![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিঙ্গি নৌকায় ভারত মহাসাগর হয়ে
পিটোরিয়ায় ম্যান্ডেলার সাথে এক মগ কফি খেয়ে
সন্ধ্যা না হতেই আবার পাড়ি জমিয়েছি;
অতলান্তিক পাড়ি দিয়েছি এক দিন এক রাতে,
ওবামার সাথে বৈঠক শেষে সেদিনই ফিরেছি;
ঝড়ের কবলে মাঝ সমুদ্রে কিছুক্ষণ শুধু দুলেছি।
এভারেস্টে উঠেছি-নেমেছি, শুধু একটু ঘেমেছি।
মরুভূমিতেও গিয়েছি, থর গোবি সাহারা হয়ে
আবার মহাসমুদ্রে, তোমার কাছে।
ততদিনে একটি জাহাজ বানিয়েছি,
কলা কানুন জেনে সাবধানে চালিয়েছি, তবু ডুবেছি!
২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রচণ্ড রোমান্টিক!