![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে ছিল যাযাবর,
কর্মঠ, কিন্তু কোন কাজ ছিল না তার।
সে ছিল দয়ালু, সদা জাগ্রত;
আত্মনিয়োগ ছিল না তার, যতটা প্রয়োজন;
মোহীত ছিল সে অন্ধকারে, নেশার ঘোরে
অতল অন্ধকারে আলো খুঁজে বেড়াত।
চেতনায় ফিরে, বারে বারে, কখনো ক্রোধে
নতুন একটি পথ খজেছিল সে;
অচিরেই ব্যর্থ হয়েছিল যখন
ইতিমধ্যে নির্ধারণ হয়েছিল তার সময়, শেষ কর্ম;
অবশেষে একটি মোথিত সুন্দর রাতে
সে চলে যায়, যেখানে আমিও যাব।
©somewhere in net ltd.