নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

সবই এখানে পণ্য

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

পণ্যর সাথে সংখ্যার সম্পর্ক। যত বেশি লোক তত বেশি পণ্য, তত বেশি ব্যবসা। কেমন লোক তাতে কিছু যায় আসে না। চোরে কিনলে যে লাভ, ফকিরে কিনলেও একই লাভ, সুন্দরী, কুৎসিত, লম্বা, খাটো, বজ্জাত, সরল, অভিজাত, যে-ই কিনুক লাভ একই। তাই পণ্যের কাছে সবাই ক্রেতা, কোন পার্থক্য নেই। ফলে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সংখ্যাই শক্তিশালী। সংখ্যা যেভাবে এক্ট করে পণ্য সেভাবে রিএক্ট করবে, পন্য ক্রেতার সামনে উপস্থাপিত হয় ক্রেতার চাহিদামাফিক। আপনার যে রংয়ের আম পছন্দ সব আম সেই রংএ রঙ্গীন হয়ে যাবে! মানুষের মনস্তত্ত্ব তৈরি করার দায় পণ্যের নেই। সে বর্তমান মানুষের ক্যারেক্টার এনালাইসিস করে তাদের পিছনে ছুটে বেড়ায় বিক্রীত হওয়ার জন্য। পণ্য রং করে ঢং করে, বিক্রীত হওয়ার জন্য নানান ফন্দিফিকির তার। একবার আপনার পকেট কেটে হাতে উঠতে পারলেই হইছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোও সব পণ্য, এরা মাথায় রাখে জনগণ কী খায়, ঠিক সেভাবে এরা শিরোণাম করে, খবর ছাপে, জনগণ যা খায় না তা ছাপে না। জনগণের মনস্তত্ব তৈরি করার দায় এরা অনুভব করে না। জাতি তাহলে কার হাত ধরে এগোবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.