![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈল্পিক উৎকর্ষতা এবং মনের উৎকর্ষতা এক জিনিস নয়। ভালো ছবি অাঁকা, ভাল গান গাওয়া, ভাল অভিনয় করা, ভালো গিটার বাজানো -এগুলো শিল্প। ভাল একজন কাঠমিস্ত্রিও ভাল একজন শিল্পী। খুব দক্ষতায় সাথে যে চালক গাড়ী চালায় তাকে একজন ভাল শিল্পী বলতেই হবে। বিশাল ভবনের গা ঘেষে ঝুলে ঝুলে দুলে দুলে যে রং মিস্ত্রি দেওয়ালের গায়ে রং লাগায় সেও কি শিল্পী নয়? হাতের কারুকাজ, গলার কারুকাজ -এগুলো কারিগরি দক্ষতা; এগুলো মানবিক উৎকর্ষতার গ্যারান্টি নয়। তাই তো বলি- একজন ভাল সঙ্গীত শিল্পী বা একজন ভাল অভিনেতা মানেই একজন ভাল মানুষ হবে এমন কথা নয়। এমনকি খুব নিকৃষ্ট মানুষও তাদের মধ্যে রয়েছে। পৃথিবীতে সৃজনশীল পাগল যেমন আছে, সৃজনশীল ক্রিমিনালও আছে।
©somewhere in net ltd.