![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়
অপসংস্কৃতির বিভীষিকায় নারী নির্যাতণের মুল কারন।
নারী বলছে-
“নারী নারী নারী সবই করতে পারি”
ঘরের বেড়া ভাঙ্গবো, স্বাধীন মত চলবো।”
প্রগতির চলমান ভাসমান স্রোতে এ মতের নারীরা কখন যে তাদের নারী জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছেন তা খেয়াল নেই। স্বেচ্ছায় জীবনের সকল সুখ ও শান্তিকে নিমিষেই বিলিয়ে দিয়ে যে গহব্বরে পতিত হয়েছে, সেখান থেকে ফিরে আসা খুবই কষ্ট সাধ্য।
শালিন ,মার্জিত ও সম্মানজনক অবস্থানকে যারা ঘরের মধ্যে বন্দী হিসেবে চিন্তা করেন , তাদের জীবনে 24 টি ঘন্টা কাটে হতাশার মধ্যে। আল্লাহর সৃষ্টি কাঠামোর পরিবর্তন করা তাদের দ্বারা সম্ভব হয়না বলেই তারা সব সময় অশান্তিতে ভুগছে। আসলে প্রকৃতির আমোঘ নিয়মকে অস্বীকার না করে যদি বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদেরকে যোগ্যতর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই কেবল পার্থিব জগতে সমঅধিকারের স্বাধীনতা ভোগ করা সম্ভব ।
©somewhere in net ltd.