![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।
কাল শাহবাগ গেলাম। সবার মত রাগে ক্ষোভে আমারো রক্ত ফুটছে। সবার গলায় একি ধ্বনি, জয় বাংলা। সকল নেড়ি কুত্তা শিবিরদের দেশ ছাড়া করতে হবে। কোন বেলুন উড়ানোর মত হাস্যকর অনুষ্ঠান দেখতে কাল মানুষ যায়নি শাহবাগ। কাল গিয়েছিল নিজেদের অস্তিত্ব রক্ষা করতে। শিবির নামক ঘাতক দালাল দের দেশ ছাড়া করে নিজেদের সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিৎ করতে। শ্লোগান দিচ্ছি সবার সাথে। হটাৎ দেখি একটা ছোট ছেলে ক্রাচে ভর করে আমার দিকে এগিয়ে আসলো। এক পা একেবারেই নেই ছেলেটার। হাতে দেখলাম দুটো ৪ টাকার সাইন পেন, একটা লাল-একটা সবুজ। "ভাইয়া একটা পতাকা আকায় দিবো?" অন্যান্য সময় খুব মেজাজ খারাপ হয় এই টাইপের পোলাপাইন গুলার উপর। একটা রংতুলি নিয়ে পিছ পিছ ঘুরতেই থাকে। কিন্তু এই ছেলেটার বেপারটাই অন্যরকম। ভিতরে কেমন জানি লাগলো। ছেলেটার নাম জিজ্ঞেস করে জানতে পারলাম রমজান, থাকে বাসাবো তে। আপনাদের কাছে সেও নাস্তিক তাইনা?
শিবিরদের লজ্জা থাকা উচিৎ তারা সেই দেশের মানুষের উপর বর্বরতা চালাচ্ছে, যেই দেশে একটা পঙ্গু ছেলে একবেলা খাবার জন্য একটা বাংলাদেশের ছবি আঁকতে চায়। আর শিবির নামক কিছু পশু কোন বাধা ছাড়াই আমাদের সামনে আমাদের লাল সবুজের পতাকা পুড়িয়ে উল্লাস করে। লাখো শহীদ, ক্ষমা কর আমাকে। তোমাদের রক্তের দাম আমি দিতে পারলাম না।
আজ আবার শাহবাগ যাবো, আমি জয় বাংলার মানুষ, তোমরা আমাকে যে যাই ভাবো।
জয় বাংলা
©somewhere in net ltd.