে হয় খুব শোভনিয়?? ইসলাম মানে কি জানেন? শান্তি।। এরা কোন শান্তি স্থাপন করতেছে আমার জানা নেই। আপনি মনে হয় বাংলার স্বাধিনতায় বিশ্বাস করেন না। তাছাড়া আপনিও কোন মুসলমানের জাতের মদ্ধেও পড়েন না। কারন পবিত্র কোরআনেও লেখা আছে জননী, জন্মভূমি বেহেশতের চেয়েও শ্রেষ্ঠ! আর আপনি এসে বলছেন কাল যারা হানলা চালিয়েছিল তারা সুফী পীর, তাইনা? লজ্জা লাগে আপনার মত মুসলিম দেখলে।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
মো: তৌহিদ বলেছেন: আমি গেলাম, আপনারাও চলে আসুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
ধ্রুবরাজ বলেছেন: জয় বাংলা
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
গোধূলী রাত বলেছেন: যাযাবরমন ও সান্টুঃ
আপনারা অন্ধ নয় তো?
একটু টিভি দেখুন, খবর দেখুন।
শাহবাগে গিয়েছেন কখনো?
নিজের বিবেক দিয়ে বিচার করুন, তারপর মিথ্যা বলুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
ধ্রুবরাজ বলেছেন: ভাই, আমি ছাগুদের গুনি না। কারন তারা ছাগু। আপনিও গুইনেন না। এরা ম্যা ম্যা করবে এটাই কি স্বাভাবিক না? এরা অন্ধ.। আসুন আমরা শ্লোগান তুলি.।
"ঐ শালারাও রাজাকার, জামাত শিবিরের সাপোর্টার!"
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
হাবিব০৪২০০২ বলেছেন: রাজাকারের ফাঁসির দাবির নামে কৌতুক শুরু করছে, আরে ব্যাটা আলটিমেটাম দে, সব পশুরুপী মানুষগুলার বিচার চাইয়া সময় বাঁইধা দে। তা না করে ফাজলামী - বেলুন উৎসব.... তাহলে চেয়ার খেলাও যোগ করা যেতে পারে! সাথে শুধু জাগরনের গান বাজালেই হয়ে যাবে রাজাকারের ফাঁসির দাবিতে স্বাধীনতার চেতনায় চেয়ার খেলা!
এখন অবস্হা এমন হচ্ছে নানা স্লোগানের ভীড়ে মূল স্লোগানই চাপা পড়ে গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
ধ্রুবরাজ বলেছেন: জী ভাই, সহমত দিলাম। এই জন্যই মনে হয় শিবির গুলা এত ক্ষমতা পাইল আজ আমাদের পতাকা পোড়ানোর, শহীদ মিনার ভাঙ্গার। গান বাজনা না করে পথে নাম্লে হয়ত ওদের আর সুযোগ দেওয়া যেত না। এসব বেলুন ওড়ানো কর্মসুচী আসলেই আমার কাছে হাস্যকর মনে হয়েছে। আশা করি এবার সবার চোখ খুলবে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
যাযাবরমন বলেছেন: শিবিরের নাম করে আপনারাই বোমা মারেন নাই তো?
জামাত/ রাজাকার বিরোধিতা আর সকল ইসলামি দলের বিরোধিতা এক মনে কইরেন না।
আদালত কেন স্ব-প্রনোদিত হয়ে স্বাধীনতা তথা বাংলাদেশ বিরোধী "জামায়াত-শিবিরের" রাজনীতি করা নিষিদ্ধ করছে না???