![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এস এস (অনার্স) এম এস এস, ঢাকা বিশ্ববিদ্যালয়
‘মুজিববাদ’ কখনোও আদর্শ হতে পারেনা। রসূল (স) এর চরিত্রই রয়েছে মুসলমানদের চলার একমাত্র পাথেয়।
কোন মানুষ আল্লাহ ও রসূল (স) কে হাজির নাজির মনে করে কালেমা “লা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসূলুল্লাহ ” মেনে নিলে তার কাছে মুজিববাদ বা অন্য কোন মতবাদ কখনোও আদর্শ হতে পারেনা। যা অবলম্বন করে তার দৈনিন্দন কার্যক্রম পরিচালিত হবে। কেউ যদি মুজিববাদ বা অন্য কোন মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ করে সেই মতবাদ প্রতিষ্ঠার জন্য ব্রতি হন তাহলে তিনি নিশ্চিত কাফের হয়ে যাবেন।
রসূল (স) বলেছেন, “ তোমরা ততক্ষন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবেনা, যতক্ষণ না আমি তোমাদের স্ত্রী পুত্র কন্যা অপেক্ষা অধিকতর প্রিয় হই।”
তাই আজকে যারা মুজিববাদ কায়েমের জন্য কিংবা মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য দিনরাত 24 ঘন্টা আপ্রান প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বিষয়টি ভেবে দেখতে হবে।
©somewhere in net ltd.