![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূণ্যে বিশ্বাস না থাকলেও পাপে বিশ্বাস আছে সবার। মানুষ অপরাধ করে, কিছু না কিছু অপরাধ সব মানুষ-ই করে; বিশেষ করে বিশ্বাস ভঙ্গের মত অপরাধ সবাই করে। অপরাধ থেকে তৈরি হয় অনুশোচনা, সবার অনুশোচনা তৈরি না হলেও এক ধরনের ভয় অবশ্যই তৈরি হয়। কেউ দেখেনি, কেউ জানে না, তবু ভয়! কার কাছে এই ভয়? এরপর যখন কোন কাজে গোলমাল হয়, বা কোনকিছুতে অনাকাঙ্ক্ষিত কোন ভুল বা ক্ষতির সম্মুখিন হতে হয়, তখন-ই মানুষ হিসেব মেলায়- সম্ভবত ঐ অপরাধের কারণে এরকম হয়েছে। সবার মাঝেই এরকম ধরনের অনুভূতি হয়ে থাকে। অতএব স্বর্গ/নরকে বিশ্বাস থাক বা না থাক, পাপের ভয় এবং পাপবোধ সবার মাঝেই আছে, এবং ‘পাপের ফল’ নামক চিন্তাও বোধহয় সকল মানুষের মাঝে কাজ করে। ফলটাকে কেউ ইহলৌকিক ভাবে, কেউ পারলৌকিক ভাবে, কেউ কিছু ভাবে না, মানে কোন সিদ্ধান্তে আসে না, শুধু অনুভূতিতে কিছু একটা কাজ করা। এই যে ভাবনা বা পাপবোধ, এটা কি বিশ্বাস, না অন্যকিছু?
২| ২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: পাপবোধের সাথে কোন আস্তিক নাস্তিকতার ব্যাপার নেই। এটা সব মানুষেরই হয়। একজন মানুষ যদি ছোটবেলা থেকেই দেখে আসে যে, চুরি না করলে খাবার জোটে না - তাহলে চুরি করাটাই তার কাছে পুণ্যের কাজ বলে গণ্য হবে। এতে সে পাপবোধ করবেনা।
৩| ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:১৫
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: পাপবোধটা তাহলে কী? আমি পূণ্যের কথা কিছু বলি নাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ দুপুর ১:২৭
নূর আলম হিরণ বলেছেন: ভালো বলেছন।